ETV Bharat / international

সমুদ্রে অবতরণ মার্কিন নৌসেনার বিমানের জ্বালানি অপসারণ, দু'টি উপায়ে উড়ান উদ্ধারের চেষ্টা

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 6:59 PM IST

US Navy Removes Fuel from Overshot Plane: রানওয়ে ছাড়িয়ে সুমুদ্রে অবতরণ করা মার্কিন নৌসেনার বিমান থেকে সরিয়ে ফেলা হল জ্বালানি ৷ এর ফলে বিমানটি উদ্ধারের সময় কমল ঝুঁকির আশংকা ৷ বিমানটি দু'প্রকারে উদ্ধার করার কথা ভাবছে নৌসেনা ৷

US Navy plane
মার্কিন নৌসেনার বিমান

কেনোহে বে (মার্কিন যুক্তরাষ্ট্র), 28 নভেম্বর: মার্কিন সমুদ্রে অবতরণ করা বিমান থেকে সরিয়ে ফেলা হয়েছে প্রায় সমস্ত জ্বালানি ৷ সোমবার এমনটাই জানিয়েছে মার্কিন নৌসেনা ৷ এই বিমানটি হাওয়াই রানওয়েতে অবতরণ করার কথা ছিল ৷ কিন্তু তার বদলে রানওয়ে ছাড়িয়ে বিমানটি দুর্ঘটনাবশত সমুদ্রে গিয়ে পড়ে ৷ তবে জ্বালানি সরিয়ে নেওয়া হলেও বিমানটি কবে জল থেকে তোলা যাবে, তা এখনই জানা যায়নি ৷

নৌসেনার তরফে কেভিন লেনক্স বলেছেন, "পি-8এ বিমানে আনুমানিক 2 হাজার গ্যালন (7 হাজার 500 লিটার) জ্বালানি ছিল। নৌসেনা ট্যাঙ্কগুলি থেকে সমস্ত জ্বালানি বের করে নিয়েছে, যতটা তাদের পক্ষে বের করা সম্ভব হয়েছে । সমুদ্রে কোনও জ্বালানি মিশে যায়নি ৷ সফলভাবেই জ্বালানি সরানোর কাজ সম্পন্ন হয়েছে । জ্বালানি সরিয়ে নেওয়ার ফলে বাকি উদ্ধার অভিযানের ঝুঁকি কমবে ৷"

জানা গিয়েছে, 20 নভেম্বর এই বিমানটি কেনোহে বে'তে মেরিন কর্পস বেস হাওয়াইয়ের একেবারে উপকূলে জলের মধ্যে অবতরণ করেছিল ৷ তখন উড়ানে ছিল ন'জন ৷ তবে তাঁদের কোনও ক্ষতি হয়নি। নিরাপদেই ন'জনকে উদ্ধার করা হয়েছে ৷ এয়ার বেসটি হনোলুলু থেকে প্রায় 10 মাইল (16 কিলোমিটার) দূরে অবস্থিত। নৌসেনার মোবাইল ডাইভিং এবং উদ্ধারকারী ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন মার্ক অ্যান্ডারসন ৷ তার কথায়, বিমানটি প্রবাল এবং বালির মিশ্রণের উপর রয়েছে । উড়ানের বাম ইঞ্জিনটি আপাতত বিশ্রাম নিচ্ছে । জোয়ারের সঙ্গে বিমানটি জলের তোড়ে একটু উপরে ওঠে ৷ তাই বিমানের পুরো ওজন পাথরের ওপর নেই বলে জানান তিনি ।

কেনোহে বে হল প্রবাল প্রাচীরের বাসস্থান এবং প্রাচীন হাওয়াইয়ান ফিশপন্ড এবং হ্যামারহেড হাঙরের প্রজনন ক্ষেত্র । বিমান সমুদ্রে অবতরণের ফলে প্রবালের ছোটখাটো ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে ৷ তবে সেখানে বিশাল কিছু ক্ষতি হয়নি বলে মনে হয় ৷ তবুও বর্তমানে বিমানটিকে স্থিতিশীল করা এবং এটি সরানোর পরিকল্পনা করা হচ্ছে ৷

বিমানটি সরিয়ে নেওয়ার পরে ক্ষতির পরিমাণ মূল্যায়ণ করা হবে বলে রাজ্যের পরিবেশ আধিকারিকরা জানিয়েছেন ৷ নৌসেনা বিমানটি সরানোর জন্য দুটি বিকল্প পথ অবলম্বন করছে । প্রথমটি এটিকে ভাসিয়ে রানওয়েতে একটি ক্রেনের সীমার মধ্যে নিয়ে আসা । তারপরে এটি রানওয়েতে ওঠানো হবে এবং এর ল্যান্ডিং গিয়ারে নামানো হবে, যা এখনও ভালো অবস্থায় রয়েছে । দ্বিতীয় বিকল্পটি হল, এটিকে সিলিন্ডারের উপরে ভাসিয়ে রানওয়েতে নিয়ে যাওয়া হবে । (সংবাদ সংস্থা -এপি)

আরও পড়ুন:

  1. রানওয়ে ছাড়িয়ে চলে গেল মার্কিন নৌসেনার বিমান, হতাহতের খবর নেই
  2. চেন্নাই বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে ট্র্যাক্টরের ধাক্কা, বাতিল বহু ফ্লাইট
  3. রানওয়েতে ঘুরে বেড়াচ্ছে পথকুকুর! ভিস্তারার বিমান ঘুরিয়ে বেঙ্গালুরু ফিরে গেলেন চালক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.