ETV Bharat / international

Fuel Price in Pakistan: পাকিস্তানে জ্বালানির দাম ভারতীয় মুদ্রায় 300 পার

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 2:06 PM IST

Fuel Price in Pakistan ETV BHARAT
Fuel Price in Pakistan

Pakistan Fuel Prices Exceeded 300 Rupees: মুদ্রাস্ফীতির সমস্যা তো ছিলই ৷ সেই সঙ্গে জ্বালানির দামও এবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিবেশী পাকিস্তানে ৷ 1 সেপ্টেম্বর পাকিস্তানে জ্বালানি তেলের দাম 300 টাকা ছাড়িয়ে গিয়েছে ৷

ইসলামাবাদ, 1 সেপ্টেম্বর: ভারতীয় মুদ্রায় তিনশো টাকা ছাড়িয়ে গেল পাকিস্তানের জ্বালানি তেলের দাম ৷ এ দিন ভারতীয় মুদ্রায় 14.91 টাকা প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে বল খবর প্রকাশ করেছে সে দেশের সংবাদপত্র ডন ৷ তাদের প্রকাশিত খবর অনুযায়ী, হাইস্পিড ডিজেলের দাম ভারতীয় মুদ্রায় 18.44 টাকা প্রতি লিটারে বেড়েছে ৷ ফলে পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মুহূর্তে প্রতি লিটার পেট্রলের দাম ভারতীয় মুদ্রায় 305 টাকা 36 পয়সা এবং হাইস্পিড ডিজেলের দাম 311 টাকা 84 পয়সা হয়েছে ৷

তবে, কেরোসিন ও সাধারণ ডিজেলের দামে কোনও সংশোধন করা হয়নি বলে জানিয়েছে পাকিস্তান সরকার ৷ এর আগে গত 15 অগস্ট অর্থাৎ, পাকিস্তানের স্বাধীনতা দিবসের একদিন পরেই জ্বালানির দাম 20 টাকা প্রতি লিটারে বাড়িয়েছিল আনওয়ার উল-হক-কাকরের প্রশাসন ৷ গত 1 অগস্ট পাকিস্তানের পূর্ববর্তী সরকারের সময়েও একইভাবে পেট্রল ও ডিজেলের দাম একলাফে অনেকটা বেড়েছিল বলে জানিয়েছে পাকিস্তানের ওই সংবাদপত্র ৷

তবে, পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের দাবি বর্তমান করের হার, রফতানিকারী সংস্থার দামের উপর নির্ভর করে তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করেছে ৷ সেই সঙ্গে বিদেশের বাজারে পাকিস্তানের মুদ্রার দাম পড়ে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উর্ধ্বমুখী থাকায় জ্বালানির মূল্যবৃদ্ধি বলে জানিয়েছে আনওয়ার উল-হক-কাকরের তত্ত্বাবধায়ক সরকার ৷ পাকিস্তানি রুপির দাম মার্কিন ডলারের তুলনা শুক্রবার 1 টাকা 9 পয়সা পড়েছে ৷ এই মুহূর্তে মার্কিন ডলারের তুলনায় পাকিস্তানের রুপির দাম 305 টাকা 54 পয়সা ৷ আর অগস্ট মাসে সেদেশের মুদ্রার দর 4.6 থেকে 6.2 শতাংশ পড়েছে ৷

আরও পড়ুন: সাইফার মামলায় 13 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত ইমরান খানের

পাকিস্তানের ওই সংবাদপত্র দাবি করেছে, এই বছর সেখানকার মুদ্রাস্ফীতির হার 27.57 শতাংশ হয়েছে ৷ যা একবছরে সবচেয়ে বেশি ৷ আর চলতি সপ্তাহের মুদ্রাস্ফীতি 30.82 শতাংশ বেড়েছে ৷ (খবর সূত্র- সংবাদ সংস্থা এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.