ETV Bharat / international

Pakistan's Confession: ড্রোনের মাধ্যমে ভারতে চোরাচালান, স্বীকার পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টার

author img

By

Published : Jul 28, 2023, 1:58 PM IST

Updated : Jul 28, 2023, 2:38 PM IST

Pakistan's Confession on Smuggling through Drone: ড্রোনের মাধ্যমে পাকিস্তানের দিক থেকে ভারতে চোরাচালানের একাধিক ঘটনা সামনে এসেছে ৷ এবার এই বিষয়টি স্বীকার করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা ৷

Drones
Drones

নয়াদিল্লি, 28 জুলাই: পাকিস্তানের দিক থেকে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ড্রোন উড়ে আসার ঘটনা প্রায় দেখা যায় ৷ এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী মালিক মুহাম্মদ আহমেদ খান ৷ তিনি স্বীকার করে নিয়েছেন যে পাকিস্তানের দিক থেকে ভারতীয় ভূখণ্ডে ড্রোন পাঠানো হয় ৷ আর সেই ড্রোনের মাধ্যমে মূলত মাদক পাচার করা হয় ৷ পুরো কাজটাই করে চোরাকারবারীরা ৷

পাকিস্তানের জিও নিউজের সাংবাদিক হামিদ মীরের কাছে তিনি এই মন্তব্য করেছেন । গত 17 জুলাই আহমেদ খানের এই স্বীকারোক্তির ভিডিয়ো টুইট করে হামিদ মীর ৷ সেখানে তিনি লেখেন, ‘‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা মালিক মুহম্মদ আহমেদ খানের বড় স্বীকারোক্তি । হেরোইন পাচারের জন্য পাকিস্তান-ভারত সীমান্তের কাছে কাসুরের বন্যাকবলিত এলাকায় ড্রোন ব্যবহার করে চোরাকারবারীরা । বন্যার পুনর্বাসনের জন্য তিনি একটি বিশেষ প্যাকেজ দাবি করেছেন । অন্যথায় ভুক্তভোগীরা চোরাকারবারীদের সঙ্গে যোগ দেবে ।"

উল্লেখ্য, এই মালিক মুহাম্মদ আহমেদ খান ভারতের পাঞ্জাব রাজ্যের সীমান্তবর্তী পাকিস্তানের কাসুর শহরের প্রাদেশিক পরিষদের সদস্য । তাঁকে পাকিস্তানি সাংবাদিকের পোস্ট করা সাক্ষাৎকারের ভিডিয়ো ক্লিপে বলতে শোনা যায়, "এটি (এলওসির কাছে কাসুর) একটি রেঞ্জার্স এলাকা । কিছু সীমান্ত নিয়মের কারণে কিছুটা সংবেদনশীলতা রয়েছে ।"

সাংবাদিক হামিদ মীর যখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টাকে কাসুরে সীমান্ত পেরিয়ে মাদক চোরাচালানের বিষয়ে প্রশ্ন করেন, তখন তিনি বিষয়টি স্বীকার করে নেন ৷ তিনি বলেন, "অবশ্যই, এটা (ড্রোনের মাধ্যমে চোরাচালান) ঘটছে এবং এটা খুবই দুর্ভাগ্যজনক । সম্প্রতি দু’টি ঘটনা ঘটেছে, যেখানে প্রতিটি ড্রোনের সাথে 10 কেজি হেরোইন বেঁধে ছুঁড়ে ফেলা হয়েছে । এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে ।"

আরও পড়ুন: পঞ্জাব সীমান্তে পাকিস্তানের ড্রোন নামাল বিএসএফ, উদ্ধার মাদক

উল্লেখ্য, ভারতীয় নিরাপত্তা বাহিনী সাম্প্রতিক সময়ে মাদক বহনকারী বেশ কয়েকটি ড্রোন নামিয়েছে। এই বছরের এপ্রিলে, জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং জানিয়েছিলেন যে পাকিস্তানের পাঠানো ড্রোন দ্বারা অস্ত্র ও মাদক ফেলার ঘটনা মোকাবিলায় নিরাপত্তা বাহিনী অনেক পালটা ব্যবস্থা নিয়েছে ।

Last Updated :Jul 28, 2023, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.