ETV Bharat / international

Swami Vivekananda: মেক্সিকোয় স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করলেন ওম বিড়লা

author img

By

Published : Sep 3, 2022, 4:15 PM IST

মেক্সিকোয় স্বামী বিবেকানন্দের প্রথম মূর্তি উন্মোচন করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla Unveils Statue of Swami Vivekananda) ৷

lok-sabha-speaker-om-birla-unveils-statue-of-swami-vivekananda-in-mexico
lok-sabha-speaker-om-birla-unveils-statue-of-swami-vivekananda-in-mexico

মেক্সিকো, 3 সেপ্টেম্বর: মেক্সিকোয় স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Lok Sabha Speaker Om Birla) ৷ তিনি জানান, তাঁর মানবতার শিক্ষা সময় ও ভৌগলিক সীমানা অতিক্রান্ত করে সকলকে সমৃদ্ধ করেছে ৷ পাশাপাশি, বিদেশের মাটিতে স্বামীজির মূর্তি উন্মোচন করতে পেরে সম্মানিত বোধ করছেন বলে জানান ওম বিড়লা ৷

স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচনের একটি ছবি দিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা একটি টুইট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘স্বামী বিবেকান্দের মূর্তি উন্মোচন করতে পেরে সম্মানিতবোধ করছি (Om Birla Unveils Statue of Swami Vivekananda) ৷ লাতিন আমেরিকায় এটি স্বামীজি প্রথম মূর্তি ৷ এই মূর্তি মানুষের অনুপ্রেরণার উৎস হবে ৷ বিশেষ করে, এই অঞ্চলের যুবসমাজের জন্য ৷ দেশের উন্নতির স্বার্থে বদল আনতে আরও তাঁদের সচেষ্ট করে তুলবে ৷’’

  • Honoured to unveil a Statue of Swami Vivekananda in Mexico.This is the first statue of Swami ji in Latin America.The statue will be a source of inspiration for people,especially for the youth of the region,to strive & bring the change which will take their country to new prime. pic.twitter.com/UNyXRfn97P

    — Lok Sabha Speaker (@loksabhaspeaker) September 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বর্তমানে ভারতীয় সাংসদদের একটি প্রতিনিধি দল মেক্সিকোয় গিয়েছে ৷ তাঁদের নেতৃত্বে রয়েছেন অধ্যক্ষ ৷ এনিয়ে তিনি আরও একটি টুইট করেন ৷ যেখানে তিনি বলেন, ‘‘স্বামীজির মানবতার বার্তা এবং শিক্ষা সব ভৌগলিক সীমানা ও সময়কে ছাপিয়ে সকলকে সমৃদ্ধ করেছে ৷ তাঁর বার্তা সম্পূর্ণ মানবসভ্যতার জন্য ৷ আজকে মেক্সিকোয় তাঁর মূর্তি উন্মোচন করলাম এবং তাঁকে আমাদের হৃদয় থেকে শ্রদ্ধা জানালাম ৷’’

আরও পড়ুন: প্যারাগুয়ের রাজধানীতে মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তির উন্মোচন বিদেশমন্ত্রীর

ওম বিড়লা মেক্সিকোতে সান্তিয়াগো ক্রিলের চেম্বার অফ ডেপুটিজের সভাপতির সঙ্গে বৈঠক করেছেন ৷ দুই নেতার মধ্যে ভারত ও মেক্সিকো যৌথ স্বার্থ জড়িয়ে এমন একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় ৷ যেখানে তিনি উল্লেখ করেছেন, ভারত ও মেক্সিকোর মধ্যে ঐতিহাসিক দিক থেকে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ৷ যেখানে মেক্সিকোই প্রথম দেশ যাঁরা 1947 সালে ভারতকে স্বাধীন বলে মেনে নিয়েছিল ৷ পাশাপাশি, বিশ্বে সংসদীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে ভারত ও মেক্সিকো উভয় দেশ একসঙ্গে কাজ করবে বলেও, এ দিন জানিয়েছেন ওম বিড়লা ৷ এর আগে ভারত ও মেক্সিকোর বন্ধুত্বকে স্মরণীয় করে রাখতে, মেক্সিকান পার্লামেন্ট চত্বরে একটি বাগানের উদ্বোধন করেন ওম বিড়লা ৷ যার নাম রাখা হয়েছে, ‘ভারত-মেক্সিকো ফ্রেন্ডশিপ গার্ডেন’ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.