প্রতি চার জনের মধ্যে এক জন নেট ব্যবহারকারী ওয়েবক্যাম ব্যবহার করেন

author img

By

Published : Apr 7, 2021, 9:58 PM IST

webcam

সমীক্ষা অনুসারে, এই অ্যাপ গুলি ডিজিটাল মাধ্যমে তথ্য, সংবাদ, নথি আদান প্রাদানের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়েছে । আর এ কারণের ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে ২৭ শাতাংশ নেট ব্যবহারকারী এই অ্যাপ্লিকেশন ব্যবহারের উপর বিশেষ ভাবে নির্ভরশীল ।

নয়াদিল্লি : প্রায় এক চতুর্থাংশ অনলাইন ব্যবহারকারী মাইক্রোফোন বা ওয়েবক্যামের সুবিধা নিয়ে থাকেন । ১৫ হাজার মানুষের মধ্যে সমীক্ষা করে এই পরিসংখ্যানের কথা জানা গিয়েছে ।

আবার একই সঙ্গে দেখা গিয়েছে, প্রতি দশ জনের মধ্যে ছয় জন আশঙ্কা প্রকাশ করেছেন, ওয়েবক্যামের মাধ্যমে তাদের তথ্য গোপণ না থাকার বিষয়ে । তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন, ওয়েবক্যামের মাধ্যমে তাঁদের অনুমতি না নিয়ে তাঁদের উপর নজরদারির বিষয়ে । কাসপারেস্কি-র মতো সংস্থা সমীক্ষার পর জানিয়েছে, সফটওয়ার হ্যাক করার মাধ্যমে কী ভাবে এই কাজটি হয়ে থাকে ।

কিন্তু, গুরুত্বপূর্ণ বিষয়টি হল, গত এক বছরে অতিমারীর সময় ভিডিয়ো কনফারেন্সের জন্য এই মাধ্যমগুলির উপর নির্ভরশীলতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে ।

এ বিষয়ে কোনও সন্দেহ নেই, এই অ্যাপ এবং প্রযুক্তির মাধ্যমে গত এক বছরে সামাজিক এবং বিনোদনমূলক প্রয়োজন- চাহিদা গুলি খুবই সহজে মেটাতে পেরেছেন সাধারণ মানুষ । এ জন্যই মাইক্রোফোন এবং ক্যামেরার মতো অ্যাপ গুলি ব্যবহার করার ক্ষেত্রে আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে ।

সমীক্ষা অনুসারে, এই অ্যাপ গুলি ডিজিটাল মাধ্যমে তথ্য, সংবাদ, নথি আদান প্রাদানের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়েছে । আর এ কারণের ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে ২৭ শাতাংশ নেট ব্যবহারকারী এই অ্যাপ্লিকেশন ব্যবহারের উপর বিশেষ ভাবে নির্ভরশীল ।

সমীক্ষায় দেখা গিয়েছে, বয়স্ক মানুষের থেকে কম বয়সীদের মধ্য এই ধরণের অ্যাপ্লিকেশন ব্যবহারের প্রবণতা বেশ খানিকটা বেশি । আরও দেখা গিয়েছে, ৫৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ৩৮ শতাংশ স্পষ্ট করেছেন যে, তাঁরা এই ধরণের অ্যাপ বা অ্যাপ্লিকেশন ব্যবহার থেকে সাধারণ ভাবে দূরেই থাকেন ।

কাসপারেস্কির কনজিউমার প্রোডাক্ট মার্কেটিম প্রধান মেরিনা টিটোভা এক বিবৃতিতে জানিয়েছেন, " এ বিষয়ে কোনও সন্দেহ নেই, ওয়েবক্যাম ব্যবহারকারীদের মধ্যে অনেকেই সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ভাবে সচেতন নন । তবে এটাও একটা ভাল কথা, বর্তমানে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি ব্যবহারকারীদের মধ্যে আস্তে আস্তে তৈরি হচ্ছে । নিঃসন্দেহে এই ধরণের সচেতনতা অনলাইন ব্যবহারকারীদের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ ।

তিনি আরও বলেছেন, ভিডিয়ো এবং মাইক্রোফোন ব্যবহারকারীদের মধ্যে এই এই ধরণের সচেতনতা হ্যাকিং রোধে প্রতিরোধমূলক বিষয়টিকে আরও মজবুত করে তোলে ।

একই সঙ্গে তিনি বলেছেন, এই আধুনিক অ্যাপ গুলি ব্যবহার করার ক্ষেত্রে পর্যাপ্ত সতকর্তা ব্যবহার করা উচিত ৷ প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলি ব্যবহারের ক্ষেত্রে কী কী বিষয়ে অনুমতি নেওয়া উচিত সে বিষয় নজর দিতে বলেছেন ৷

আরও পড়ুন : সরকারের সঙ্গে পুজিবাদের যোগ কাম্য নয়

উদাহরণ স্বরূপ তিনি বলেছেন, কোনও ভিডিয়ো কলিং অ্যাপে ক্যামেরা সক্রিয় থাকে তাহলে কোনও সমস্যা নেই ৷ কিন্তু, যদি কোনও ক্ষেত্রে এ ধরণের সুবিধা না থাকে, তাহলে বিষয়টির দিকে নজর দেওয়া উচিত ৷ সতর্ক থাকাও উচিত ৷

ব্যবহারকারীরা ওয়েবক্যাম ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষার খাতিরে বেশ কিছু পদক্ষেপ করতে পারেন ৷

কাসপারেস্কি এ বিষয়ে বেশ কয়েকটি দিকের কথা বিশেষ ভাগে উল্লেখ করেছে ৷ সুরক্ষার জন্য বাজার চলতি নয়, সঠিক-গুণগত মান সম্পন্ন ওয়েবক্যাম ব্যবহার করা উচিত ৷ কমপিউটার, ম্যাক, অ্যানরয়েড এবং আইওএস ডিভাইয়ের দিকে নজর দেওয়া উচিত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.