Indians Killed in Maldives Fire: মালের পরিযায়ী শ্রমিক আবাসে বিধ্বংসী আগুন, মৃত 9 ভারতীয়

author img

By

Published : Nov 10, 2022, 12:44 PM IST

Updated : Nov 10, 2022, 1:40 PM IST

Maldives Male Fire Incident

ভয়াবহ অগ্নিকাণ্ডে (Indians died in Maldives Fire) প্রায় ভস্মীভূত মালের একটি বাড়ি ৷ সেখানে থাকতেন অন্য দেশ থেকে আসা শ্রমিকেরা ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় মারা গিয়েছেন 9 জন ভারতীয় (9 Indians Killed In Maldives Fire) ৷

মালে, 10 নভেম্বর: অন্ততপক্ষে 10 জন প্রাণ হারিয়েছেন ভয়াবহ অগ্নিকাণ্ডে ৷ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে 12টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মলদ্বীপের রাজধানী মালেতে ৷ মৃতদের মধ্য়ে 9 জন ভারতীয় ৷ তাঁদের সকলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে (Indians killed In Male Fire Incident) ৷ এছাড়া জখম ব্যক্তির সংখ্যা বহু ৷ মলদ্বীপে ভারতীয় দূতাবাসের তরফে টুইট করে দুঃখ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেখানে জরুরি ভিত্তিতে যোগাযোগের নম্বরও দেওয়া হয়েছে (Maldives news) ৷

স্থানীয় সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, এখানে অন্য দেশ থেকে আসা কর্মীরা থাকেন ৷ সেরকম একটি ছোট কোয়ার্টারের গ্যারেজে আগুন লাগে (fire breaks out in Male) ৷ সেটি রাজধানী মালের মাভোয়ো মসজিদের কাছে এম নিরু ফেহি এলাকায় (M. Niru fehi area near the Maaveyo Mosque) ৷ গ্যারেজটি বাড়ির নীচের তলায় আর প্রথম তলায় থাকেন শ্রমিকরা ৷ গ্যারেজ থেকে আগুন প্রথম তলায় দ্রুত ছড়িয়ে পড়ে ৷ পরিযায়ী শ্রমিকদের বাসস্থান এই কোয়ার্টারে একটিমাত্র ভেন্টিলেটর, একটি জানলা এবং প্রয়োজনের তুলনায় জায়গাও কম ৷ তাই স্বাভাবিকভাবে আগুন লাগার পর সেখান থেকে অনেকে বেরতে পারেননি ৷

আরও পড়ুন: বুর্জ খালিফার কাছে 35 তলা বিল্ডিংয়ে ভয়াবহ আগুন

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মলদ্বীপের ডিফেন্স ফায়ার ফোর্স এবং উদ্ধারকারী দল ৷ 28 জনকে ওই বাড়িটি থেকে বের করে আনা হয়েছে ৷ 9 জন নিখোঁজ ৷ 2 জন সাংঘাতিকভাবে পুড়ে গিয়েছেন ৷ তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ইন্দিরা গান্ধি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (fire incident in maldives) ৷

  • We are deeply saddened by the tragic fire incident in Malé which has caused loss of lives, including reportedly of Indian nationals.

    We are in close contact with the Maldivian authorities.

    For any assistance, HCI can be reached on following numbers:
    +9607361452 ; +9607790701

    — India in Maldives (@HCIMaldives) November 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় হাইকমিশন টুইট করে শোকপ্রকাশ করা হয়েছে ৷ মলদ্বীপে থাকা ভারতীয়দের যোগাযোগের জন্য দু'টি ফোন নম্বরও দেওয়া আছে সেখানে ৷ মলদ্বীপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত সরকার ৷ স্থানীয় রিপোর্ট জানাচ্ছে, প্রায় 4 ঘণ্টা পর অর্থাৎ ভোর 4.34 মিনিট নাগাদ আগুন নেভানো সম্ভব হয়েছে ৷ মলদ্বীপের রাজধানী মালেতে আনুমানিক 2 লক্ষ 50 হাজার পরিযায়ী শ্রমিক বসবাস করেন ৷ এদের মধ্যে বেশিরভাগ শ্রীলঙ্কা, ভারত, নেপাল, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে সেখানে কাজের সন্ধানে গিয়েছেন ৷

Last Updated :Nov 10, 2022, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.