ETV Bharat / international

Rahul Slams Modi: 'প্রধানমন্ত্রী ঈশ্বরকেও বোঝাতে পারেন, কীভাবে জগৎ চলছে', ব্রিটেনের পর আমেরিকায় রাহুল

author img

By

Published : May 31, 2023, 9:20 AM IST

Updated : May 31, 2023, 2:49 PM IST

ব্রিটেনে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাহুল গান্ধি ৷ তার ফলস্বরূপ সংসদে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে ৷ পরবর্তী সময়ে মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সাংসদ পদও খোয়ান রাহুল গান্ধি ৷ এবার আমেরিকায় তাঁর 'মহব্বত কি দুকান' কর্মসূতি থেকেও একই ভাবে আক্রমণ শানালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷

ETV Bharat
রাহুল গান্ধি

ক্যালিফোর্নিয়া, 31 মে: "ভারতের রাজনীতি এখন বিজেপি-আরএসএসের নিয়ন্ত্রণে ৷ সেখানে মানুষকে হুমকি দেওয়া হয় ৷ বিরোধীদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগানো হয়", বিদেশের মাটিতে আরও একবার এভাবে মোদি সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ তিনি এখন আমেরিকা সফরে এসেছেন ৷ স্থানীয় সময় মঙ্গলবার সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়ায় 'মহব্বত কি দুকান' শীর্ষক একটি আলোচনাসভায় বক্তৃতা দেন প্রাক্তন কংগ্রেস সাংসদ ৷ সাদা কুর্তা-পাজামা আর কালো জহর কোটে দেখা গেল ৷ মাথায় ছোট্ট লাল তিলক কেটে পোডিয়ামে দাঁড়িয়ে মানুষের কাছে মনের কথা বললেন রাজীব-তনয় ৷ তাঁর সঙ্গে ছিলেন স্যাম পিত্রোদা ৷

এই আলোচনাসভায় উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে রাহুল গান্ধি বলেন, "একজন মানুষ যদি মনে করেন, তিনি সব জানেন, তাহলে দুনিয়াটা তাঁর কাছে খুব বড়ো আর জটিল হয়ে যায় ৷ এটা এক ধরনের রোগ ৷ আমাদের দেশে এরকম একদল মানুষ আছেন, যাঁরা নিজেদের সম্বন্ধে এটাই মনে করেন, যে তাঁরা সব জানেন ৷ এমনকী ভগবানের থেকেও বেশি ৷" তিনি এই মন্তব্যটি প্রধানমন্ত্রীকে নিশানা করেই করেছিলেন, তা বলার অপেক্ষা রাখে না ৷

তাই এরকম মানুষের উদাহরণ দিতে গিয়ে রাহুল উল্লেখ করেন, "আমাদের প্রধানমন্ত্রী তেমনই একজন ৷ যিনি মনে করেন তিনি সব জানেন ৷" এখানে তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে জানান, ঈশ্বরকেও সামনে বসিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যাখ্যা করতে পারেন যে কী ভাবে এই জগতটা কাজ করছে ৷ আর ঈশ্বর হকচকিয়ে যাবেন যে আমি কী সৃষ্টি করেছি !

  • A few people in India are absolutely convinced that they know everything. They think they can explain history to historians, science to scientists and warfare to the army.

    But at the core of it is mediocrity. They're not ready to listen!

    : Sh. @RahulGandhi in San Francisco,… pic.twitter.com/WiJZqygkCk

    — Congress (@INCIndia) May 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় রাহুলের ভাষণে বাধা, হাসি মুখে স্বাগত জানালেন সাংসদ

