North Korea Covid Outbreak : কোভিড আতঙ্কে স্ত্রস্ত কিম জংয়ের দেশ, সংক্রমণের উৎস ক্ষেপণাস্ত্র ?

author img

By

Published : May 14, 2022, 9:50 AM IST

North Korea Covid 19 Infection

উত্তর কোরিয়ায় কোভিড সংক্রমণে প্রথম মৃত্যুর কথা জানা গিয়েছে বৃহস্পতিবার ৷ তারপর থেকে চলছে লকডাউন ৷ দেশের 2 কোটিরও বেশি লোকের কেউ ভ্য়াকসিন নেয়নি ৷ কিন্তু সংক্রমণের পিছনে রহস্যটা অন্য জায়গায় (North Korea Covid Outbreak) ৷

পিয়ংইয়াং (উত্তর কোরিয়া), 14 মে : কোভিড-19 সংক্রমণে একপ্রকার বিধ্বস্ত উত্তর কোরিয়া এবং দেশের প্রধান কিম জং উন ৷ দেশের সরকারি সংবাদমাধ্যমে কিম জংয়ের উক্তি তুলে লেখা হয়েছে, "দেশে ছড়িয়ে পড়েছে কোভিড-19 ৷ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এই প্রথম উত্তর কোরিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি ৷"

শনিবার দেশের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, 21 জনের মৃত্যু হয়েছে ৷ 1 লক্ষ 74 হাজার 440 জন জ্বরে আক্রান্ত ৷ ধীরে ধীরে দেশের ভ্যাকসিন না-নেওয়া মানুষদের মধ্যে কোভিড-19 সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে ৷ উত্তর কোরিয়ায় এখনও পর্যন্ত 27 জনের মৃত্যু হল ৷ গত এপ্রিলে 5 লক্ষ 24 হাজার 440 জন অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ এর মধ্যে 2 লক্ষ 43 হাজার 630 জন সুস্থ হয়েছেন ৷ 2 লক্ষ 80 হাজার 810 জন কোয়ারান্টিনে আছেন ৷ তবে ঠিক কতজন কোভিড-19 সংক্রামিত এবং এতে মৃত্যুর সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম (Kim Jong Un says North Korea facing biggest challenge over Covid-19 outbreak in history) ৷

আরও পড়ুন : Modi Pitches for WHO Reforms : কোভিড ঠেকাতে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কার প্রয়োজন: মোদি

বৃহস্পতিবার কোভিড-19-এ প্রথম মৃত্যু হয় ৷ জানা গিয়েছে, ওই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন ৷ তারপর থেকে দেশে লকডাউন জারি করা হয়েছে ৷ বিশেষজ্ঞদের মতে, দেশের স্বাস্থ্য পরিকাঠামো উন্নতমানের নয় ৷ তাই এই কোভিড-19 সংক্রমণ ভয়াবহ আকার নিতে পারে ৷ দেশের 2 কোটি 60 লক্ষ মানুষ কোভড-19 ভ্যাকসিন নেয়নি ৷ মনে করা হচ্ছে, 25 এপ্রিল পিয়ংইয়াংয়ে একটি সামরিক প্যারেডে বহু লোক এসেছিলেন ৷ সেখানে কিম দেশের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রটির প্রদর্শন করছিলেন ৷ হয়তো সেখান থেকেই করোনা সংক্রমণের সূত্রপাত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.