ETV Bharat / international

Kabul Blast: কাবুলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত রুশ দূতাবাসের দুই কর্মী

author img

By

Published : Sep 5, 2022, 3:53 PM IST

Updated : Sep 5, 2022, 5:22 PM IST

two Russian Embassy staff killed in Kabul Blast
Kabul Blast: কাবুলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত রুশ দূতাবাসের দুই কর্মী

ফের বিস্ফোরণের ঘটনা ঘটল আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলে (Kabul) ৷ ঘটনায় মৃত্যু হয়েছে স্থানীয় রুশ দূতাবাসের (Russian Embassy) দুই কর্মীর ৷

কাবুল ও মস্কো, 5 সেপ্টেম্বর: আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলে (Kabul) বিস্ফোরণের জেরে প্রাণ গেল রুশ দূতাবাসের (Russian Embassy) দুই কর্মীর ৷ সোমবারের এই ঘটনার (Kabul Blast) সত্যতা মস্কোর তরফেও স্বীকার করা হয়েছে ৷ তারা জানিয়েছে, কাবুলে বিশেষ কূটনৈতিক অভিযান চলাকলীনই এই ঘটনা ঘটে ৷

কাবুলের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এদিন দূতাবাসের বাইরে আত্মঘাতী হামলা চালানো হয় ৷ সেই ঘটনায় দূতাবাসের এক কূটনৈতিক এবং এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয় ৷ অন্যদিকে, আফগান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যে মুহূর্তে হামলাকারী বিস্ফোরণ ঘটায়, তার ঠিক আগেই তাকে লক্ষ্য করে গুলি চালান নিরাপত্তারক্ষীরা ৷ কিন্তু, তারপরও বিস্ফোরণ ঠেকানো যায়নি ৷ কারণ, তার আগেই ডিটোনেটর ব্যবহার করে ফেলেছিল হামলাকারী ৷

আরও পড়ুন: আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণ, মৃত কমপক্ষে 18

বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন সংশ্লিষ্ট পুলিশ জেলার প্রধান আধিকারিক মাওলায়ি সাবির ৷ তিনি জানান, রুশ দূতাবাসের বাইরে স্থানীয় নিরাপত্তারক্ষীরা পাহারায় থাকেন ৷ তাঁরা সকলেই তালিবান সরকারের কর্মী ৷ এদিন হামলাকারী দূতাবাসের মূল ফটকের কাছে পৌঁছনোর আগেই তাকে চিহ্নিত করে ফেলেন তালিবান নিরাপত্তারক্ষীরা ৷ সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন তাঁরা ৷ তবে, তালিবান পুলিশের ওই আধিকারিক এই ঘটনায় প্রাথমিকভাবে কারও মৃত্যুর খবর স্বীকার করেননি ৷ যদিও পরে দূতাবাসের দুই কর্মীর মৃত্যুর সংবাদ সঠিক বলে নিশ্চিত করা হয় ৷

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ সরকারের তরফে ডেপুটি মুখপাত্র বিলাল কারিমি জানিয়েছেন, এদিনের বিস্ফোরণের তদন্ত প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, আফগানিস্তানে তালিবানের শাসন ফেরার পর অধিকাংশ দেশই তাদের সহযোগিতা প্রত্য়াহার করে নিয়েছে ৷ সেখানে রাশিয়া নিঃসন্দেহে ব্যতিক্রম ৷ তারা আফগানিস্তানকে গ্য়াসোলিন-সহ অন্যান্য পণ্য সরবরাহ করতে রাজি হয়েছে ৷ যদিও সরকারিভাবে মস্কোর তরফে আফগানিস্তানের বর্তমান তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়া হয়নি ৷

Last Updated :Sep 5, 2022, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.