ETV Bharat / international

Suicide Blast in Pakistan: পেশোয়ার বিস্ফোরণে মৃত বেড়ে 46, হামলার দায় নিল তেহরিক-ই-তালিবান

author img

By

Published : Jan 30, 2023, 3:24 PM IST

Updated : Jan 30, 2023, 11:00 PM IST

Etv Bharat
পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত কমপক্ষে 17

নমাজ চলাকালীন পেশোয়ারের মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণ (Suicide bombing at a mosque in Pakistan) ৷ এখনও পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ বিস্ফোরণের ঘটনায় জখম হয়েছেন শতাধিক ৷

পেশোয়ার, 30 জানুয়ারি: ফের আত্মঘাতী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান (Suicide bombing in Pakistan) ৷ এমনিতেই অস্থির সেদেশের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ৷ এদিন সেই প্রদেশের রাজধানী পেশোয়ারে নমাজ চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে একটি মসজিদে ৷ সেদেশের প্রথমসারির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, নমাজের সামনের সারিতেই ছিল ওই আততায়ী ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে 46 জনের (At least 17 killed in a suicide bombing incident in Pakistan) ৷ জখম 150 জন ৷ এদের মধ্যে অনেকের অবস্থাই আশংকাজনক হওয়ায় মৃত্যুর সংখ্য়া আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ ঘটনার কয়েকঘণ্টা পর বিস্ফোরণের দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান

পেশোয়ার পুলিশ লাইন এরিয়ায় এদিন স্থানীয় সময় দুপুর 1টা 40 মিনিট নাগাদ আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে ৷ আহত এবং নিহতদের মধ্যে অধিকাংশই পুলিশকর্মী, নিরাপত্তারক্ষী এবং স্বাস্থ্য আধিকারিক বলে জানা গিয়েছে ৷ এক পুলিশকর্মীর কথায়, বিস্ফোরণের অভিঘাতে মসজিদের একাংশ ভেঙে পড়েছে ৷ ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশংকা করা হচ্ছে ৷ কোনও জঙ্গি সংগঠন এখনও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি ৷

আহতদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ এদের মধ্যে 13 জনের অবস্থা আশংকাজনক ৷ পেশোয়ারের হাসপাতালে ইতিমধ্যেই 'জরুরি অবস্থা' জারি করা হয়েছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষ শহরবাসীর কাছে রক্তদান করার আবেদন জানিয়েছে ৷ পুলিশ জানিয়েছে, বিস্ফোরকটি একটি রিমোট কন্ট্রোল ডিভাইসের সঙ্গে যুক্ত ছিল ৷ বিস্ফোরকটি একটি রঙের পাত্রে ছিল বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই বিস্ফোরণস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে পুলিশ ৷ ডাকা হয় বম্ব স্কোয়াডও ৷

  • Pakistan authorities on mosque explosion in Peshawar:

    - At least 2 killed and some 70 wounded
    - It appears to have been a suicide bombing
    - Worshippers were engaged in afternoon prayers
    - Most victims were police officers
    - No on has yet claimed responsibility pic.twitter.com/ZTvKsMzops

    — TRT World Now (@TRTWorldNow) January 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: একতরফা পদক্ষেপ ! সিন্ধু জলবন্টন চুক্তিতে সংশোধন চেয়ে পাকিস্তানকে চিঠি ভারতের

বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করে সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, "হামলার নেপথ্যে যারা তাদের সঙ্গে ইসলামের কোনও সংযোগ নেই ৷ পাকিস্তানকে রক্ষা করছে যারা তাদের আক্রমণ করে দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত করার চেষ্টা চলছে ৷ সমগ্র দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ৷ হামলায় নিহতদের ত্যাগ কখনও বিফলে যাবে না ৷" মসজিদে এখনও চলছে উদ্ধারকাজ ৷ এখনও পর্যন্ত মৃত 46 জনের মধ্যে 38 জনের পরিচয় উদ্ধারে সক্ষম হয়েছে পুলিশ ৷

  • At least 17 are dead and 83 injured after a blast inside a mosque mostly attended by law enforcement officials in Peshawar, northwest Pakistanhttps://t.co/rp6kiFPkUa

    — CNN Breaking News (@cnnbrk) January 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিস্ফোরণের নিন্দা করেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ৷ সন্ত্রাসবাদের হাত থেকে বাঁচতে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পক্ষে সওয়াল করেছেন তিনি ৷

Last Updated :Jan 30, 2023, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.