ETV Bharat / international

Chandrayaan-3 Moon Landing : ব্রিকস সম্মেলনে অভিনন্দন জানালেন বিশ্বনেতারা! 'সমগ্র মানবজাতির সাফল্য', মন্তব্য প্রধানমন্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 9:23 AM IST

Updated : Aug 24, 2023, 9:50 AM IST

বুধবার সন্ধ্যায় চাঁদের মাটিতে অবতরণ করছে চন্দ্রযান-3 ৷ টানটান উত্তেজনা ইসরোর সদর দফতর থেকে ছড়িয়ে পড়েছে ভারতের প্রত্যন্ত এলাকায় ৷ সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন দক্ষিণ আফ্রিকায় ব্রিকস গোষ্ঠীর সম্মেলনে ৷ ঐতিহাসিক সফলতায় তাঁকে অভিনন্দন জানালেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ৷

ETV Bharat
দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে নৈশভোজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জোহানেসবার্গ, 24 অগস্ট: চন্দ্রযান যখন চাঁদের মাটিতে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস গোষ্ঠীর সম্মেলনে ৷ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে তিনি ইসরোর সঙ্গে যোগাযোগ রাখেন। সফট ল্যান্ডিংয়ের সাক্ষী ছিলেন ভার্চুয়াল মাধ্যমে ৷ মুহূর্তের মধ্যে অবতরণের খবর ছড়িয়ে পড়ে বিশ্বে ৷ ব্রিকস সম্মেলনের নৈশভোজেই দুনিয়ার তাবড় রাষ্ট্রনায়করা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ৷ তাঁদের মধ্যে ছিলেন প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা-সহ আরও অনেকে ৷ আগেই অভিনন্দন জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এর জন্য তাঁদের কৃতজ্ঞতা জানিয়েছেন ৷ তিনি আরব আমির শাহির প্রেসিডেন্ট শেখ মহামেদ বিন জায়েদ আল নাহায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতি ধন্যবাদে জানিয়ে বলেছেন, "এই মাইলফলক শুধুমাত্র ভারতের গর্ব নয় ৷ এটা মানুষের প্রচেষ্টা আর পরিশ্রমের ফসল ৷ বিজ্ঞান ও মহাকাশ নিয়ে আমাদের সবার এই চেষ্টা যেন সাফল্য পায় ৷ আগামিদিন সকলের ভবিষ্যত উজ্জ্বল হোক ৷"

  • At the banquet dinner during the BRICS Summit in Johannesburg yesterday, several world leaders including Bangladesh PM Sheikh Hasina congratulated PM Narendra Modi on the success of #Chandrayaan3 pic.twitter.com/fdbUPkaGYE

    — ANI (@ANI) August 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে আরব আমির শাহির প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে লিখেছিলেন, "ভারতের মহাকাশযান চন্দ্রযান-3 সফলভাবে চাঁদে অবতরণ করেছে ৷ যা বিজ্ঞান বিষয়ে সম্মিলিত উন্নতির উল্লেখযোগ্য একটি পদক্ষেপ ৷ মানুষের সেবায় এমন একটি ঐতিহাসিক ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয়দের আন্তরিক শুভেচ্ছা জানাই ৷"

ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েনও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন ৷ তিনি সামাজিক মাধ্যমে লিখেছিলেন, "চন্দ্রযান-3-এর সফল অবতরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাই ৷ ভারতীয়দের জন্য এটা একটা ঐতিহাসিক ঘটনা। তাছাড়া গর্ব করার মতো বিষয় ৷ মহাকাশ গবেষণায় ভারত সত্যিই পথপ্রদর্শক হয়ে উঠেছে ৷ ভারতের এই সাফল্য বিশ্বজুড়ে গবেষকদের সাহায্য করবে ৷"

এর উত্তরে প্রধানমন্ত্রী জানান, "আপনি আমাদের অনুপ্রাণিত করেছেন ৷ তার জন্য আপনাকে ধন্যবাদ ৷ সমগ্র মানবজাতির কল্যাণের জন্য ভারত এভাবে আরও গবেষণা চালিয়ে যাবে ৷ নতুন নতুন বিষয় শিখবে এবং তা অন্য়দের সঙ্গে ভাগ করে নেবে ৷"

আরও পড়ুন: বিগ বি থেকে বাদশা, খিলাড়ি থেকে সানি; চন্দ্রযানের সাফল্যে উচ্ছ্বাস বলিপাড়ায়

বুধবার সন্ধ্যায় 6.04 মিনিটে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করে চন্দ্রযান-3 ৷ এর আগে 2019 সালে চন্দ্রযান-2 সফট ল্যান্ডিংয়ে ব্যর্থ হয়েছিল ৷ তাই এবার চাঁদের মাটিতে কোনও ঝাঁকুনি ছাড়া অবতরণের ঘটনাটি বিজ্ঞানীদের কাছে চ্যালেঞ্জের বিষয় ছিল ৷ ভারতের আগে সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, চিন সফট ল্যান্ডিং করেছে ৷ ভারত চতুর্থ দেশ ৷ তবে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিংয়ে বিশ্বে প্রথম দেশ ভারত ৷

Last Updated : Aug 24, 2023, 9:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.