ETV Bharat / international

PM Modi Indonesia Visit: 'মোদি মোদি' স্লোগানে অভ্যর্থনা প্রবাসীদের, অভিভূত প্রধানমন্ত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 9:13 AM IST

Updated : Sep 7, 2023, 9:38 AM IST

'বন্দেমাতরম' ও 'মোদি মোদি' স্লোগানে প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ায় স্বাগত জানালেন সেখানকার প্রবাসী ভারতীয়রা ৷ এহেন অভ্যর্থনায় আপ্লুত প্রধানমন্ত্রী সকলকে পালটা অভিবাদন জানালেন ৷

Etv Bharat
ইন্দোনেশিয়া পৌঁছতেই প্রবাসী ভারতীয়দের অভ্যর্থনা

জাকার্তা, 7 সেপ্টেম্বর: এশিয়ান-ভারত ও পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় আজ সকালে ইন্দোনেশিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ভারতের পারস্পরিক সম্পর্কের ভবিষ্যত রূপ নিয়ে আলোচনা করবেন ৷ আজ সকালে প্রধানমন্ত্রী পৌঁছতেই 'বন্দেমাতরম' ও 'মোদি মোদি' স্লোগানের মাধ্যমে তাঁকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। তাঁকে স্বাগত জানাতে আগে থেকেই জাকার্তার রিটজ কার্লটন হোটেলে উপস্থিত হয়েছিলেন প্রবাসীরা ৷ উপস্থিত সকলকে অভিবাদন জানান মোদি ৷

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জাকার্তায় পৌঁছনোর খবরটি সোশাল মিডিয়া টুইটারে পোস্ট করে জানান বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। দিল্লি থেকে জাকার্তা যাওয়ার আগে প্রধানমন্ত্রী জানান, এশিয়ানের সঙ্গে যুক্ত হওয়া ভারতের 'অ্যাক্ট ইস্ট' নীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ৷

আরও পড়ুন : করোনা হয়নি, জি-20 শীর্ষ সম্মেলনে ভারতে আসছেন বাইডেন

প্রধানমন্ত্রীর কথায়, "এশিয়ান নেতাদের সঙ্গে আমাদের দেশের অংশীদারিত্ব আগামিদিনে কোন দিকে যাবে তা নিয়ে আলোচনা করতে আমি উন্মুখ ৷ এই মতামত বিনিময়ের বিষয়টি চতুর্থ দশকে প্রবেশ করছে ৷ গত বছর সম্পাদিত ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব আমাদের নতুন দিশা দিয়েছে ৷ এই ফোরামটি খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, পরিবেশ, স্বাস্থ্য ও ডিজিটাল রূপান্তর-সহ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করার দারুণ সুযোগ দেয় ৷"

তিনি মনে করেন, এভাবে বিভিন্ন রাষ্ট্রনায়কদের সঙ্গে কথা বলতে পারলে নানা ধরনের চ্যালেঞ্জের সহজেই মোকাবিলা করা যায়। মোদি প্রথমে এশিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ৷ তারপর 18তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ৷ এই সম্মেলনের পরপরই তিনি দিল্লি ফিরে যাবেন ৷ সেখানে আবার 9 ও 10 সেপ্টেম্বর জি-20 শীর্ষ সম্মেলন রয়েছে ৷

আরও পড়ুন : ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ব্রিটেনের প্রধানমন্ত্রী সুনাক

Last Updated : Sep 7, 2023, 9:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.