ETV Bharat / international

ISRO Receives NISAR: নাসা-ইসরো যৌথ উদ্যোগে তৈরি শক্তিশালী স্যাটেলাইট নিসার এল বেঙ্গালুরুতে

author img

By

Published : Mar 9, 2023, 10:04 AM IST

নিসার অর্থাৎ 'নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার রেডার' একটি কৃত্রিম উপগ্রহ ৷ ভারত ও আমেরিকা- দু'দেশের মহাকাশ গবেষণা সংস্থা মিলে এটি তৈরি করেছে ৷ পৃথিবীর পর্যবেক্ষণকারী এই স্যাটেলাইটটি কৃষিকাজ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাহায্য করবে (NASA and ISRO jointly developed NISAR) ৷

Satellite
কৃত্রিম উপগ্রহ

বেঙ্গালুরু, 9 মার্চ: মহাকাশ গবেষণায় মাইলস্টোন ভারতের ৷ বুধবার দেশের মাটিতে নামল নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার রেডার বা নিসার ৷ মার্কিন বায়ুসেনার C-17 এয়ারক্রাফ্টে ভারতে এল পৃথিবীর পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহ ৷ মহাকাশ ক্ষেত্রে আমেরিকা ও ভারত- দু'দেশের যৌথ সহযোগিতার ফসল এই নিসার ৷ এদিন চেন্নাইয়ে মার্কিন কনসুলেট জেনারেল টুইট করেন, "বেঙ্গালুরুর মাটি ছুঁলাম ৷ ক্যালিফোর্নিয়া থেকে মার্কিন বায়ুসেনার সি-17 বিমানে নিসার এনে তা ইসরোর হাতে তুলে দেওয়া হল ৷ ভারত-আমেরিকার অসামরিক মহাকাশ সহযোগিতার সত্যিকারের প্রতীক এটি ৷"

'আর্থ অবজারভেশন স্যাটেলাইট' নিসার যৌথভাবে তৈরি করেছে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা এবং ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ৷ 8 বছর আগে 2014 সালে এর শক্তিশালী ব়্যাডারের ক্ষমতার কথা তুলে ধরেছিল নাসা ও ইসরো ৷ এটি গ্রহের ভূপৃষ্ঠের বিভিন্ন এলাকা, এমনকী বরফে ঢাকা অঞ্চলের বিস্তারিত খুঁটিনাটি বিবরণ পাঠাবে (Earth Observation Satellite) ৷

মনে করা হচ্ছে, 2024 সালের জানুয়ারিতে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হবে ৷ কমপক্ষে তিন বছর ধরে এটি পৃথিবী প্রদক্ষিণ করবে ৷ এটি 'লো আর্থ অরবিট' (Low Earth Orbit) অবজারভেটরি ৷ উৎক্ষেপণের 12 দিনের মধ্যে পুরো দুনিয়ার মানচিত্র তৈরি করে ফেলবে এই শক্তিশালী কৃত্রিম উপগ্রহটি ৷ শুধু তাই নয়, নিসারই প্রথম স্যাটেলাইট যা দু'টি ভিন্ন রেডার তরঙ্গ এল-ব্যান্ড এবং এস-ব্যান্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট পদ্ধতিতে পৃথিবীর মাপজোক করবে ৷ এক সেন্টিমিটারেরও কম জায়গায় কোনও পরিবর্তন হলে, তা ধরা পড়বে এই কৃত্রিম উপগ্রহে ৷

আরও পড়ুন: দেশের প্রথম বেসরকারি রকেট বিক্রম-এস-এর সফল উৎক্ষেপণ

পৃথিবীর ভূপৃষ্ঠে কোনও বদল ঘটলে, প্রাকৃতিক দুর্যোগ, বাস্তুতন্ত্রের নানা সমস্যা বিষয়ে তথ্য পাঠাবে নিসার ৷ এতে জলবায়ু পরিবর্তন এবং পৃথিবীর বাস্তুতন্ত্রের পদ্ধতিটি আরও ভালো ভাবে বুঝতে সুবিধে হবে ৷ ভূমিকম্প, সুনামি এবং আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হওয়ার মতো প্রাকৃতিক ঘটনাগুলি সম্পর্কে জটিল তথ্য পাওয়া যাবে ৷ নিসারের পাঠানো তথ্যগুলি কৃষিক্ষেত্রের ব্যবস্থাপনার উন্নতিসাধন, খাদ্য সুরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হবে ৷ শস্য উৎপাদন, মাটির আর্দ্রতা এবং কী ভাবে জমির ব্যবহারে পরিবর্তন আনা যায়, সে সব বিষয়ে বিস্তারিত জানা যাবে নিসারের মাধ্যমে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.