ETV Bharat / international

গাজায় যুদ্ধ-বিরতিতে সম্মতি ইজরায়েলের ! মহিলা-শিশু বন্দিদের মুক্তি দিক হামাস, শর্ত নেতানিয়াহুর

author img

By PTI

Published : Nov 22, 2023, 8:11 AM IST

Updated : Nov 22, 2023, 8:43 AM IST

Israel Hamas Ceasefire Deal: ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতির চুক্তি হয়েছে, জানিয়েছে খোদ ইজরায়েল সরকার ৷ তবে এর পরিবর্তে হামাস গোষ্ঠীকে অপহৃত বন্দিদের মুক্তি দিতে হবে ৷ তবে ফের যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷

ETV Bharat
ইজরায়েল ও হামাসের মধ্য়ে যুদ্ধবিরতির চুক্তি

জেরুজালেম, 22 নভেম্বর: যুদ্ধ-বিরতিতে রাজি হয়েছে ইজরায়েল ৷ তবে এর পরিবর্তে হামাস গোষ্ঠী পণবন্দিদের মুক্তি দেবে ৷ এই শর্তে বুধবার ইজরায়েলের মন্ত্রিসভা গাজায় চারদিন যুদ্ধ বিরতিতে সম্মতি দিয়েছে ৷

7 অক্টোবর ইজরায়েলে আচমকা হামলা চালায় হামাস গোষ্ঠী ৷ তাদের দাবি ছিল, ইজরায়েলের বহু প্যালেস্তাইন নাগরিক বন্দি হয়ে রয়েছেন ৷ তাঁদের মুক্তি দিতে হবে ৷ এদিকে হামাসের আক্রমণের পরই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পালটা যুদ্ধ ঘোষণা করেন ৷ সেই থেকে ছ'সপ্তাহের বেশি সময় ধরে গাজায় যুদ্ধাভিযান চালাচ্ছে ইজরায়েল ৷ ইতিমধ্যে গাজায় 13 হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ শিশু মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 5 হাজার ৷

বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছে ৷ এই অবস্থায় ইজরায়েল সরকার বুধবার জানিয়েছে, হামাস 240 জনকে বন্দি করে রেখেছে ৷ তারা 50 জন বন্দিকে মুক্তি দিলে গাজায় চারদিন সাময়িক যুদ্ধ বন্ধ থাকবে ৷ আর প্রতি 10 জন বন্দির মুক্তির বদলে আরও একদিন করে যুদ্ধ বিরতি থাকবে ৷ তবে ঠিক কবে থেকে এই যুদ্ধ-বিরতি পালন করা হবে, তা স্পষ্ট জানা যায়নি ৷

ইজরায়েল সরকার আরও জানিয়েছে, প্রথমে মহিলা এবং শিশুদের মুক্ত করতে হবে ৷ তবে এই সাময়িক যুদ্ধ থেমে যাওয়ার মানে কিন্তু এমনটা নয় যে, যুদ্ধ থেমে যাবে ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধ-বিরতির সময় শেষ হলে ফের যুদ্ধ শুরু করবে ইজরায়েল ৷ তিনি বলেন, "আমরা যুদ্ধ চালিয়ে যাব, যতক্ষণ না-পর্যন্ত আমাদের লক্ষ্যে পৌঁছতে পারছি ৷" যুদ্ধ-বিরতির সময়েও ইজরায়েলের সেনাবাহিনী পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নেবে ৷

হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ-বিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে আমেরিকা ও কাতার ৷ গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর পণবন্দিদের মুক্তির শর্তে সাময়িক যুদ্ধ বন্ধ রাখতে রাজি হয়েছে ইজরায়েল ৷ মঙ্গলবারই ওয়াশিংটনে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, বন্দিদের মুক্তি নিয়ে কথাবার্তা হচ্ছে ৷ খুব শিগগিরিই সেই চুক্তি হবে ৷ কাতারের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারিও সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করে বলেছিলেন, "চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে ৷ আমরা তার খুব কাছেই পৌঁছে গিয়েছি ৷"

আরও পড়ুন:

  1. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় বয়স, সোশাল মিডিয়ায় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পোস্ট ট্রাম্পের
  2. ইজরায়েল-হামাস সংঘর্ষে মানবিক বিরতির চেষ্টাকে স্বাগত জানিয়েছে ভারত
  3. লোহিত সাগরে জাহাজ অপহরণ ! হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করুক ইজরায়েল, দাবি হাউদির
Last Updated : Nov 22, 2023, 8:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.