ETV Bharat / international

Duke University: ডিউকের গবেষণার ফসল, 10 মিনিটেই আলাদা হবে রক্তে মিশে থাকা সূক্ষ্মতম কণা !

author img

By

Published : Dec 4, 2022, 5:09 PM IST

Updated : Dec 4, 2022, 8:32 PM IST

আমেরিকার ডিউক বিশ্ববিদ্যালয়ের (Duke University) ইঞ্জিনিয়ররা এমন একটি যন্ত্র (Device) আবিষ্কার করেছেন, যার সাহায্যে খুব সহজেই এবং দ্রুত রক্তে মিশ্রিত সূক্ষ্মতম কণাগুলিকে (Tiniest Particles) খুঁজে বের করা এবং সেগুলিকে রক্ত থেকে আলাদা করা সম্ভব হবে ৷ কীভাবে সারা হবে এই প্রক্রিয়া ?

engineers from Duke University develop a device that can separate blood based nanoparticles very fast
Duke University: মাত্র 10 মিনিটেই আলাদা হবে রক্তে মিশে থাকা সূক্ষতম কণা !

নর্থ ক্যারোলিনা, 4 ডিসেম্বর: এ এক আজব যন্ত্র (Device) ! যার আবিষ্কার করেছেন আমেরিকার ডিউক বিশ্ববিদ্যালয়ের (Duke University) ইঞ্জিনিয়ররা ৷ এই যন্ত্র বা ডিভাইসের মাধ্যমে খুব সহজেই রক্তে মিশ্রিত সূক্ষ্মতম কণাগুলিকে (Tiniest Particles) খুঁজে বের করা এবং সেগুলিকে রক্ত থেকে আলাদা করা সম্ভব হবে ৷ এর জন্য ব্যবহার করা হবে শব্দ তরঙ্গ (Sound Waves) ৷ পুরো কাজটা সারতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট ! 'ভার্চুয়াল পিলার্স' (Virtual Pillars) নামক একটি তত্ত্বের উপর ভিত্তি করে এই ডিভাইস তৈরি করা হয়েছে ৷ ওয়াকিবহাল মহলের দাবি, এই আবিষ্কার বিজ্ঞানের গবেষণায় এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারে !

এখানে রক্তে মিশ্রিত যে সূক্ষ্মতম কণা বা 'বায়োলজিক্য়াল ন্যানোপার্টিকলস' (Biological Nanoparticles)-এর কথা বলা হচ্ছে, তার পোশাকি নাম 'স্মল এক্সট্রাসেলুলার ভেসেলস' (Small Extracellular Vesicles) বা সেভস (SEVS) ৷ বিশেষজ্ঞরা বলছেন, আমাদের শরীরে বিভিন্ন রোগের বাড়বাড়ন্ত বহুলাংশে এই সেভসের উপরই নির্ভর করে ৷ সেটা কেমন ? আসলে আমাদের শরীর যেসমস্ত কোষের সমন্বয়ে গঠিত, তার প্রত্যেকটি থেকে এই সেভস নির্গত হয় ৷ পরবর্তীতে, একটি কোষের সঙ্গে অন্য কোষের সংযোগ স্থাপনে এবং একটি কোষ থেকে অন্য কোষে রোগ ছড়ানোর ক্ষেত্রে এই সেভসই দায়ী থাকে ৷ কিন্তু, উল্লেখিত নয়া ডিভাইসটির মাধ্যমে মাত্র 10 মিনিটেই রক্তে মিশ্রিত এই সেভসগুলিকে চিহ্নিত করা এবং সেগুলিকে টেনে বের করে আনা সম্ভব !

আরও পড়ুন: 48500 বছরের পুরনো জম্বি ভাইরাসের হদিশ রাশিয়ায়, ফের প্যানডেমিকের আশঙ্কা

গত 23 নভেম্বর এই সংক্রান্ত একটি গবেষণাপত্র অনলাইন বিজ্ঞান পত্রিকা 'সায়েন্স অ্যাডভান্সেস' (Science Advances)-এ প্রকাশ করা হয় ৷ সংশ্লিষ্ট গবেষণার সঙ্গে যুক্ত টোনি জুন হুয়াং (Tony Jun Huang) সংবাদমাধ্যমকে জানান, "রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে এই ন্যানোপার্টিকলগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এখনও আমাদের হাতে এগুলিকে চিহ্নিত করার এবং পৃথক করার মতো প্রযুক্তি মজুত রয়েছে ৷ কিন্তু, সেই কাজে অনেক বেশি সময় লাগে ৷ সেটা কয়েকঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত হতে পারে ৷ তাছাড়া, সবসময় এগুলি থেকে যে খুব ভালো ফল পাওয়া যায়, তেমনটাও নয় ৷ এর ফলে অনেক সময়েই রোগীর অনেক ক্ষতি হয়ে যায় ৷ এমনকী, সংসশ্লিষ্ট প্রক্রিয়াগুলি চালানো সময় ন্য়ানোপার্টিকলগুলি দূষিত হওয়ার এবং ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা থাকে ৷"

কিন্তু, নয়া আবিষ্কারের মাধ্যমে ন্য়ানোপার্টিকলগুলিকে চিহ্নিত করা এবং সেগুলিকে রক্ত থেকে আলাদা করার প্রক্রিয়া দ্রুততর হওয়ায় বিজ্ঞানী ও গবেষকরা উচ্ছ্বসিত ৷ কারণ, এর ফলে ক্য়ানসার, অ্যালঝাইমার্স মতো জটিল অসুখ অনেক তাড়াতাড়ি চিহ্নিত করা যাবে এবং রোগের চিকিৎসাও সহজ ও দ্রুত হবে ৷

Last Updated :Dec 4, 2022, 8:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.