ETV Bharat / international

ইসলামফোবিক মন্তব্যের ভিডিয়ো ভাইরাল, বরখাস্ত বারাক ওবামার প্রাক্তন উপদেষ্টা

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 7:51 PM IST

Ex Advisor to Barack Obama
বরখাস্ত বারাক ওবামার প্রাক্তন উপদেষ্টা

Ex-Advisor to Barack Obama Fired over Islamophobic Comments: ইসলামফোবিক মন্তব্যের জেরে বরখাস্ত হলেন বারাক ওবামার প্রাক্তন উপদেষ্টা স্টুয়ার্ট সেলডোভিটজ ৷

ওয়াশিংটন, 22 নভেম্বর: ইসলামফোবিক মন্তব্যের জের ৷ ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই বরখাস্ত করা হল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রাক্তন উপদেষ্টা স্টুয়ার্ট সেলডোভিটজকে ৷ মঙ্গলবার এক্সে শেয়ার করা ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, সেলডোভিটজ নিউইয়র্ক সিটির একজন খাদ্য বিক্রেতাকে হয়রানি করছেন এবং অজ্ঞাতপরিচয় বিক্রেতার প্রতি প্যালেস্তাইন-বিরোধী মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে ।

এই ঘটনার ভিডিয়োটি এক্সে শেয়ার করেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র । তারপর থেকে সেলডোভিটজের একইরকম মন্তব্য করা আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ ওই ভিডিয়োতে সেলডোভিটজ এক বিক্রেতাকে সন্ত্রাসী বলে অভিহিত করতে দেখা গিয়েছে ৷ এমনকী ইজরায়েল-হামাস সংঘর্ষের বিষয়ে ওই ব্যক্তিকে নিয়ে ভিডিয়োতে অন্যান্য মন্তব্য করেছেন তিনি ৷

এই ঘটনার পর ডিসি-ভিত্তিক লবিং ফার্ম গথাম গভর্নমেন্ট রিলেশনস ওবামা প্রশাসনের প্রাক্তন উপদেষ্টার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বলে জানা গিয়েছে । লবিং ফার্মটি মঙ্গলবার এক্সে বলেছে,"গথাম গভর্নমেন্ট রিলেশনস স্টুয়ার্ট সেলডোভিটজের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করল ৷ তিনি এমন একজন ব্যক্তি যিনি বছরের পর বছর আমাদের কাজে কোনও অবদান রাখেননি ৷" গথাম গভর্নমেন্ট রিলেশনস সেলডোভিটজের মন্তব্যকে আরও নিন্দা করে ৷ তাঁকে বর্ণবিদ্বেষী বলে অভিহিত করেছে । এই ফার্ম বলে, "তাঁর ক্রিয়াকলাপের ভিডিয়োটি জঘন্য, বর্ণবিদ্বেষী এবং এটি আমাদের ফার্মের মানকে খাটো করে ৷"

জানা গিয়েছে, স্টুয়ার্ট সেলডোভিটজ ওবামা প্রশাসনের অধীনে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সাউথ এশিয়া ডিরেক্টরেটের ভারপ্রাপ্ত ডিরেক্টর হিসেবে কাজ করেছেন ৷ তিনি 1999 থেকে 2003 সাল পর্যন্ত মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ইজরায়েল এবং প্যালেস্তাইন বিষয়ক অফিসে ডেপুটি ডিরেক্টর ছিলেন । গত বছর লবিং ফার্ম তাঁকে সংস্থার বৈদেশিক বিষয়ক চেয়ারম্যান হিসাবে নিয়োগ করেছিল ৷

আরও পড়ুন:

  1. গাজায় যুদ্ধ-বিরতিতে সম্মতি ইজরায়েলের ! মহিলা-শিশু বন্দিদের মুক্তি দিক হামাস, শর্ত নেতানিয়াহুর
  2. 'ইজরায়েলের সঙ্গে নিরাপদ সীমান্তে স্বাধীন প্যালেস্তাইনের প্রতিষ্ঠা হোক', রাষ্ট্রসংঘে জানাল ভারত
  3. হামাস ও ইজরায়েল যুদ্ধে প্যালেস্তিনীয়দের মৃত্যুর সংখ্যা 13 হাজার ছাড়াল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.