ETV Bharat / state

দুর্গাপুরের ইস্পাত আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিরাপদে উদ্ধার বয়স্ক দম্পতি

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 10:44 PM IST

Fire in Durgapur Steel Township Quarter: দুর্গাপুরের ইস্পাত আবাসনে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ঘরের জিনিসপত্র ৷ উদ্ধার স্বামী-স্ত্রী ৷ দমকলের নম্বর জানেন না এলাকার বাসিন্দারা বলে অভিযোগ আধিকারিকের ৷

Fire in Durgapur Steel Township Quarter
ইস্পাত কর্মীর কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড

দুর্গাপুরের ইস্পাত আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড

দুর্গাপুর, 13 ডিসেম্বর: ইস্পাত কর্মীদের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের গ্রাস থেকে কোনওক্রমে রক্ষা পেলেন ঘুমন্ত গৃহকর্তা। ফ্রিজের শর্ট-সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের ৷ তবে আগুনের দাপটে পুড়ে ছাই ঘরের প্রায় সমস্ত কিছুই । ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় । দমকল বাহিনীর অভিযোগ, এই এলাকার কেউ তাদের নম্বর জানেন না । তারা দেরিতে খবর পেয়েছে ৷ তাই আসতেও দেরি হয়েছে । দমকল বাহিনীর দু'ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন ।

জানা গিয়েছে, বুধবার দুপুরে দুর্গাপুরের সি-জোনের ইস্পাত কর্মী বিশ্বনাথ শীলের বাড়ির জানালা থেকে হঠাৎ আগুন বের হতে দেখেন প্রতিবেশীরা । সেই সময় বাড়িতে ছিলেন বিশ্বনাথ এবং তার স্ত্রী সীমা শীল । বিশ্বনাথ গতরাতে ডিউটি করে আসার পর গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন । সে সময় আগুনটি লাগে ৷ স্থানীয়রা ছুটে গিয়ে বিশ্বনাথ এবং তাঁর স্ত্রীকে উদ্ধার করেন । ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুরের দমকলের একটি ইঞ্জিন । ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে দাবি সীমা শীলের ।

তিনি বলেন, "আমি দেখলাম হঠাৎ ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে । আমার স্বামী অঘোরে ঘুমোচ্ছিলেন। আমি কোনওরকমে তাঁর হাত ধরে তাঁকে টেনে বাইরে নিয়ে আসি । তারপরে পাড়ার লোক এবং দমকল বাহিনী আসে । কোনওরকমে প্রাণ রক্ষা হয়েছে আমার এবং আমার স্বামীর ।" দমকল বিভাগের অফিসার রিপন বড়ুয়া অভিযোগ, "খুব অবাক হলাম এই এলাকার কেউ দমকল বাহিনীর নম্বর জানে না । এরা প্রথমে বর্ধমানে ফোন করেছিল । সেখান থেকে আমাদের এখানে ফোন আসে । ঠিকানাও ঠিক মতো দেওয়া হয়নি । সেই কারণে একটু দেরি হয়ে যায় । স্থানীয় ক্লাব পর্যন্ত দমকল বাহিনীর নম্বর জানে না, এটা অবাক করার মতো ঘটনা । আগুনের সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে ।"

আরও পড়ুন:

  1. কপিলমুনি মন্দিরের পাশে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই 3টি বাড়ি
  2. হাওড়ার ঘুসুড়িতে অগ্নিকান্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন
  3. শর্ট সার্কিট থেকে বিপত্তি, বিহারে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে মৃত 3
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.