ETV Bharat / international

Kabul Suicide Bombing: কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণের বলি কমপক্ষে 100 শিশু

author img

By

Published : Sep 30, 2022, 3:51 PM IST

Updated : Sep 30, 2022, 4:49 PM IST

Etv Bharat
কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণের বলি কমপক্ষে 100 শিশু

কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারাল কমপক্ষে 100 শিশু ৷ বিবিসি-র রিপোর্ট অনুযায়ী আফগানিস্তানের রাজধানী শহরের পশ্চিমে কাজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এদিন আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে (At least 100 children killed in a suicide bombing in Kabul) ৷

কাবুল, 30 সেপ্টেম্বর: তালিবান-শাসিত আফগানিস্তানের বাতাসে ফের বারুদের গন্ধ ৷ রাজধানী কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে (Suicide Bombing) শুক্রবার প্রাণ হারাল কমপক্ষে 100 শিশু ৷ বিবিসি-র (BBC) রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের রাজধানী শহরের পশ্চিমে দাস্ত-ই-বারচি এলাকায় কাজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এদিন আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে (At least 100 children killed in a suicide bombing in Kabul) ৷

দুর্ঘটনাস্থল কাজ উচ্চশিক্ষা কেন্দ্রের এক নির্দেশক বোমা বিস্ফোরণের ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, বিস্ফোরণের অভিঘাতে টুকরো-টুকরো হয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের শরীরের বিভিন্ন কুড়োচ্ছি আমি ৷ যেগুলোর সবই আমার কোনও না কোনও ছাত্রের ৷

স্থানীয় এক সংবাদমাধ্যম কর্মী টুইটারে লিখেছেন, "এখনও পর্যন্ত একশোজন ছাত্রছাত্রীর মৃতদেহ গোনা সম্ভব হয়েছে ৷ যাদের মধ্যে বেশিরভাগই একটু উঁচু শ্রেণির ৷ বিস্ফোরণের সময় ক্লাসরুম পুরো ভর্তি ছিল ৷ বিশ্ববিদ্যালয়ে এদিন প্রবেশিকা পরীক্ষার মক ইন্টারভিউ সেশন চলছিল ৷"

  • “We have so far counted 100 dead bodies of our students. The number of students killed is much higher. Classroom was packed. This was a mock university entrance exam, so students could prepare for the real one.” A member of the Kaaj higher education center tells me.

    — BILAL SARWARY (@bsarwary) September 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: আমেরিকায় জখম ভারতীয় বংশোদ্ভূত, ডেলিভারি বয়কে ছুরিকাঘাত

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সন্ত্রাসের বলি হওয়া শতাধিক পড়ুয়া বেশিরভাগই হজরস এবং শিয়া সম্প্রদায়ভুক্ত ৷ ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন আফগানিস্তানে নিয়োজিত মার্কিন দূত কারেন ডেকার ৷ যদিও তালিবান নিয়োজিত কাবুল পুলিশের মুখপাত্র যদিও শতাধিক পড়ুয়ার মৃত্যুর খবর অস্বীকার করেছে ৷ কাবুল পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণের বলি হয়েছেন 19 জন, আহত 27 ৷

Last Updated :Sep 30, 2022, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.