ETV Bharat / international

PM Modi at White House Dinner: হোয়াইট হাউজের ডিনারে চাঁদের হাট, খোশ মেজাজে মোদি-বাইডেন

author img

By

Published : Jun 23, 2023, 8:02 AM IST

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউজের নৈশভোজ একেবারে অন্য চেহারা নিল ৷ উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃতজ্ঞতা জানান জো বাইডেন ও জিল বাইডেনকে ৷ একে একে হাজির হন প্রযুক্তি, সিনেমা জগতের তাবড় ব্যক্তি থেকে শুরু করে ধনকুবেররা ৷

ETV Bharat
জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ওয়াশিংটন ডিসি, 23 জুন: হোয়াইট হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করলেন জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন ৷ স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজের সাউথ লনের এই ভোজে 400 জনেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন দম্পতি ৷ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ৷

  • Please join me in raising a toast. A toast to our wonderful hosts, President @JoeBiden and Jill Biden. A toast to good health, prosperity and the pursuit of happiness, liberty, equality and to the ever-lasting bonds of friendship between India and the United States: PM… pic.twitter.com/DYOJ1xzRso

    — DD News (@DDNewslive) June 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তথ্য-প্রযুক্তি থেকে শুরু করে সিনেমা, ফ্যাশন বা ধনকুবের- সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টরা হাজির হন এই নৈশভোজে ! সস্ত্রীক শিল্পপতি মুকেশ অম্বানি, শিল্পপতি আনন্দ মহিন্দ্রা, কর্পোরেট জগতের ইন্দিরা নুই, গুগলের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফটের সত্য নাদেলা, অ্যাডবি কোম্পানির শান্তনু নারায়েণ থেকে শুরু করে অনেকেই আসেন হোয়াইট হাউজে ৷ ডিনারের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকার প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানান ৷ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ভারত-আমেরিকা সম্পর্কের প্রতীক এবং শক্তি বলে উল্লেখ করেন তিনি ৷

প্রধানমন্ত্রী নিরামিষ আহার করেন ৷ তাই আমেরিকার প্রথম নাগরিকের অন্দরমহলে নিরামিষ মেনুর আয়োজন করা হয়েছে ৷ বাজরার বিশেষ মেনু, স্টাফড মাশরুম, গ্রিলড কর্ন কার্নেল স্যালাড এবং আরও অনেক কিছু ৷ সাউথ লন প্যাভিলিয়ন সাজানোর খুঁটিনাটি নিজে তত্ত্বাবধান করেছেন ফার্স্ট লেডি জিল বাইডেন ৷

বৃহস্পতিবার এই মহাভোজে এসেছিলেন সমাজকর্মী তৃতীয় মার্টিন লুথার কিং, কিংবদন্তি টেনিস খেলোয়াড় বিলি জিন কিং, ভারতীয়-আমেরিকান চলচ্চিত্র পরিচালক এম নাইট শ্যামালান, ফ্যাশন ডিজাইনার রালফ লরেন, গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী জোশুয়া বেল, শিল্পপতি ফ্র্যাঙ্ক ইসলাম ৷ আইনসভার ভারতীয়-আমেরিকান সদস্য প্রমীলা জয়পাল, শ্রী থানেদার, রো খান্না, অ্যামি বেরা এবং রাজা কৃষ্ণমূর্তিও ৷

আরও পড়ুন: উই দ্য পিপল... মোদি-বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকে উঠল ধর্মীয় বহুত্ববাদের প্রসঙ্গও

ছিলেন বাইডেন পরিবারের হান্টার বাইডেন, অ্যাশলে বাইডেন, জেমস বাইডেন এবং নাওমি বাইডেন নীল ৷ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নিজে প্রধানমন্ত্রীর খাওয়াদাওয়ার তদারকি করেছেন ৷ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বহু মার্কিন কূটনীতিক এবং বাইডেন প্রশাসনের উচ্চাধিকারিকরাও উপস্থিত ছিলেন ৷ প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে আমেরিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.