ETV Bharat / international

PM Narendra Modi: এশিয়ান ভারতের 'অ্যাক্ট ইস্ট পলিসি'র কেন্দ্রীয় স্তম্ভ, ইন্দোনেশিয়ায় শীর্ষ সম্মেলনে বললেন মোদি

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 12:41 PM IST

PM Modi in Indonesia: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এশিয়ান-ভারত এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন ৷ এখানে তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ভারতের অংশীদারিত্বের ভবিষ্যত রূপ নিয়ে আলোচনা করবেন ।

Prime Minister Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জাকার্তা, 7 সেপ্টেম্বর: ' আমাদের অংশীদারিত্ব চতুর্থ দশকে প্রবেশ করছে ,এশিয়ান ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির কেন্দ্রীয় স্তম্ভ ', জাকার্তায় ভারত-এশিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার সকালে তিনি ইন্দোনেশিয়ার জাকার্তা কনভেনশন সেন্টারে পৌঁছন ৷ সেখানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানান । এ দিন মোদির পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য দেশের নেতারাও ৷

ভারতের প্রধানমন্ত্রী বলেন, "আমাদের ইতিহাস এবং ভূগোল ভারত ও এশিয়ানকে এক করে । এর সঙ্গে আমাদের ভাগ করে নেওয়া মূল্যবোধ, আঞ্চলিক একীকরণ, শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বাসও একটি বহুমুখী বিশ্বে আমাদের একত্রিত করে । এশিয়ান ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির কেন্দ্রীয় স্তম্ভ । ভারত এশিয়ান-ভারত কেন্দ্রীকরণ এবং ইন্দো-প্যাসিফিক বিষয়ে এশিয়ানের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে।"

তাঁর কথায়, এই বছরের থিম হল এশিয়ান মেটারস: এপিসেন্ট্রাম অফ গ্রোথ ৷ এশিয়ান গুরুত্বপূর্ণ কারণ এখানে সবার কণ্ঠস্বর শোনা যায় এবং এশিয়ান হল বৃদ্ধির কেন্দ্রবিন্দু ৷ কারণ এশিয়ান বৈশ্বিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷" গত বছরের শীর্ষ সম্মেলনের কথাও তুলে ধরেন নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "গত বছর আমরা ভারত-এশিয়ান বন্ধুত্ব দিবস উদযাপন করেছি এবং এটিকে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের রূপ দিয়েছি ।"

আরও পড়ুন: 'মোদি মোদি' স্লোগানে অভ্যর্থনা প্রবাসীদের, অভিভূত প্রধানমন্ত্রী

এ দিন জাকার্তায় মোদিকে স্বাগত জানাতে জড়ো হন প্রচুর ভারতীয় বংশোভূতরা । জাকার্তার রিটজ কার্লটন হোটেলে 'বন্দে মাতরম' এবং 'মোদি মোদি' স্লোগানের মধ্যে দিয়ে তাঁকে স্বাগত জানানো হয় ৷ সেখানে পৌঁছনোর পরে প্রধানমন্ত্রী ভারতীয়দের দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন ৷ তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতা করেন ৷ 9 এবং 10 সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে জি20 শীর্ষ সম্মেলন ৷ তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সন্ধ্যায় জাকার্তা থেকে নয়াদিল্লিতে ফিরবেন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.