ETV Bharat / jagte-raho

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল পরিচিতরা, পরে উদ্ধার যুবকের দেহ

author img

By

Published : Jul 6, 2019, 12:01 PM IST

Updated : Jul 6, 2019, 12:44 PM IST

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবক খুন করার অভিযোগ উঠল। নদিয়ার নবদ্বীপ থানার স্বরূপগঞ্জ এলাকার ঘটনা ।

মৃত কৃষ্ণ দেবনাথ

নবদ্বীপ, 6 জুলাই: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল । মৃতের নাম কৃষ্ণ দেবনাথ (31) । নদিয়ার নবদ্বীপ থানার স্বরূপগঞ্জ এলাকার ঘটনা । যদিও স্থানীয় BJP নেতৃত্বের দাবি, BJP-কে সমর্থন করায় ও জয় শ্রীরাম বলার কারণেই ওই যুবককে তৃণমূল কংগ্রেসের লোকজন পিটিয়ে খুন করেছে ।

সূত্রের খবর, নবদ্বীপের স্বরূপগঞ্জের বাসিন্দা কৃষ্ণ দেবনাথ কর্মসূত্রে বাইরে থাকেন । গত বুধবার (3 জুন) তিনি বাড়ি ফেরেন । সেদিন রাতেই স্থানীয় কয়েকজন যুবক তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । পরে তাঁর ক্ষতবিক্ষত দেহ এলাকায় একটি ক্লাবের সামনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । তড়িঘড়ি তাঁকে শক্তিনগর হাসপাতালে ভরতি করা হয় । সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কৃষ্ণকে কলকাতায় NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । গতকাল রাতে সেখানে তাঁর মৃত্যু হয় ।

আরও পড়ুন : ধর্ষণে বাধা দেওয়ায় মহিলাকে খুন, অভিযুক্ত পলাতক

কৃষ্ণর পরিবারের অভিযোগ, তাঁকে স্থানীয় তিন যুবক ইন্দ্রজিৎ দেবনাথ, গোবিন্দ দেবনাথ ও শংকর দেবনাথ রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল । ঘটনার পর থেকেই ওই তিন যুবক এলাকা থেকে পলাতক । তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার ।

দেখুন ভিডিয়ো

আজ সকালে কৃষ্ণের মৃতদেহ এলাকায় নিয়ে এলে উত্তেজনা ছড়ায় । স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই কৃষ্ণকে পিটিয়ে খুন করেছে । অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে প্রতিবাদ দেখায় BJP-র কর্মী-সমর্থকরা । যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এই ঘটনায় দলের কোনও সদস্যই জড়িত নয় । রাজনৈতিক ষড়যন্ত্র নাকি অন্য কোনও কারণ তা নিয়ে ধোঁয়াশায় মৃতের পরিবারও । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

Intro:বিজেপিকে সমর্থন করায় এবং জয় শ্রী রাম বলার কারণে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করলো এক যুবককে। যুবকের নাম কৃষ্ণ দেবনাথ। বয়স 31। ঘটনাটি ঘটেছে নদীয়া নবদ্বীপ থানার স্বরুপগঞ্জ এলাকায়।
সূত্রের খবর, নদীয়ার নবদ্বীপ থানার স্বরুপগঞ্জ এলাকার ওই যুবক কর্মসূত্রে বাইরে থাকেন। গত বুধবার তিনি বাড়িতে আসেন। সেই রাতেই স্থানীয় কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতেই একটি পাশে ক্লাবের সামনে কৃষ্ণ দেবনাথ এর দেহ ক্ষত-বিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি প্রথমে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে তাকে বৃহস্পতিবার কলকাতার নীলরতন হাসপাতাল স্থানান্তরিত করা হয় এবং শুক্রবার কৃষ্ণ দেবনাথ মারা যায়। পরিবারের অভিযোগ, বুধবার রাতে ইন্দ্রজিৎ দেবনাথ, গোবিন্দ দেবনাথ এবং শংকর দেবনাথ স্থানীয় এই তিন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এই তিনজনের বিরুদ্ধে নবদ্দীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও তার মৃত্যুর সংবাদ পেয়ে উত্তেজিত হয়ে পড়ে এলাকার মানুষজন। শনিবার ভোরে কৃষ্ণ দেবনাথ এর মৃত্যু দেহ বাড়িতে আসতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলের দুষ্কৃতীদের হাতে খুনের অভিযোগ তুলে মৃতদেহ রাস্তায় রেখে অবরোধ করতে শুরু করে। যদিও পরিবারের তরফ থেকে এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা সে ব্যাপারে পরিষ্কার নয় তারা। অভিযোগের ভিত্তিতে খুনের কি কারণ থাকতে পারে তার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।
















Body:NABDWIP DEAD BODYConclusion:
Last Updated : Jul 6, 2019, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.