ETV Bharat / international

Hiroshima Day: ওপেনহাইমারের উন্মাদনার মাঝেই পরমাণু হামলার 78তম বার্ষিকীতে হিরোশিমায় উড়ল শান্তির দূত

author img

By

Published : Aug 6, 2023, 2:05 PM IST

Hiroshima day 2023
হিরোশিমা দিবস

78th anniversary of Hiroshima atomic bombing: হিরোশিমায় পারমাণবির বোমা হামলার আজ 78তম বার্ষিকী ৷ আর এই দিনে আয়োজিত স্মরণসভায় পারমাণবিক অস্ত্রের প্রতি সমর্থনের সমালোচনায় সরব হলেন হিরোশিমার আধিকারিকরা ৷

টোকিয়ো, 6 অগস্ট: পরমাণু বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারের বায়োপিক ফিল্ম 'ওপেনহাইমার' যখন রমরমিয়ে ব্যবসা করছে বক্স অফিসে, তখনই চলে এল সেই অভিশপ্ত দিন ৷ 6 অগস্ট ৷ যেদিন প্রথম পরমাণু হামলার সাক্ষী হয় গোটা বিশ্ব ৷ ধ্বংসস্তূপে পরিণত হয় জাপানের হিরোশিমা শহর ৷ সভ্যতার সেই কালো দিনের 78 বছর পেরিয়ে আজও পারমাণবিক অস্ত্রের প্রতি ক্রমবর্ধমান সমর্থনের কড়া সমালোচনা করলেন হিরোশিমার আধিকারিকরা ৷ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এবং কোরিয়ার উত্তেজনায় পারমাণবিক অস্ত্র নিয়ে অস্বস্তি ক্রমে বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা ৷

জি7-এর যৌথ বিবৃতি: দু মাস আগেই 7টি প্রধান শিল্পোন্নত দেশের শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল হিরোশিমা, সেখানে জি7 নেতারা শহরের শান্তি পার্ক এবং বিশ্বের প্রথম পারমাণবিক হামলায় মৃতদের জন্য উত্সর্গীকৃত জাদুঘরের পরিদর্শন করেন । সেই সময়ই বিশ্বনেতারা পারমাণবিক অস্ত্রের ব্যবহার অব্যাহত না রাখার আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেন ৷ কিন্তু তাঁরা প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে, আগ্রাসন রোধ এবং যুদ্ধ ও জবরদস্তি রোধ করার জন্য এই ধরনের অস্ত্র রাখার পক্ষেও সওয়াল করেছেন । হিরোশিমা দিবসের স্মরণসভায় শান্তির উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে সেই অবস্থানের প্রতি আপত্তি জানিয়েছেন হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই ৷

তিনি বলেন, "বিশ্বজুড়ে নেতাদের অবশ্যই বাস্তবতার মুখোমুখি হতে হবে যে, কিছু নীতিনির্ধারক পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়ে যে গলা ফাটাচ্ছেন, তা পারমাণবিক প্রতিরোধ তত্ত্বের বোকামিকে প্রকাশ করে । বিপজ্জনক বর্তমান থেকে আমাদের আদর্শ বিশ্বের দিকে নিয়ে যাওয়ার জন্য তাঁদের অবিলম্বে দৃঢ় পদক্ষেপ করতে হবে ।"

প্রশ্ন তুলেছেন হিরোশিমার গভর্নর: রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে সতর্ক করেছে, উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র উন্নয়নে অগ্রসর হচ্ছে । এই অবস্থায় হিরোশিমার গভর্নর হিদেহিকো ইউজাই জাপান-সহ সারা বিশ্বে শক্তিশালী পারমাণবিক অস্ত্রের জন্য ক্রমবর্ধমান আহ্বান নিয়ে প্রশ্ন তোলেন ৷

আরও পড়ুন: 'মোদেনহাইমার'! ওপেনহাইমারের পোস্টারে মোদির ছবি সেঁটে কটাক্ষ মহুয়ার

6 অগস্ট, 1945 প্রথম পরমাণু অস্ত্র হামলা: যারা বলে যে পারমাণবিক অস্ত্র শান্তি বজায় রাখার জন্য অপরিহার্য, তাঁরা কেবল পারমাণবিক নিরস্ত্রীকরণের দিকে অগ্রগতিকে বিলম্বিত করছে বলে মত ইউজাইয়ের । 1945 সালের 6 আগস্ট হিরোশিমায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিক্ষেপ করা পারমাণবিক বোমা শহরটিকে ধ্বংস করে দিয়েছিল ৷ মৃত্যু হয়েছিল 1,40,000 মানুষের ৷ তিন দিন পরে নাগাসাকিতে দ্বিতীয় পারমাণিবক বোমা নিক্ষেপের ফলে আরও 70,000 জন নিহত হন । 15 অগস্ট জাপান আত্মসমর্পণ করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এশিয়ায় জাপানের প্রায় অর্ধ শতাব্দীর আগ্রাসনের অবসান ঘটে ।

