ETV Bharat / international

বিএনপি বনধের দিনেই ঢাকায় ট্রেনে ভয়াবহ আগুন ! মৃত এক মহিলা ও শিশু-সহ 4

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 2:01 PM IST

4 killed as train torched by unidentified persons in Bangladesh: বাংলাদেশের ঢাকায় ট্রেনে আগুন লেগে মৃত্যু হয়েছে কমপক্ষে 4 জনের ৷ মৃতদের মধ্যে একজন মহিলা ও এক শিশু ৷ এদিকে দেশে নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷

ETV Bharat
বাংলাদেশের ঢাকায় ট্রেনে আগুন

ঢাকা, 19 ডিসেম্বর: ট্রেনে আগুন লেগে কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে এক মহিলা এবং তাঁর শিশু সন্তানও রয়েছে ৷ মঙ্গলাবর ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকায় ৷ আগামী বছর 7 জানুয়ারি দেশে নির্বাচন ৷ তার আগে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে ৷ এই অবস্থায় কেউ বা কারা ট্রেনে আগুন লাগিয়ে দিয়েছে ৷ তাদের নাম-পরিচয় জানা যায়নি ৷ গত মাসে এরকম ট্রেনে আগুন লাগানোর একাধিক ঘটনা ঘটেছে ৷ তবে এই ঘটনাটি এখনও পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বলে জানা গিয়েছে ৷

এদিকে দেশের অন্যতম প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি মঙ্গলবার বনধের ডাক দিয়েছে ৷ তারা আসন্ন নির্বাচনে ভোট বয়কট করা নিয়ে প্রচার চালাচ্ছে ৷ বাংলাদেশের নির্বাচন কমিশনের ভোটের দিনক্ষণের বিরোধিতা করেই এই বনধ ডেকেছে বিএনপি ৷

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস মঙ্গলবার ভোরে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে রওনা দিয়েছে ৷ রাজধানী ঢাকায় প্রবেশের পরে ট্রেনটিতে আগুন দেখা যায় ৷ তেজগাঁওয়ের থানার ওসি মহম্মদ মহসীন বলেন, "এয়ারপোর্ট স্টেশন ছেড়ে রওনা দেওয়ার পর যাত্রীরা ট্রেনটিতে আগুন দেখতে পান ৷ পরবর্তী তেজগাঁও স্টেশনে ট্রেনটি থামানো হয় ৷" একজন মহিলা ও এক শিশু-সহ অন্ততপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে এই দুর্ভাগ্যজনক ঘটনায় ৷

মহসীন আরও জানান, আরেক মাও তাঁর ছোট ছেলের খোঁজ করছিলেন ৷ সেই সময় বগি থেকে যাত্রীদের খুঁজে উদ্ধারের কাজ করছিল দমকল বাহিনী ও উদ্ধারকারীরা ৷ রেলের আধিকারিকরা জানিয়েছেন, ট্রেনটিকে তেজগাঁও স্টেশনে দাঁড় করানো হয় ৷ সেখানে দমকল কর্মীরা আগুন নেভায় ৷ এর সঙ্গে উদ্ধারকারীরা পুড়ে যাওয়া বগিগুলি থেকে যাত্রীদের উদ্ধারের কাজ শুরু করে ৷ চারজনের দেহ পাওয়া গিয়েছে ৷ তাদের মধ্যে মৃত 2 জনের পরিচয় জানা যায়নি ৷

আরও পড়ুন:

  1. তৈরি হত জন্মদিনের মোমবাতি ও আতশবাজি, বাজি কারখানায় ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু 7 জনের
  2. নোনাপুকুরে বহুতলে আগুন, আটক বাসিন্দাদের উদ্ধার করল দমকল
  3. দুর্গাপুরের ইস্পাত আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিরাপদে উদ্ধার বয়স্ক দম্পতি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.