ETV Bharat / international

Israel-Hamas Conflict: ইজরায়েলের বিমানহানার জন্য বন্ধ রাফা ক্রসিং, গাজায় ত্রাণ পাঠানো নিয়ে অনিশ্চিয়তা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 2:58 PM IST

Rafah Crossing Closed Due to Israeli Airstrikes: গত 7 অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস ৷ তার পর পালটা হামলা চালাচ্ছে ইজরায়েল ৷ সেই কারণে গাজায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সেখানে ত্রাণ পাঠানোর একমাত্র রাস্তা রাফা সীমান্ত ৷ ইজরায়েলের বিমানহানার জেরে সেখান দিয়ে ত্রাণ পাঠানো হচ্ছে না ৷

Israel-Hamas Conflict
Israel-Hamas Conflict

রাফা (গাজা স্ট্রিপ), 17 অক্টোবর: গত সপ্তাহে হামাসের হামলার পর ইজরায়েল প্যালেস্টাইন সীমান্ত সিল করে দিয়েছে ৷ ফলে সেখানকার গাজা স্ট্রিপে জল, খাদ্য ও জ্বালানির সংকট তৈরি হয়েছে ৷ সেখানে ত্রাণ পাঠানোর জন্য মিশর সীমান্তে একাধিক ট্রাক দাঁড়িয়ে রয়েছে ৷ কিন্তু গাজায় প্রবেশ করতে পারছে না সীমান্ত বন্ধ থাকার কারণে ৷ মানবাধিকার সংগঠনগুলি ওই সীমান্ত খুলে দেওয়ার আবেদন জানিয়েছে সোমবার ৷

কারণ, রাফা সীমান্তই মিশর ও গাজার সংযোগকারী একমাত্র জায়গা, যেখান দিয়েই ত্রাণ পাঠানো সম্ভব ৷ তাছাড়া গাজায় আটকে পড়া বিদেশি নাগরিকদের উদ্ধার করার প্রয়োজন রয়েছে ৷ কিন্তু ইজরায়েলের ক্রমাগত বিমান হামলায় সীমান্ত বন্ধ থাকায় ত্রাণও পাঠানো যাচ্ছে না এবং কাউকে উদ্ধার করা যাচ্ছে না ৷

এদিকে গাজার পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে ৷ সেখানে হাসপাতালগুলিতে যেকোনও সময় বিদ্যুৎসংযোগ শেষ হয়ে যাবে ৷ হাজার হাজার রোগীর জীবন সংকটের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ৷ অসংখ্য ফিলিস্তিনি এখন গৃহহীন ৷ তাঁরা খাবারের সন্ধান করছে ৷ এর মধ্যেই চলছে হামাস ও ইজরায়েলের মধ্য়ে লড়াই ৷

আরবের ছয় দেশের সফর শেষে ইজরায়েলে ফিরে এসেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ৷ চলতি সংকট শুরু হওয়ার পর থেকে এটা তাঁর দ্বিতীয় ইজরায়েল সফর ৷ তেল আভিভ থেকে তিনি জানিয়েছেন, গাজায় সাধারণ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল একটি পরিকল্পনা তৈরি করতে সম্মত হয়েছে । কিছু আলোচনা হয়েছে ৷ কিন্তু পরিকল্পনায় সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত না করে সাহায্য পাঠিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে ৷

মার্কিন বিদেশ সচিব বলেন, ‘‘আমরা ইজরায়েলের উদ্বেগের সঙ্গে সহমত যে হামাস গাজায় পাঠানো সাহায্য বাজেয়াপ্ত করতে পারে বা ধ্বংস করতে পারে ৷ অথবা এই ত্রাণ প্রয়োজন লোকদের কাছে পৌঁছাতে বাধা দিতে পারে ।’’

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইজরায়েল সফর করবেন ৷ কারণ, ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ সেই কারণেই তাঁর এই সফর ৷ পাশাপাশি তিনি জর্ডনে যাবেন আরবের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ৷ মঙ্গলবার ভোরে তেল আভিভ থেকে বাইডেনের সফরের কথা ঘোষণা করেন অ্যান্টনি ব্লিঙ্কেন ৷

পাশাপাশি ইজরায়েল ও লেবাননে সীমান্তের কাছে উত্তেজনা তৈরি হয়েছে ৷ ইজরায়েল তাদের উত্তর সীমান্তে লেবাননের কাছাকাছি শহরগুলি খালি করতে শুরু করেছে ৷ সেখানে সেনাবাহিনী ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে বারবার গুলি বিনিময় করেছে ।

ইজরায়েলি নেসেটের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান ও হিজবুল্লাহকে সতর্ক করেছেন ৷ তিনি বলেন, ‘‘উত্তর দিকে আমাদের পরীক্ষা করবেন না । অতীতের ভুল করবেন না ।’’ হিজবুল্লাহর সঙ্গে ইজরায়েলের 2006 সালের যুদ্ধের কথা উল্লেখ করে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন যে এর অনেক বেশি মূল্য চোকাতে হবে ৷

তিনি বক্তৃতা করার পরপরই জেরুজালেমের দিকে রকেট ছোড়া হয় ৷ ফলে নেসেট সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় ৷ তেল আভিভে সাইরেনের শব্দ শোনা যায় ৷ সেই সময় মার্কিন ও ইজরায়েলি কর্মকর্তারা একটি বাঙ্কারে আশ্রয় নিতে বাধ্য হন ৷ এদিকে ইরান হামাস এবং হিজবুল্লাহকে সমর্থন করে ৷ তাই তাদের তরফে ইজরায়েলের প্রতি পালটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷

উল্লেখ্য, গাজাকে কেন্দ্র করে এর আগে চারবার যুদ্ধ হয়েছে ৷ এবারের লড়াই সবচেয়ে মারাত্মক হয়ে উঠেছে । গাজায় অন্তত 2 হাজার 778 জন নিহত এবং 9 হাজার 700 জন আহত হয়েছেন ৷ 1400-এরও বেশি ইজরায়েলি নাগরিক নিহত হয়েছেন হামাসের হামলায় ৷ ইজরায়েলের দাবি, হামাস গাজায় এখনও পর্যন্ত 199 জনকে পণবন্দি করে রেখেছে ৷ যদিও হামাসের দাবি, তাদের কাছে 200 থেকে 250 জন বন্দি রয়েছেন ৷ এঁদের মধ্যে অনেক বিদেশিও রয়েছেন ৷

আরও পড়ুন: সংকটে মধ্যপ্রাচ্য, বিধ্বস্ত ইজরায়েলে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.