ETV Bharat / bharat

Rahul Attacks PM Modi: নয়া সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক মনে করছেন মোদি, কটাক্ষ রাহুলের

author img

By

Published : May 28, 2023, 2:39 PM IST

Updated : May 28, 2023, 2:46 PM IST

নয়া সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক বলে মনে করছেন নরেন্দ্র মোদি ৷ এই ভাষাতেই আজ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধি ৷

Rahul Attacks PM Modi
Rahul Attacks PM Modi

নয়াদিল্লি, 28 মে: ধূমধাম করে নতুন সংসদ ভবনের উদ্বোধন হলেও তা বয়কট করেছে কংগ্রেস-সহ 20টি বিরোধী দল ৷ এ বার নতুন সংসদ ভবন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ মোদিকে তীব্র কটাক্ষ করে তিনি বলেছেন যে, নতুন সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যভিষেক অনুষ্ঠান হিসেবে মনে করছেন প্রধানমন্ত্রী ৷

রবিবার সকালে বৈদিক মন্ত্রোচ্চারণে পুজো ও সেঙ্গল স্থাপনের মধ্য দিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই উপলক্ষে ছিল সাজো সাজো রব ৷ তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই মোদির এই উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে তীব্র আক্রমণ শানালেন রাহুল গান্ধি ৷

  • संसद लोगों की आवाज़ है!

    प्रधानमंत्री संसद भवन के उद्घाटन को राज्याभिषेक समझ रहे हैं।

    — Rahul Gandhi (@RahulGandhi) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি হিন্দিতে একটি টুইট করে নিশানা করেছেন মোদিকে ৷ রাহুল লিখেছেন, "সংসদ হল জনগণের কণ্ঠস্বর ! প্রধানমন্ত্রী সংসদ ভবন উদ্বোধনকে রাজ্যাভিষেক হিসেবে মনে করছেন ৷"

মহান জাতির গণতান্ত্রিক নৈতিকতা এবং সাংবিধানিক মূল্যবোধের নির্লজ্জ অবমাননা - বিরোধীদের নয়া সংসদ ভবন উদ্বোধন বয়কটের সিদ্ধান্তকে এই ভাষাতেই সমালোচনা করেছে বিজেপি ৷ যদিও রাহুল গান্ধি এর আগে বলেছিলেন যে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে না দেওয়া বা তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য অপমান । তিনি আরও বলেন, সংসদ অহংকারের ইট দিয়ে নয়, সাংবিধানিক মূল্যবোধের মাধ্যমে গড়ে ওঠে ।

নয়া সংসদ ভবন বয়কটের সিদ্ধান্তের কথা একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল বিরোধীরা ৷ বিবৃতিতে লেখা হয়, "রাষ্ট্রপতি মুর্মুকে সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী মোদির নিজেরই নতুন সংসদ ভবনের উদ্বোধন করার সিদ্ধান্ত শুধু গুরুতর অপমান নয়, আমাদের গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ... এই অমার্জিত কাজ রাষ্ট্রপতির উচ্চ পদকে অপমান করে এবং সংবিধানের স্পিরিটকে নষ্ট করে ।"

উল্লেখ্য, আজ সকালে ধুতি-পঞ্জাবি পরে নতুন সংসদ ভবনের 1 নং গেট দিয়ে প্রবেশ করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তাঁর সঙ্গে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি বা অন্য কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না ৷ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷

আরও পড়ুন: নতুন সংসদ ভবন 140 কোটি ভারতীয়ের আকাঙ্ক্ষার প্রতীক, প্রথম বক্তৃতায় বললেন মোদি

Last Updated :May 28, 2023, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.