ETV Bharat / international

Israel-Hamas Conflict: ইজরায়েল-হামাস যুদ্ধের জন্য দায়ী আমেরিকা, দুষলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

author img

By ANI

Published : Oct 11, 2023, 1:05 PM IST

Vladimir Putin blames US: ইজরায়েলের উপর হামাসের হামলার জন্য দায়ী আমেরিকা ৷ মধ্যপ্রাচ্যকে ঐক্যবদ্ধ করার নীতি মুখ থুবড়ে পড়েছে ৷ তাই এই যুদ্ধ ৷ এ ভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের খোলাখুলি সমালোচনা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷

ETV Bharat
আমেরিকার তীব্র সমালোচনা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

মস্কো, 11 অক্টোবর: ইজরায়েল-হামাস যুদ্ধের জন্য় আমেরিকার কড়া সমালোচনা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তাঁর মতে, মধ্যপ্রাচ্যে আমেরিকার নীতি ব্যর্থ হয়েছে ৷ এই নীতিতে প্যালেস্তাইনের প্রয়োজনের দিকে খেয়াল রাখা হয়নি ৷ তার পরিণতিই এই ভয়াবহ যুদ্ধ ৷

রাশিয়ান সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পুতিন বলেন, "আমার বিশ্বাস, অনেকেই আমার সঙ্গে একমত হবেন ৷ আমেরিকা এবং মধ্যপ্রাচ্য নীতিগুলির ব্যর্থতার একটা সুস্পষ্ট উদাহরণ ৷ তারা শান্তি স্থাপনের প্রচেষ্টা চালিয়েছে ৷ তবে দুর্ভাগ্যবশত, দু'পক্ষের কাছে গ্রহণযোগ্য কোনও আপোসে আসতে পারেনি ৷"

রাশিয়ার প্রেসিডেন্টের অভিযোগ, স্বাধীন প্যালেস্তাইনের দাবি দীর্ঘদিনের ৷ অথচ প্যালেস্তাইনের নাগরিকদের এই দাবির দিকে কোনও খেয়াল রাখেনি আমেরিকা ৷ রাশিয়ার রাজধানী মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে আসেন ইরাকের প্রধানমন্ত্রী মহম্মদ আল-সুদানি ৷ এর মধ্যে এমন মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন ৷ ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের মাঝে সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই বার্তাও দিয়েছেন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের প্রধান ৷

প্রেসিডেন্ট ছাড়া রাশিয়ার উচ্চপদস্থ আধিকারিকরাও হামাসের এই হামলার জন্য আমেরিকাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ৷ এই তালিকায় রয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ৷ তিনি বলেন, "মধ্যপ্রাচ্যে মধ্যস্থতাকারী হিসেবে আমেরিকা, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, রাষ্ট্রসংঘের উচিত এগিয়ে আসা ৷ শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা ৷ আমেরিকা নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করেছে ৷"

2021 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের উপর সামরিক অভিযানের কথা ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ সেই অভিযান এখন যুদ্ধে পরিণত হয়েছে ৷ এই সংঘর্ষের প্রথম থেকেই ইউক্রেনের পাশে রয়েছে আমেরিকা ৷ এ দিকে, 7 অক্টোবর, ভোর 6.30টা নাগাদ ইজরায়েলে রকেট হামলা চালায় হামাস গোষ্ঠী ৷ অতর্কিত এই হামলার কথা জানতে পারেনি ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ৷ এ দিন ইহুদিদের পবিত্র সাবাথ ছিল ৷ এরপরেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ৷

আরও পড়ুন: হামাসের ইজরায়েল আক্রমণ! ইরান-যোগ নিশ্চিত নয়, জানাল আমেরিকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.