ETV Bharat / international

Puppy-Cat Smuggling: মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে কুকুরছানা ও বিড়াল পাচার, জেল ভারতীয় বংশোদ্ভূতের

author img

By

Published : Apr 25, 2023, 2:25 PM IST

কুকুরছানা ও বিড়াল পাচারের দায়ে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে 12 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে । তিনি অক্টোবর মাসে মালয়েশিয়া থেকে একটি লরিতে 26টি কুকুরছানা এবং একটি বিড়াল পাচার করেছিলেন ।

Animal Smuggling
কুকুরছানা ও বিড়াল পাচার

সিঙ্গাপুর, 25 এপ্রিল: 26টি কুকুরছানা এবং একটি বিড়াল পাচার করায় 36 বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত মালয়েশিয়ানের 12 মাসের কারাদণ্ড হয়েছে ৷ মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে লন্ড্রি ব্যাগে করে সেগুলিকে পাচার করছিলেন ওই ব্যক্তি ৷ এই মামলাটিকে এখন পর্যন্ত পশু পাচারের সবচেয়ে গুরুতর ঘটনাগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করেছে ন্যাশনাল পার্কস বোর্ড ৷ তারা জানিয়েছে, ঘটনার পর একটি কুকুরছানাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে এবং পরবর্তীতে 18টি কুকুরছানা ক্যানাইন পারভোভাইরাস সংক্রমণে মারা যায় ৷

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম গবিসুয়ারন পরমান সিভান ৷ তিনি 18 অক্টোবর 2022 সালে মালয়েশিয়া থেকে একটি লরিতে 26টি কুকুরছানা এবং একটি বিড়াল পাচার করছিলেন । লাইসেন্স ছাড়াই বেআইনিভাবে পোষ্য প্রাণী পাচার করার জন্য তার জেল হয়েছে ৷ পাচার করার সময় ওই প্রাণীগুলি কষ্ট ও যন্ত্রণা পায় । এনপার্কসের তরফে খবর, তুয়াস চেকপয়েন্টের ইমিগ্রেশন অফিসাররা দক্ষিণ উপদ্বীপের মালয়েশিয়ার সঙ্গে সিঙ্গাপুরের সংযোগের সেতুর কাছে একটি মালয়েশিয়ান লরিকে থামান ৷ সেই লরিটির বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা ছিল ওই 27টি পোষ্য প্রাণী ৷ অফিসাররা কিছু প্রাণীকে লন্ড্রি ব্যাগে বন্দি অবস্থায় দেখতে পান এবং গাড়ির ওভারহেডে কম্পার্টমেন্টেও রাখা হয়েছিল কিছু প্রাণীকে । তাদের সেখান থেকে উদ্ধার করে আধিকারিকরা ৷

এমনকী প্লাস্টিকের পাত্রে চালক এবং যাত্রীদের আসনের পিছনে অনেকগুলি কুকুরছানাকে রাখা হয়েছিল। ওই কুকুরছানাগুলির ক্যানাইন পারভোভাইরাস ছিল ৷ এর ফলে সেগুলিকে বিক্রি করা হলে ক্যানাইন পারভোভাইরাস প্রজাতির অন্যান্য কুকুরগুলিতে ছড়িয়ে পড়তে পারত ৷ এমনটাই এনপার্কস জানায় । ক্যানাইন পারভোভাইরাস হল একটি অত্যন্ত সংক্রামক রোগ ৷ যা তুলনামূলকভাবে কমবয়সি ও টিকা দেওয়া হয়নি এমন কুকুরের হয় ৷ এনপার্কস এবং অংশীদার সংস্থাগুলি অক্টোবর 2022 থেকে মার্চ 2023 এর মধ্যে পশু পাচারের 19টি ঘটনা সামনে এনেছে ৷

আরও পড়ুন: গ্রীষ্মে ক্যাম্পিং করতে চান ? এই জায়গাগুলির জুড়ি মেলা ভার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.