রাশিয়ার নিন্দা জাপানের প্রধানমন্ত্রীর: প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, যিনি সংসদে হিরোশিমার প্রতিনিধিত্ব করেন, তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি জি7-এর প্রতিশ্রুতির কথা তুলে ধরেন ৷ পাশাপাশি পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ার হুমকির নিন্দা করেছেন তিনি ৷ যদিও পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার করার জন্য তাঁর উপর দোষ দিয়েছেন হিরোশিমা হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারেরা ৷

কিশিদার সমালোচনা: চুক্তিটি অকার্যকর কারণ কোনও পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ রাষ্ট্র তাতে স্বাক্ষর করেনি ৷ কিশিদা পারমাণবিক এবং অ-পারমাণবিক রাষ্ট্রগুলির মধ্যে সেতু হিসাবে কাজ করার এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন । তাঁর সমালোচকরা বলছেন যে, এটি একটি ফাঁপা প্রতিশ্রুতি কারণ জাপান সুরক্ষার জন্য মার্কিন পরমাণু ছাতার উপর নির্ভর করে এবং দ্রুত তার সামরিক সম্প্রসারণ করছে ।

পরমাণু সুরক্ষায় জোর: আরও দৃঢ় চিন ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির মুখে পড়ে নিরাপত্তা আরও জোরদার করছে জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া । ওয়াশিংটন এবং সিওল তাদের পারমাণবিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে, এবং জাপানও মার্কিন পরমাণু অস্ত্র দ্বারা শক্তিশালী সুরক্ষা চায় ।

আরও পড়ুন: পরমাণু শক্তিক্ষেত্রকে চাঙ্গা করতে কোমর বাঁধছে ভারত-আমেরিকা

উড়ল শান্তির প্রতীক: রবিবার হিরোশিমা দিবসের স্মরণসভায় যোগ দিয়ে কিশিদা বলেন, ক্রমবর্ধমান উত্তেজনা এবং সংঘাতের কারণে একটি পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের দিকের পথ আরও কঠিন হয়ে উঠেছে । এ দিনের অনুষ্ঠানে সকাল 8:15তে একটি শান্তি ঘণ্টার শব্দের সঙ্গে এক মুহূর্ত নীরবতা পালন করেন হিরোশিমার মানুষ ৷ শান্তির প্রতীক হিসাবে বিবেচিত শত শত সাদা ঘুঘুকে মুক্তি দেওয়া হয় ।

চিকিৎসায় সহায়তা: বোমা হামলায় বেঁচে যাওয়া অনেকেরই বিস্ফোরণ এবং বিকিরণ এক্সপোজারের ফলে দীর্ঘস্থায়ী আঘাত এবং অসুস্থতা রয়েছে । স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রকের মতে, মার্চ পর্যন্ত, 113,649 বেঁচে থাকা মানুষজন, যাঁদের গড় বয়স এখন 85, তাঁরা সরকারি চিকিৎসা সহায়তার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন ।

পারমাণবিক অস্ত্রে নিষেধাজ্ঞার চাপ অব্যাহত: মেয়র কিশিদার সরকারকে জোরালো সমর্থন প্রদান এবং তাদের ইচ্ছা পূরণের আহ্বান জানান । জাপানে হিবাকুশা নামে পরিচিত পারমাণবিক হামলায় বেঁচে থাকা ব্যক্তিরা পারমাণবিক অস্ত্রে নিষেধাজ্ঞার জন্য চাপ অব্যাহত রেখেছেন এবং তরুণ প্রজন্মকে আন্দোলনে যোগদানের জন্য উৎসাহ জোগাচ্ছেন ৷ বেশ কয়েকজন তরুণ সমর্থকের নেতৃত্বে একটি দল চাইছে, 2030 সালের মধ্যে জাপান সরকার পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ চুক্তিতে স্বাক্ষর করুক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.