ETV Bharat / international

Modi on India-US Relationship : ভারত-মার্কিন সম্পর্কের নয়া যুগ শুরু হয়েছে, আমেরিকা ছাড়ার আগে মন্তব্য মোদির

author img

By

Published : Jun 24, 2023, 7:48 AM IST

ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও জানান নতুন ভারত নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন।

Modi on India US Relationship
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ওয়াশিংটন, 24 জুন: আমেরিকা ছাড়ার আগে ইন্দো-মার্কিন সম্পর্ক নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, ভারত গণতন্ত্রের জননী আর আমেরিকায় আধুনিক গণতন্ত্র দারুণ সাফল্য পেয়েছে। এই দুই দেশের কাছাকাছি আসার দিকে গোটা দুনিয়া তাকিয়ে আছে। পাশাপাশি তিনি জানান, নয়া ভারত জানে তার গন্তব্য কী? সেখানে যেতে কী করতে হবে সেটাও জানে। এদিকে, মার্কিন সফর শেষ করে ইজিপ্টের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী । 1997 সালের পর এই প্রথম ইজিপ্টে যাচ্ছেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। সেদিক থেকে দেখলে এই সফরটিও বিশেষ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রবাসী ভারতীয়দের এক সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, "আমেরিকায় আমি যে ভালোবাসা স্নেহ পেয়েছি তা অদ্ভুত। আর এর কৃতিত্ব আমেরিকায় থাকা ভারতীয়দের। এই সম্মানের নেপথ্যে আছে আপনাদের পরিশ্রম এবং আমেরিকার উন্নয়নে আপনাদের অবদান।" পাাশাপাশি নিজের ভাষণে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে অভিজ্ঞ নেতা বলে অভিহিত করেন মোদি। তিনি বলেন, "গত তিনদিন আমরা অনেকটা সময় একসঙ্গে কাটিয়ছি। দু'জনের মধ্যে অনেক বিষয় খোলাখুলি চর্চা হয়েছে। আমি বুঝতে পেরেছি বাইডেন অভিজ্ঞ নেতা।"

আরও পড়ুন: হোয়াইট হাউজের ডিনারে চাঁদের হাট, খোশ মেজাজে মোদি-বাইডেন

একই সঙ্গে এই সভা থেকে মোদি আরও বলেন, "ভারত দ্রুত উন্নতির দিকে যাচ্ছে। ভারতে এখন প্রতি সপ্তাহে একটা বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে । প্রতি দুদিনে একটা নতুন করে কলেজ খোলা হচ্ছে। প্রতি বছরে একটা করে আইআইটিও খুলছে ভারতে । এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে ছাত্র-ছাত্রীরা দুনিয়ার উন্নয়নে অবদান রাখছেন। আজ পৃথিবীর সবচেয়ে বড় বড় সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ভারতীয়রা।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.