এই আলোচনাসভায় রাহুল তাঁর ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গ তুলে ধরেন ৷ এর তাৎপর্য উল্লেখ করতে গিয়ে কংগ্রেস নেতা জানান, কোনও রকম জনসভা থেকে শুরু করে আলোচনাসভায় সুফল ইভিএমে পাচ্ছিল না কংগ্রেস ৷ সেখানে সবকিছু বিজেপি-আরএসএসের হাতের মুঠোয় ৷ তাই কংগ্রেস অন্য একটা পথের সন্ধান করছিল ৷ তখন ভারতের দক্ষিণতম প্রান্তটি থেকে উত্তর পর্যন্ত কয়েক হাজার কিলোমিটার রাস্তা হেঁটে মানুষের সঙ্গে সরাসরি সংযোগের বিষয়টি মাথায় আসে কংগ্রেস নেতৃত্বের ৷ আর সেখান থেকেই 'ভারত জড়ো যাত্রা' শুরু করে কংগ্রেস।

এই পরিস্থিতিতে রাজনীতি করা মুশকিল হয়ে পড়ছিল, স্বীকার করেন রাহুল ৷ তাই দক্ষিণ ভারত থেকে হাঁটতে শুরু করেন তিনি, যা শেষ হয় শ্রীনগরে ৷ ভারত জোড়ো যাত্রায় তাঁর অভিজ্ঞতা নিয়ে রাহুল বলেন, "প্রথম দিকে ভাবছিলাম দেখি না কী হয়! কিন্তু 5-6 দিন কাটার পর বুঝতে পারলাম হাজার হাজার কিলোমিটার রাস্তা হাঁটাটা সহজ বিষয় নয় ৷"

আরও পড়ুন: সত্যি বলার খেসারত দিতে হল, সরকারি বাসভবন ছেড়ে দিয়ে বললেন রাহুল গান্ধি

তবে 3 সপ্তাহ পর দিনে 25 কিলোমিটার হাঁটাটা আস্তে আস্তে সহজ হয়ে গিয়েছিল রাহুল গান্ধির কাছে ৷ তিনি এবং কংগ্রেসের অন্য সদস্যরা ভোর 6টায় উঠে হাঁটতে আরম্ভ করতেন ৷ সন্ধ্যা সাড়ে 7টা নাগাদ হাঁটতেন ৷ সবাই একসঙ্গে হাঁটতে হাঁটতে একটা অন্যরকম শক্তি তৈরি হল ৷ ভারত জোড়ো যাত্রার অভিজ্ঞতা নিয়ে উপস্থিত শ্রোতাদের বললেন রাহুল ৷

মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে পারছিলেন কংগ্রেস নেতা ৷ তবে এই যাত্রা কেন্দ্রে বিজেপি সরকার মেনে নিতে পারছিল না, অভিযোগ রাহুলের ৷ তাই কেন্দ্রীয় সরকার পুলিশ নামিয়ে আরও নানা রকম ভাবে এই যাত্রা বন্ধ করার চেষ্টা করতে লাগল ৷ আলোচনাসভায় রাহুল আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, "কোনও কিছুই কাজ করছিল না ৷ এদিকে যাত্রার প্রভাব বেড়েই চলেছিল ৷" এর জন্য তিনি উপস্থিত শ্রোতাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ৷ ভারত জোড়ো যাত্রা সবাইকে ভালোবাসার যাত্রা হিসেবে উল্লেখ করেন রাহুল ৷

এবছর মার্চে ব্রিটেনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একদফা বিজেপিকে আক্রমণ করেছিলেন রাহুল ৷ এরপর দেশে ফিরে তাঁর বক্তব্য ঘিরে উত্তাল হয়ে ওঠে সংসদ ৷ বিজেপি সরকার তাঁকে ক্ষমা চাইতে বলে ৷ এমনকী 2019 সালে কর্ণাটকে নির্বাচনী প্রচারে মোদি পদবি নিয়ে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে ওয়েনাড়ের সাংসদ পদ খোয়াতে হয় রাহুল গান্ধিকে ৷ তাঁকে 2 বছরের সাজা দেয় গুজরাতের একটি আদালত ৷ সেই মামলা এখনও চলছে ৷ এবার আমেরিকা সফর শেষে ভারতে ফিরলে তাঁর জন্য কী অপেক্ষা করছে, তা সময়ই বলবে ৷

আরও পড়ুন: নয়া সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক মনে করছেন মোদি, কটাক্ষ রাহুলের

Last Updated :May 31, 2023, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.