ETV Bharat / international

Israel-Hamas Conflict: হামাসের ইজরায়েল আক্রমণ! ইরান-যোগ নিশ্চিত নয়, জানাল আমেরিকা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 11:51 AM IST

শনিবার ভোরে ইজরায়েলে হাজার হাজার রকেট ছুড়েছে প্যালেস্তাইনের হামাস জঙ্গি গোষ্ঠী ৷ তার জবাবে গাজায় আক্রমণ শুরু করেছে ইজরায়েল ৷ তবে হামাসের নেপথ্যে ইরানের হাত রয়েছে কি ? এনিয়ে কোনও তথ্য নেই আমেরিকার কাছে ৷

ETV Bharat
ইজরায়েল হামাস যুদ্ধ

তেল আভিভ ও ওয়াশিংটন, 11 অক্টোবর: অতর্কিতে হামলা চালানোয় ইরানের ভূমিকা আছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য পায়নি আমেরিকা ৷ মঙ্গলবার এই কথা জানিয়েছে বাইডেন প্রশাসন ৷ তবে হামাস জঙ্গিগোষ্ঠীকে আর্থিক সাহায্য করেছে ইরান ৷

মঙ্গলবার আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান জানান, ইজরায়েলের উপর হামলা চালিয়েছে হামাস জঙ্গি গোষ্ঠী ৷ তবে এই ঘটনায় ইরানের জড়িত থাকার বিষয়টি খুব জটিল ৷ কারণ তারা সরাসরি যুক্ত না থাকলেও এই জঙ্গিগোষ্ঠীকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য করেছে বলে জানা গিয়েছে ৷ হামাসদের প্রশিক্ষণ দিয়েছে ৷ অন্য নানাদিক দিয়ে সাহায্য করেছে ইরান ৷ হামাসের সঙ্গে ইরানের সম্পর্ক বহু বছরের ৷

তিনি বলেন, "তবে ইরান এই আক্রমণের কথা আগেভাগে জানত কি না বা সরাসরি কোনও সাহায্য করেছে কি না, সেটা আমরা জানি না ৷ রোজই আমরা ইজরায়েলের সঙ্গে যোগাযোগ করছি ৷ এ বিষয়ে জানার চেষ্টা করছি ৷"

7 অক্টোবর, শনিবার ভোর সাড়ে ছ'টা নাগাদ হঠাৎ ইজরায়েলের মাটিতে আছড়ে পড়ে একের পর এক রকেট ৷ যদিও দেশের অত্যাধুনিক আয়রন ডোম প্রযুক্তিতে কিছু আক্রমণ এড়ানো গিয়েছে ৷ কিন্তু তাতেও দেশের বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে ৷ প্রায় 1 হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে ৷ জখম বহু ৷ হামলার পাশাপাশি বহু মানুষকে বন্দি করেছে হামাস জঙ্গিরা ৷ তার মধ্যে আছে বিদেশি নাগরিকও ৷

ঘন ঘন রকেটের এই আক্রমণ থেকে বাঁচতে বহু মানুষ ঘরদোর ছেড়ে ভয়ে পালিয়ে গিয়েছে ৷ দক্ষিণ ইজরায়েলের একটি শহর অ্যাশকেলন ৷ এখানে এক ইজরায়েলি নারগির ইয়াকভ তাঁর পরিবার নিয়ে হোটেলে আশ্রয় নিয়েছেন ৷ তিনি বলেন, "আমাদের বাড়িতে রকেট পড়েছে ৷ কোথায় যাব বুঝতে পারছিলাম না ৷ স্থানীয় প্রশাসন আমাদের সাহায্য করেছে ৷ তাই কোনওরকমে পালিয়ে এই হোটেলে এসে রয়েছি ৷ এই জায়গাটা ভালো ৷ আমার 11 বছরের একটি ছেলে, 2 বছরের শিশুকন্যা, এবং আমার স্ত্রীকে নিয়ে এখানে রয়েছি ৷" একই অভিজ্ঞতা শোনা গেল গালাইয়ার গলাতে ৷ তিনি সন্তানদের নিয়ে হোটেলে রয়েছেন ৷ তিনি বলেন, "আমার প্রতিবেশীর বাড়ির ছাদে রকেট হামলা হয়েছে ৷ আমাদের ঘরের জানলা ভেঙে চুরমার হয়ে গিয়েছে ৷ আমরা এখানেই রয়েছি ৷ জানি না, এই জায়গাটা নিরাপদ কি না, আমি আমাদের প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই যুদ্ধ যত দ্রুত সম্ভব বন্ধ করুন ৷"

হামাসের আক্রমণের পালটা জবাবে ইজরায়েলও গাজায় হামলা চালাতে শুরু করেছে ৷ সেখানে 800 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ জেক সালিভান বলেন, "আমরা বিশ্বাস করি, আমেরিকার সেই ক্ষমতা আছে ইউরোপে ইউক্রেনকে সাহায্য করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ ইজরায়েল আমাদের মিত্র দেশ ৷ এখন এই প্রয়োজনের মুহূর্তে আমরা ইজরায়েলের পাশে আছি ৷ আমাদের সাহায্য করার ক্ষমতা আছে ৷"

আরও পড়ুন: সিরিয়া থেকে ইজরায়েলে ধেয়ে আসছে বোমা ! মৃত কমপক্ষে 1900

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.