ETV Bharat / international

Pope Pius XII: পোপ দ্বাদশ পিয়াস কি হলোকাস্টের সময় নাৎসি অপরাধ সম্পর্কে জানতেন, নয়া তথ্যে উঠছে প্রশ্ন

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 5:19 PM IST

Updated : Sep 16, 2023, 10:57 PM IST

Pope Pius XII had 'information' about Nazi crimes during Holocaust: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের পোপ দ্বাদশ পিয়াস কি ইহুদিদের উপর নাৎসিদের অত্যাচার সম্পর্ক তথ্য পেয়েও চুপ করেছিলেন ? সেই সময়কার একটি চিঠি সামনে আসার পর এই প্রশ্ন উঠেছে ৷ ওই চিঠিতে রয়েছে যে পোল্যান্ডে এই ধরনের অত্যাচারের বিস্তারিত তথ্য ভ্যাটিকেন সিটিতে পাঠানো হয় ৷

Pope Pius XII
Pope Pius XII

রোম, 16 সেপ্টেম্বর: জার্মান-অধিকৃত পোল্যান্ডে প্রতিদিন 6 হাজার ইহুদি এবং পোল্যান্ডের নাগরিকদের গ্যাস চেম্বারে অত্যাচার করা হচ্ছে ৷ এই তথ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের পোপ দ্বাদশ পিয়াসের কাছে এসেছিল ৷ জার্মান জেসুইটের কাছ থেকে এই নিয়ে বিস্তারিত তথ্য পেয়েছিলেন তিনি ৷ হোলি সি’র যুক্তিকে দূরে ঠেলে এই নাৎসি অত্যাচার সেই সময় চলে ৷ কিন্তু এই তথ্য প্রমাণ করার মতো কোনও নথি ছিল না ৷ নতুন আবিষ্কৃত কিছু চিঠিপত্র থেকে এই তথ্য জানা গিয়েছে ৷

ভ্যাটিকান আর্কাইভস থেকে এই নথি ইতালির একটি দৈনিক কোরি ডেল্লা সেরা-তে প্রকাশিত হয়েছে ৷ ফলে পিয়াসের উত্তরাধিকার এবং তাঁর বিটিফিকেশন স্থগিত করে দেওয়া নিয়ে বিতর্কে এই প্রতিবেদন নতুন করে ইন্ধন জোগালো ৷ পিয়াসের সম্পর্কে ঐতিহাসিকরা দীর্ঘদিন ধরে দ্বিধাবিভক্ত ৷ তাঁর সমর্থকরা দাবি করেন যে তিনি ইহুদিদের জীবন বাঁচাতে শান্তিতে কূটনীতি ব্যবহার করেছিলেন ৷ অন্যদিকে তাঁর সমালোচকরা বলেন যে হলোকাস্ট নিয়ে তিনি একেবারেই নীরব ছিলেন ৷

ইতালির ওই সংবাদপত্রে যে চিঠিটি প্রকাশিত হয়েছে, সেটি 1942 সালের 14 ডিসেম্বরের ৷ ওই চিঠিটি এক জার্মান জেসুইট প্রিস্ট পিয়াসের সচিবকে লিখেছিলেন ৷ ওই চিঠিটি থাকছে জিওভান্নি কোকোর আগামী বইতে ৷ যে বইটি পিয়াসের পন্টিফিকেশন নিয়ে নতুন খোলা ফাইলের উপর লিখেছেন ভ্যাটিকানের অ্যাপোস্টলিক আর্কাইভের গবেষক এবং আর্কিভিস্ট জিওভান্নি কোকো ৷

কোকো ইতালির ওই সংবাদপত্রকে জানিয়েছেন, চিঠিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷ কারণ, এখানে এমন কিছু তথ্য রয়েছে, যেখানে নাৎসিদের ইহুদিদের নির্মূল করা সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে ৷ এই তথ্য জার্মানির একটি চার্চের কাছ থেকে এসেছিল ভ্যাটিক্যান সিটিতে ৷ যারা হিটলারের বিরুদ্দে লড়াইয়ে সামিল ছিল ৷

চিঠিটি জার্মান ভাষায় লেখা ৷ সেখানে পিয়াসের সচিবকে উদ্দেশ্য করে পোল্যান্ডে ইহুদি ও সেখানকার নাগরিকদের উপর হওয়া অত্যাচার সম্পর্কে বিস্তারিত লেখা হয় ৷ প্রতিদিন 6 হাজার মানুষকে হত্যা করে বেলজেক ডেথ ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে বলেও লেখা হয় ওই চিঠিতে ৷

2004 সালে খোলা বেলজেক মেমোরিয়াল অনুসারে, ওই ক্যাম্পে মোট 5 লক্ষ ইহুদি মারা গিয়েছিল । সেখানকার ওয়েবসাইটে রয়েছে যে 1942 সালের ডিসেম্বরের 7 থেকে 11 তারিখের মধ্যে রাভা রুস্কা থেকে প্রায় 3,500 ইহুদিকে বেলজেকে পাঠানো হয় ৷ প্রায় 3-5 হাজার জনকে ঘটনাস্থলে গুলি করা হয়েছিল ৷ আর 2-5 হাজার জনকে বেলজেকে নিয়ে যাওয়া হয়েছিল ৷

অন্যদিকে এই চিঠির আরও একটি তাৎপর্য হল, যে সময় চিঠি পোপ পিয়াসের সচিবকে লেখা হয়, সেই সময়ই ব্রিটিশ ও পোলিশ দূতদের থেকে ক্রমাগত এই ধরনের অত্যাচার নিয়ে চিঠি লেখা হচ্ছিল পোপের কাছে ৷ কূটনৈতিক স্তরে আসা সেই চিঠিতে নাৎসিদের দ্বারা 1 মিলিয়ন ইহুদি ও পোলিশকে মারার কথা উল্লেখ করা হয় ৷ যদিও এটা নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না যে পিয়াস চিঠিটি দেখেছিলেন কি না ! তাঁর সচিব তাঁকে চিঠিটি দিয়েছিল কি না !

পুলিৎজার পুরস্কার বিজয়ী নৃতাত্ত্বিক ডেভিড কারৎজারের দ্য পোপ অ্যাট ওয়ার অনুসারে, ভ্যাটিকেনের কাছে নাৎসি অত্যাচার সম্পর্কে নিশ্চিত প্রমাণ না থাকায়, এই নিয়ে কোনও বিবৃতি পোপ দিতে পারছেন না ৷ এমনই ব্রিটিশ দূতকে ভ্যাটিক্য়ানের তরফে সেই সময় জানানো হয়েছিল ৷

সংবাদসংস্থা - এপি

আরও পড়ুন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ মুখ একনজরে

Last Updated : Sep 16, 2023, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.