ETV Bharat / international

Israel-Hamas Conflict: 'ওরা আমার যত্ন নিচ্ছে', হামাসের ভিডিয়োতে বললেন গাজায় পণবন্দি ইজরায়েলি তরুণী

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 6:32 PM IST

Hamas release video of Israeli woman: হামাসের প্রকাশিত একটি ভিডিয়োতে গাজায় পণবন্দি ইজরায়েলি তরুণী বললেন, জঙ্গি গোষ্ঠী তাঁর যত্ন নিচ্ছে ৷ ওই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, আহত তরুণীর চিকিৎসা চলছে ৷

Hamas release video of Israeli woman
গাজায় পণবন্দি ইজরায়েলি তরুণীর ভিডিয়ো

নয়াদিল্লি, 17 অক্টোবর: পণবন্দি এক ইজরায়েলি তরুণীর ভিডিয়ো প্রকাশ করল হামাস ৷ গত 7 অক্টোবর ইজরায়েলের কিবুতজ রেইম এলাকায় একটি সঙ্গীত উত্সবে হামলা চালিয়ে ওই তরুণীকে অপহরণ করেছিল হামাস জঙ্গিরা ৷ রেভ পার্টিতে কমপক্ষে 260 জন নিহত হয়েছিলেন ৷ টেলিগ্রামে হামাস যে ভিডিয়োটি প্রকাশ করেছে, পণবন্দি ওই যুবতীর চিকিৎসা চলছে ৷ তিনি নিজেকে মিয়া শেম নামে পরিচয় দেন ৷

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, 21 বছর বয়সি মিয়া শুয়ে আছেন, আর তাঁর ডান হাতের চারপাশে ব্যান্ডেজ জড়ানো । ভিডিয়োয় তিনি বলছেন,

"হাই, আমি মিয়া শেম, শোহমের বাসিন্দা ৷ বয়স 21 বছর । বর্তমানে আমি গাজায় আছি । আমি শনিবার সকালে সেরট থেকে ফিরে এসেছি ৷ আমি একটি পার্টিতে ছিলাম ৷ আমার হাতে গুরুতর আঘাত লেগেছে । আমি হাসপাতালে (গাজায়) ৷ 3 ঘণ্টা ধরে আমার হাতে অস্ত্রোপচার করি । ওরা আমার যত্ন নিচ্ছে, আমাকে ওষুধ দিচ্ছে, সবকিছু ঠিক আছে ৷"

তরুণীর মাতৃভাষায় বলা কথাগুলি উদ্ধৃত করে এই ভিডিয়োটি পোস্ট করেছে জেরুজালেম পোস্ট ৷ ওই তরুণী আরও বলেন, "আমি শুধু চাইছি যেন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরিয়ে দেওয়া হোক ৷ আমার পরিবারের কাছে, আমার বাবা-মা, আমার ভাইবোনদের কাছে ফিরিয়ে দেওয়া হোক । দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বের করে দিন ৷"

আরও পড়ুন: ইজরায়েলের বিমানহানার জন্য বন্ধ রাফা ক্রসিং, গাজায় ত্রাণ পাঠানো নিয়ে অনিশ্চিয়তা

ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে, সামরিক বাহিনী ইতিমধ্যেই মিয়ার অপহরণের কথা তাঁর পরিবারকে জানিয়েছে । আইডিএফ তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছে, "গত সপ্তাহে মিয়াকে হামাস অপহরণ করে ৷ আইডিএফ কর্মকর্তারা তখন মিয়ার পরিবারকে অবহিত করেন এবং তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছেন । হামাসের প্রকাশিত ভিডিয়োতে তারা নিজেদেরকে মানবিক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে । তবে, তারা একটি ভয়ংকর সন্ত্রাসবাদী সংগঠন । শিশু, পুরুষ, মহিলা এবং বয়স্কদেরও হত্যা ও অপহরণ করেছে । এই সময়ে আমরা মিয়া-সহ সমস্ত পণবন্দিদের ফিরিয়ে আনার জন্য সমস্ত গোয়েন্দা এবং অপারেশনাল ব্যবস্থা নিযুক্ত করছি ৷"

  • Last week, Mia was abducted by Hamas.

    IDF officials have since informed Mia’s family and are in continuous contact with them.

    In the video published by Hamas, they try to portray themselves as humane. However, they are a horrorific terrorist organization responsible for the…

    — Israel Defense Forces (@IDF) October 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হামাসের আরবি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, "আল-কাসাম ব্রিগেডের মুজাহিদিনরা গাজায় একজন মহিলা বন্দিকে চিকিৎসা পরিষেবা দিচ্ছে, যে আল-আকসা যুদ্ধের প্রথম দিনে বন্দি হয়েছিল ।" কোন সময়ে ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে, সে সম্পর্কে হামাস কোনও ব্যাখ্যা দেয়নি । তবে জঙ্গি গোষ্ঠী সোমবার দাবি করেছে যে, তারা গাজায় 200 জনকে পণবন্দি করে রেখেছে এবং আরও 50 জনকে অন্য দলগুলোর হাতে বন্দি করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.