ETV Bharat / jagte-raho

মাদক সহ গ্রেপ্তার শিলাজিতের ছেলে, পরে জামিনে মুক্ত

author img

By

Published : Jul 6, 2019, 1:36 PM IST

Updated : Jul 6, 2019, 9:36 PM IST

গতকাল রাতে মত্ত অবস্থায় ধরা পড়েন ধী মজুমদার । আজ বিকেলে তিনি জামিন পেলেন ।

অভিযুক্ত ধী মজুমদার ফাইল ছবি

কলকাতা, 6 জুলাই: মত্ত অবস্থায় ধরা পড়লেন গায়ক শিলাজিতের ছেলে ধী মজুমদার । তাঁর কাছ থেকে গাঁজাও উদ্ধার করেছে পুলিশ । আজ বিকেলে জামিন পান তিনি ।

উষশী সেনগুপ্তকে হেনস্থার ঘটনার পর থেকেই রাতের শহরজুড়ে নাকা চেকিং শুরু করে কলকাতা পুলিশ । গতকাল রাতে টালিগঞ্জের সামনেও তা চলছিল । ওই এলাকায় ধী মজুমদারের গাড়িটি থামায় পুলিশ । চলে তল্লাশি । গাড়িতে ধী ছাড়াও ছিলেন আরও দু'জন । অভিযোগ, গাড়ির চালকসহ তিনজনই মত্ত ছিলেন । তারপর গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করে পুলিশ । ঘটনাস্থানেই তিনজনকে গ্রেপ্তার করা হয় ।

শিলাজিতের ছেলে একজন সঙ্গীত শিল্পী । শিলাজিতের সঙ্গে স্টেজ শেয়ার করতে দেখা গেছে তাঁকে । এই বিষয়ে গায়ক শিলাজিতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এই ঘটনাটা কেন ঘটেছে সেটা আমার কাছে স্পষ্ট নয় । গতকাল রাতে ঘটনাটা ঘটেছে, আমি ভালো করে বিষয়টি জানি না । আমার আইনের প্রতি ভরসা ছিল । আমি জানি আমার ছেলে নির্দোষ । ও এখানে ঘুরতে এসেছিল । ও জামিন পাওয়ায় আমি খুশি ।"

শুনে নিন শিলাজিতের বক্তব্য

এবিষয়ে আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "পুলিশের অভিযোগ, ধী ও তাঁর দুই বন্ধুর কাছ থেকে গতকাল নাকা চেকিংয়ের সময় খুব অল্প পরিমাণে গাঁজা উদ্ধার হয়েছে । সেই পরিমাণটা ১৬০ গ্রামের কাছাকাছি । পুলিশ গাড়ি সিজ় করার পর না কি তা উদ্ধার হয় । আজ আমরা আদালতে বলি, অভিযুক্তরা সকলেই নিরপরাধ । তাঁরা প্রত্যেকেই স্টুডেন্ট, হ্যাবিচুয়াল অফেন্ডার নয় । তাঁদের প্রত্যেকেরই উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে । বিচারপতি সেই সমস্ত শুনে তাঁদের জামিন দেন । এবং বলেছেন যেহেতু তাঁরা রিপিট অফেন্ডার নয়, বা সেরকম হিস্ট্রি নেই, প্রত্যেকেই স্টুডেন্ট এবং ব্রাইট ফিউচার রয়েছে, সেইগুলো কনসিডার করে কোর্ট বেল দিয়েছে । বেল দেওয়ার পর আইনজীবী কোর্ট এটাও বলেছে, প্রত্যেক সপ্তাহে তাদের একবার করে IO-র সঙ্গে দেখা করতে হবে ।"

কিন্তু, সেক্ষেত্রেও তৈরি হয়েছে প্রশ্ন । পড়াশোনার সূত্রে ধী মজুমদার বেঙ্গালুরুতে থাকেন । তাঁর পক্ষে কীভাবে প্রত্যেক সপ্তাহে এসে IO-র সঙ্গে দেখা করা সম্ভব? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলেন, "বিষয়টা আমরা দেখছি । ধীয়ের পরবর্তী ডেট 19 জুলাই । আমরা কোর্টের কাছে প্লিড করব যে ধী এখানে থাকেন না, বেঙ্গালুরুতে চলে যাবেন । সেটা আমরা মডিফাই করার চেষ্টা করছি ।"

Intro:কলকাতা, ৬ জুলাই: রাতের শহরে চলছে অভিযান। উষশী সেনগুপ্তের ঘটনার পর থেকেই। পুলিশ সূত্রে খবর, সেই অভিযানেই এবার মদ্যপ অবস্থায় ধরা পড়লেন গায়ক শিলাজিতের ছেলে! তার কাছে নাকি উদ্ধার হয়েছে মাদকও। Body:পুলিশ সূত্রে খবর, গতরাতে শহরের অন্যান্য প্রান্তের মতো টালিগঞ্জেও চলছিল চেকিং। মাঝরাতে একটি গাড়ি থামায় অফিসাররা। গাড়িতে ছিল তিনজন। টেস্ট করে দেখা যায়, গাড়ির চালক সহ তিনজনই মদ্যপ। সঙ্গে সঙ্গে আটক করা হয় তাদের। তাদের তল্লাশি চালাতে পাওয়া যায় অনেকটাই গাঁজা। তখনই গ্রেপ্তার করা হয় তাদের। জানা যায়, ধৃতদের একজন ধী মজুয়দার। তিনি গায়ক শিলাজিতের ছেলে। Conclusion:জানা গেছে, তিনিও একজন মিউজিসিয়ান। ড্রাম বাজান। শিলাজিৎ লাইভ লাইন আপের সঙ্গে পারফর্ম করেন।
Last Updated : Jul 6, 2019, 9:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.