ETV Bharat / science-and-technology

NASA: ফ্লোরিডার উপকূলে ঝড়ের সংকেত, চাঁদে রকেট উৎক্ষেপণ আবারও বিলম্বিত হল নাসা'র

author img

By

Published : Nov 9, 2022, 10:24 PM IST

ফ্লোরিডা উপকূলে ঝড়ের পূর্বাভাস ৷ চাঁদে উৎক্ষেপণের জন্য তৈরি নয়া রকেট উৎক্ষেপণ ফের স্থগিত রাখল নাসা ((NASA launch of moon rocket delayed) ৷

NASA News
নাসার চাঁদের রকেটের উৎক্ষেপণ আবার বিলম্বিত হয়েছে

কেপ ক্যানাভেরাল (মার্কিন যুক্তরাষ্ট্র): ফ্লোরিডা উপকূলে ভয়ানক ঝড়ের পূর্বাভাস । যার জেরে ফের পিছিয়ে গেল নাসা'র চন্দ্রযানের উৎক্ষেপন । আবার তার নতুন চাঁদের রকেট উৎক্ষেপণ স্থগিত করছে । জ্বালানি লিক হওয়ার কারণে অগস্ট থেকেই রকেটটি কেনেডি স্পেস সেন্টারে রাখা রয়েছে ৷ মহাকাশের উদ্দেশে রওনা হলেও হ্যারিকেন ইয়ান সেপ্টেম্বরের শেষদিকে রকেটটিকে কেনেডি স্পেস সেন্টারের হ্যাঙ্গারে ফেরত পাঠায় । রকেটটি গত সপ্তাহে লঞ্চ প্যাডে ফিরিয়ে আনা হয় এবং মনে করা হচ্ছিল সোমবার দিনের শুরুতেই সেটি লঞ্চ করবে নাসা (NASA launch of moon rocket delayed)।

কিন্তু মঙ্গলবার ন্যাশনায় অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জানায় যে, ক্রান্তীয় ঝড় নিকোলের কারণে কমপক্ষে আগামী বুধবার পর্যন্ত উৎক্ষেপণ বিলম্বিত হচ্ছে, যা আগামী কয়েক দিনের মধ্যে ক্যাটাগরি 1 হারিকেন হিসাবে ফ্লোরিডার আটলান্টিক উপকূলে আঘাত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। নাসা হ্যারিকেন সতর্কতার অধীনে রয়েছে, তাই নাসা রকেটটিকে লঞ্চ প্যাডে রাখছে । নাসা জানিয়েছে, রকেটটি ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাস যাতে সহ্য করতে পারে, সেই অনুযায়ী ডিজাইন করা হয়েছে ।

আরও পড়ুন: কবে আসছে samsung galaxy s23, সামনে এল দিনক্ষণ

$4.1 বিলিয়নের মিশনটি চাঁদের চারপাশে একটি খালি ক্রু ক্যাপসুল পাঠাবে এবং কয়েকবছরের মধ্যে নভোচারীরা জাহাজে আরোহণের আগে একটি ফ্লাইট পরীক্ষায় ফিরে আসবে । 2025 সালের মধ্যে মহাকাশচারীদের চাঁদে ফিরিয়ে আনার জন্য এটি NASA-এর সবচেয়ে বড় পদক্ষেপ ৷ আজ থেকে পঞ্চাশ বছর আগে শেষবার চাঁদে মানুষ পাঠিয়েছিল নাসা ৷ 1972 সালের ডিসেম্বরে নাসার পাঠানো চন্দ্রযানটির নাম ছিল 'অ্যাপোলো 17' ৷

(এই প্রতিবেদনটি ETV ভারত দ্বারা সম্পাদনা করা হয়নি ৷ একটি সিন্ডিকেটেড ফিড থেকে নেওয়া হয়েছে ) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.