ETV Bharat / international

Microsoft CEO Slams Google: অসৎ পথে সার্চ ইঞ্জিনের একচ্ছত্র অধিপতি গুগল! অভিযোগ মাইক্রোসফট সিইও নাদেলার

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 12:05 PM IST

ETV Bharat
সত্য নাদেলার দাবি অসৎ উপায়ে সার্চ ইঞ্জিনের মার্কেট দখল করেছে গুগল

কম্পিউটার বা স্মার্টফোন খুললেই গুগল ! এই পরিস্থিতিতে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং অনেকটাই পিছিয়ে পড়েছে ৷ এর জন্য গুগলের অনৈতিকতাকে দায়ী করলেন নাদেলা ৷

ওয়াশিংটন, 3 অক্টোবর: গুগল বনাম মাইক্রোসফট! বিশ্বে সার্চ ইঞ্জিনের দখলদারী গুগলের ৷ এর নেপথ্যে রয়েছে গুগলেরই অনৈতিক কাজকর্ম ৷ অভিযোগ করলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ৷ আর গুগলের এই আধিপত্যের ফলে ব্যর্থ হয়েছেল প্রতিযোগী 'বিং' ৷ এটি মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন ৷

গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের বিরুদ্ধে একটি মামলা চলছে ওয়াশিংটন ডিসিতে ৷ সোমবার সেখানে আদালত কক্ষে উপস্থিত ছিলেন নাদেলা ৷ এই ট্রায়ালে গুগলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সর্বত্র বিরাজমান এই সার্চ ইঞ্জিনটিকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে, নিত্যনতুন উদ্ভাবনের ক্ষেত্রে অসৎ উপায় অবলম্বন করেছে সুন্দর পিচাইয়ের সংস্থা ৷ আর এর জন্য যে অর্থ খরচ হয়েছে, তা এসেছে গ্রাহকদের কাছ থেকেই ৷ তবে বিংশ শতাব্দীর ন'য়ের দশকের শেষাশেষি একই রকম অভিযোগ উঠেছিল মাইক্রোসফটের বিরুদ্ধেও ৷

এদিন গুগলের আধিপত্য ব্যাখ্যা করতে গিয়ে মাইক্রোসফটের সিইও নাদেলা উল্লেখ করেন, বহু স্মার্টফোন এবং কম্পিউটার আছে, যেগুলি খুললেই সার্চ ইঞ্জিন হিসেবে গুগল ভেসে ওঠে ৷ এর কারণ গুগল ওই কোম্পানিগুলির সঙ্গে চুক্তিবদ্ধ ৷ এখানেই মুখ থুবড়ে পড়েছে মাইক্রোসফটের বিং ৷ এ প্রসঙ্গে নাদেলা বলেন, "মোবাইল বা কম্পিউটারের সার্চ ইঞ্জিন হিসেবে একমাত্র আমরাই রয়েছি, তেমনটা নয় ৷ আমরা অন্যতম বিকল্প মাত্র ৷"

এদিকে গুগলের প্রধান আইনজীবী জন স্কিমিডটলেন নাদেলাকে পালটা প্রশ্ন করেন, কোনও যন্ত্র খুললে সবার আগে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং গ্রাহকের সামনে আসত ৷ তেমন একটা সময়ে গ্রাহকেরা বিং থেকে গুগল ব্যবহারের দিকে ঝুঁকলেন ৷ এমন উদাহরণ কোথায় ? ওই আইনজীবী সওয়াল-জবাবে অভিযোগ করেন, সার্চ ইঞ্জিন বিং ব্যর্থ ৷ এর নেপথ্যে মাইক্রোসফটেরই একাধিক ভুল পদক্ষেপ দায়ী ৷ সেই জন্য তারা গুগলের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছে না ৷

তবে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স অথবা অ্যামাজন বা সোশাল মিডিয়া সাইটগুলির মতো সুনির্দিষ্ট সার্চ ইঞ্জিনগুলি বাজারে অনেক বদল এনেছে ৷ এখানে মাইক্রোসফটের প্রতিযোগী গুগল ৷ তবে এ বিষয়টিকে অবশ্য নাদেলা তেমন একটা গুরুত্ব দিতে রাজি নন ৷

এদিকে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের দৌলতে বিং সার্চ ইঞ্জিনের শেয়ার দরে নাটকীয় উত্থান হয়েছে ৷ এই ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করেছেন সত্য ৷ আর গুগলের দাবি, চ্যাটজিপিটির মতো এআই প্রোগ্রামগুলির জন্য সার্চ ইঞ্জিন মার্কেটে প্রতিযোগিতা আরও বেড়েছে ৷ মনে করা হচ্ছে, গুগল বনাম মাইক্রোসফটের এই মামলাটির চূড়ান্ত রায় আগামী বছরে জানা যাবে ৷

আরও পড়ুন: শীঘ্রই গুজরাতে খুলতে চলেছে গুগল সেন্টার, মোদির সঙ্গে বৈঠকের পর ঘোষণা পিচাইয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.