ETV Bharat / international

ইজরায়েল-হামাস সংঘর্ষে মানবিক বিরতির চেষ্টাকে স্বাগত জানিয়েছে ভারত

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 1:01 PM IST

Humanitarian Pauses in Israel-Hamas Conflict: গাজায় ত্রাণ পাঠানোর জন্য ইজরায়েল ও হামাসের যুদ্ধে সাময়িক বিরতি দেওয়া হয়েছে ৷ গত সপ্তাহে রাষ্ট্রসংঘে পাশ হওয়া প্রস্তাবের প্রেক্ষিতেই এই ত্রাণ পাঠানো হচ্ছে ৷ ভারত এই উদ্য়োগের প্রশংসা করেছে ৷ রাষ্ট্রসংঘে ভারতের রাষ্ট্রদূতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ এই নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন ৷

Israel-Hamas Conflict
Israel-Hamas Conflict

রাষ্ট্রসংঘ, 21 নভেম্বর: গাজা স্ট্রিপে প্যালেস্তাইনের বাসিন্দাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য ইজরায়েল ও হামাসের লড়াইয়ে যে বিরতি দেওয়া হয়েছে, তার প্রশংসা করেছে ভারত ৷ রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের প্লেনারির অনানুষ্ঠানিক বৈঠকে এই কথা জানিয়েছেন রুচিরা কম্বোজ ৷ তিনি রাষ্ট্রসংঘে ভারতের রাষ্ট্রদূতের স্থায়ী প্রতিনিধি ৷

তিনি জানান, আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় লড়াই কমিয়ে ত্রাণসামগ্রী পাঠাতে যে উদ্যোগ নিয়েছে, ভারত তা সর্বতোভাবে সমর্থন করে ৷ পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন যে এই পরিস্থিতিতেও ভারত স্বচ্ছতার সঙ্গে নিজের অবস্থানে রয়েছে ৷ তাঁর কথায়, ‘‘আমরা দৃঢ়ভাবে সন্ত্রাসবাদের সব ধরন ও প্রকাশের বিরোধিতা করছি ৷ স্পষ্টতই হিংসার বিরুদ্ধে এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার পক্ষে ৷ আর লড়াই আরও যা না বৃদ্ধি পায় তা নিশ্চিত করতে, মানবিক সহায়তা বিতরণ অব্যাহত রাখতে, সমস্ত পণবন্দিকে নিঃশর্ত মুক্তি দিতে এবং শান্তি ও স্থিতিশীলতার দ্রুত পুনঃপ্রতিষ্ঠা করতে যাতে সব পক্ষ কাজ করে, তার পক্ষে ।’’

গত 7 অক্টোবর ইজরায়েলের দক্ষিণ অংশে অতর্কিতে হামলা চালায় হামাস ৷ তার পর থেকে হামাসের বিরুদ্ধে পালটা অভিযান চালাচ্ছে ইজরায়েল ৷ এর ফলে গাজা উপত্যকার সাধারণ মানুষ চরম সংকটে পড়েছেন ৷ এই পরিস্থিতিতে সেখানে ত্রাণ পাঠানো নিয়ে রাষ্ট্রসংঘ থেকে বাকি বিশ্ব চেষ্টা করছে ৷ ধীরে ধীরে ত্রাণ পাঠানো শুরুও হয়েছে ৷ তার মধ্যে রাষ্ট্রসংঘ গাজায় ত্রাণ পাঠানো নিয়ে প্রস্তাব পাশের চেষ্টা করে যাচ্ছিল ৷ নানা বাধা বিপত্তি পেরিয়ে গত সপ্তাহে সেই প্রস্তাব পাশ হয়েছে রাষ্ট্রসংঘে ৷

15টি দেশের কাউন্সিলে গত বুধবার একটি প্রস্তাব গৃহীত হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, হামাস ও অন্য জঙ্গি গোষ্ঠীগুলি যাঁদের পণবন্দি করে রেখেছে, তাঁদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে ৷ পাশাপাশি ত্রাণ পাঠানোর মতো পরিস্থিতি তৈরি করতে হবে ৷ এই প্রস্তাবের পক্ষে 12টি দেশ ভোট দেয় ৷ কেউ বিপক্ষে ভোট দেয়নি ৷ রাশিয়া, যুক্তরাজ্য বা ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভোট দেয়নি ৷

রুচিরা কম্বোজ জানিয়েছেন, ইজরায়েল-ফিলিস্তিন সমস্যার ন্যায্য, শান্তিপূর্ণ এবং স্থায়ী সমাধানের পক্ষে ভারত ৷ তাছাড়া ভারত সবসময়ই একটি সার্বভৌম, স্বাধীন এবং কার্যকর রাষ্ট্র প্যালেস্তাইন প্রতিষ্ঠার পক্ষে ৷ যাতে স্বীকৃত সীমান্ত দ্বারা ইজরায়েল ও প্যালেস্তাইন পাশাপাশি শান্তিতে থাকতে পারে ৷

তিনি আরও জানান, ফিলিস্তিনের জনগণকে মানবিক সহায়তা প্রদানের জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ ৷ এর মধ্যে 70 টন ত্রাণ সামগ্রী যে বিতরণ করা হয়েছে, সেই কথাও তিনি উল্লেখ করেন ৷ এই ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে 17 টন ওষুধ এবং দুই ধাপে চিকিৎসা সংক্রান্ত সামগ্রীর সরবরাহ ৷ গাজায় ভারতের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন । একই ভাবে পূর্বের কাছাকাছি ফিলিস্তিন শরণার্থীদের জন্য রাষ্ট্রসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার উপদেষ্টা কমিশনের সদস্য হিসাবে ভারত সক্রিয় ভূমিকা পালন করে চলেছে বলে জানিয়েছেন রুচিরা কম্বোজ ।

আরও পড়ুন:

  1. লোহিত সাগরে জাহাজ অপহরণ ! হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করুক ইজরায়েল, দাবি হাউদির
  2. হামাস ও ইজরায়েল যুদ্ধে প্যালেস্তিনীয়দের মৃত্যুর সংখ্যা 13 হাজার ছাড়াল
  3. গাজায় রাষ্ট্রসংঘের শরণার্থী শিবিরে ইজরায়েলি বিমান হামলা, মৃত বহু প্যালেস্তাইন নাগরিক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.