WhatsApp update on Microsoft Store নয়া উইন্ডোজ অ্যাপ আনছে হোয়াটসঅ্যাপ, জেনে নিন কী কী সুবিধা থাকছে তাতে

author img

By

Published : Aug 17, 2022, 3:49 PM IST

WhatsApp update on Microsoft Store  News

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নতুন যে অ্যাপ লঞ্চ করা হচ্ছে তাতে হোয়াটসঅ্যাপকে দ্রুত প্রতিক্রিয়াশীল করে তুলবে ৷ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে চারটি ডিভাইস লিঙ্ক করা যাবে এখন থেকে (WhatsApp update on Microsoft Store) ৷

সান ফ্রান্সিসকো, 17 অগস্ট: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর (WhatsApp update on Microsoft Store) ৷ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অন্য ডিভাইসে কানেক্টের জন্য আর কোনও লিংক ব্যবহার করতে হবে না ৷ এরজন্য নতুন অ্যাপ লঞ্চ করার কথা ঘোষণা করা হয়েছে কর্তৃপক্ষের তরফে ৷

'দ্য ভার্জ'-এর মতে, 'মেটা' অধিগৃহীত হোয়াটসঅ্যাপ-এর সাইটে একটি তরতাজা উইন্ডোজ অ্যাপের কথা ঘোষণা করা হয়েছে ৷ যা বিটা-র বাইরে গিয়ে মাইক্রোসফ্ট স্টোরে ডাউনলোড করার জন্য উপলব্ধ করা হয়েছে । আগে, উইন্ডোজ ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের ওয়েব-ভিত্তিক ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করতে হতো বা তাদের ওয়েব ব্রাউজার থেকে মেসেজিং পরিষেবা উপলব্ধ করতে হতো । রিপোর্টে বলা হয়েছে, নতুন অ্যাপটি হোয়াটসঅ্যাপকে দ্রুত প্রতিক্রিয়াশীল করে তুলবে ৷

আরও পড়ুন: গত সাতবছরে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে ফেসবুক ব্যবহার, বলছে সমীক্ষা

হোয়াটসঅ্যাপের উইন্ডোজ অ্যাপের ইন্টারফেসে সামান্য স্বচ্ছতা আনা হয়েছে ৷ সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল, ব্যবহারকারীদের ফোন এবং ডেস্কটপ অ্যাপের মধ্যে সিঙ্ক করতে তাদের ফোন অনলাইনে রাখতে হবে না । এছাড়া দু'টি ভার্সনের মধ্যে আর বিশেষ কোনও তফাৎ নেই ৷

হোয়াটসঅ্যাপের মাল্টি-ডিভাইস ফিচারটি এখন আর বিটা ভার্সনে পাওয়াও যাবে না ৷ এই ফিচারটিকে সম্পূর্ণভবে রোল আউট করে দেওয়া হয়েছে ৷ এবার ব্যবহারকারীরা ফোন ছাড়াই তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে চারটি ডিভাইস লিঙ্ক করতে পারবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.