ETV Bharat / international

'ইজরায়েলের সঙ্গে নিরাপদ সীমান্তে স্বাধীন প্যালেস্তাইনের প্রতিষ্ঠা হোক', রাষ্ট্রসংঘে জানাল ভারত

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 1:38 PM IST

Updated : Nov 21, 2023, 1:54 PM IST

India on Israel-Palestine Conflict: ইজরায়েল ও হামাস যুদ্ধে সমাধান হোক আলোচনার মাধ্য়মে ৷ আর পাশাপাশি প্যালেস্তাইন নামের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, রাষ্ট্রসংঘে জানালেন ভারতের রাষ্ট্রদূত রুচিরা কাম্বোজ ৷

ETV Bharat
ভারত স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে

নিউইয়র্ক, 21 নভেম্বর: স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক প্যালেস্তাইন, চায় ভারত ৷ ভারতীয় সময় মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এমনটাই জানালেন দেশের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ ৷ আজ প্যালেস্তাইনের নাগরিকদের মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ৷

রুচিরা কাম্বোজ সাধারণ সভায় বলেন, "ইজরায়েল-প্যালেস্তাইন ইস্যুতে ভারত সবসময় শান্তি চেয়েছে, একটা স্থায়ী সমাধান চেয়ে এসেছে ৷ সরাসরি আলোচনার মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম প্যালেস্তাইনের প্রতিষ্ঠা হোক ৷ ইজরায়েলের সঙ্গে তার একটি নিরাপদ, স্বীকৃতি সীমান্ত থাকুক, যাতে শান্তি বজায় থাকে ৷ ভারত একে সমর্থন করে ৷ এই প্যালেস্তাইন ৷"

গত 7 অক্টোবর ইজরায়েলের উপর অতর্কিতে হামলা চালায় হামাস গোষ্ঠী ৷ তারপরই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ৷ সেই থেকে আজ পর্যন্ত 46 দিন কেটে গিয়েছে ৷ এখনও গাজায় যুদ্ধাভিযান চালিয়ে যাচ্ছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ৷

ইতিমধ্যে গাজায় মৃতের সংখ্যা 13 হাজার ছাড়িয়েছে ৷ মৃত্যু হয়েছে 5 হাজারেরও বেশি শিশুর ৷ এই ভয়ঙ্কর পরিস্থিতিতে স্বভাবতই উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ ৷ এদিন রাষ্ট্রসংঘের আলোচনায় ভারতের রাষ্ট্রদূত রুচিরা কাম্বোজ জানান, প্যালেস্তাইনের নাগরিকদের জরুরি ভিত্তিতে মানবিক ত্রাণ পাঠানো দরকার ৷

তিনি আরও বলেন, "আমাদের নেতাদের বক্তব্য পরিষ্কার, আমরা যে কোনও রকম জঙ্গি কার্যকলাপ, হিংসার বিরোধিতা করছি ৷ আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার কথা জানাচ্ছে ভারত ৷ নিশ্চিত করা হোক, এই যুদ্ধ বন্ধ হবে এবং আগামী দিনে আর কোনও যুদ্ধ বাধবে না ৷ মানবিক ত্রাণ সামগ্রী পৌঁছনোর কাজটিও চলতে থাকুক ৷ কোনও শর্ত ছাড়াই সব বন্দিদের মুক্তি দেওয়া হোক ৷ যত তাড়াতাড়ি সম্ভব শান্তি এবং স্থিরতা ফিরে আসুক ৷"

ভারত প্যালেস্তাইনের নাগরিকদের মানবিক সাহায্য পাঠাবে, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আশ্বস্ত করেছেন রুচিরা ৷ তিনি আরও জানান, ইতিমধ্যে 70 টন ত্রাণ পাঠানো হয়েছে ৷ এর মধ্যে 17 টন ওষুধ ও চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী রয়েছে ৷ প্যালেস্তাইনের শরণার্থীদের উদ্দেশ্যে গঠিত রাষ্ট্রসংঘের ইউএনআরডব্লিউএ-র একটি সক্রিয় সদস্য দেশ হিসেবে কাজ করবে ভারত, জানিয়েছেন রুচিরা কাম্বোজ ৷

আরও পড়ুন:

  1. ইজরায়েল-হামাস সংঘর্ষে মানবিক বিরতির চেষ্টাকে স্বাগত জানিয়েছে ভারত
  2. লোহিত সাগরে জাহাজ অপহরণ ! হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করুক ইজরায়েল, দাবি হাউদির
  3. চাপ বাড়ল নেতানিয়াহুর! হামাসের হাতে বন্দি নাগরিকদের মুক্তি চেয়ে পথে নামল জেরুজালেম
Last Updated : Nov 21, 2023, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.