ETV Bharat / international

Anti China Protest: আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ইউরোপে সরব চিনবিরোধীরা

author img

By

Published : Dec 11, 2022, 6:27 PM IST

Anti China Protest throughout Europe to mark International Human Rights Day
Anti China Protest: আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ইউরোপে সরব চিনবিরোধীরা

শনিবার পালিত হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস (International Human Rights Day) ৷ এই বিশেষ দিনটিতেই ইউরোপের বিভিন্ন দেশের শহরে চিনবিরোধী প্রতিবাদে (Anti China Protest) সামিল হন অসংখ্য মানুষ ৷

জেনেভা, 11 ডিসেম্বর: জিনজিয়াং, তিব্বত এবং হংকংয়ে বর্বরোচিত আচরণ করছে চিন ! এরই প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে শুরু হল প্রতিবাদ ৷ ইউরোপীয় শহরগুলিতে রাস্তায় নেমে চিনবিরোধী প্রতিবাদে (Anti China Protest) সামিল হলেন অসংখ্য মানুষ ৷ শনিবার 10 ডিসেম্বর পালিত হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস (International Human Rights Day) ৷ এই উপলক্ষে নেদারল্য়ান্ডসের রাজধানী আমস্টারডামে প্রতিবাদ সভা করা হয় ৷ তাতে অংশ নেন অন্তত 100 জন ৷ প্রতিবাদীদের অভিযোগ, বিভিন্ন জায়গায় চিন মানবাধিকার লঙ্ঘন করছে ৷

শনিবারের এই আয়োজনে সামিল হয় বেশ কিছু আন্তর্জাতিক সংগঠন ৷ যার মধ্য়ে অন্যতম ছিল ইন্টারন্যাশনাল ক্য়াম্পেন ফর টিবেট, স্টিচিং সাপোর্ট উইগ্যর্স, নেদারল্য়ান্ডস ফর হংকং, কংগ্রেস অফ সাউদার্ন মঙ্গোলিয়া, টিবেট সাপোর্ট গ্রুপ ইন নেদারল্যান্ডস ইত্যাদি ৷ আমস্টারডামের এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দেশের প্রাক্তন এমপি হ্যারি ভ্যান বোমেল ৷

আরও পড়ুন: চলতি অর্থবর্ষে ভারত-চিন বাণিজ্য ঘাটতির পরিমাণ 51.5 বিলিয়ন ডলার, সংসদে তথ্য কেন্দ্রের

অন্যদিকে, সুইজারল্য়ান্ডের জেনেভা শহরেও একই ধরনের প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় ৷ প্যালারিস উইলসন থেকে ব্রোকেন চেয়ার স্কোয়ার, চিনবিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা ৷ এই কর্মসূচির মঞ্চ থেকেই ফের একবার স্বাধীন তিব্বতের আওয়াজ ওঠে ৷ প্রতিবাদীদের দাবি, তিব্বতকে মুক্ত করতে চিনের উপর আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপ বাড়াক রাষ্ট্রসংঘ ৷ এখানকার প্রতিবাদ সভায় অন্তত 200 মানুষ অংশগ্রহণ করেন ৷ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় ইংল্যান্ডের রাজধানী লন্ডনেও ৷ ইউরোপের পাশাপাশি কানাডার টরন্টো শহরেও চিনবিরোধী প্রতিবাদ, প্রদর্শন চলে ৷

এই প্রেক্ষাপটে চিনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নস্ একটি বিবৃতি প্রকাশ করেন ৷ তাতে তিনি বলেন, আন্তর্জাতিক মহলের সামনে চিন মানবাধিকার রক্ষার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পালনে তারা ব্যর্থ হয়েছে ৷ এতে আমেরিকা অত্যন্ত উদ্বিগ্ন ৷ নিকোলাসের কথায়, "চিনের কাছে আমাদের আবেদন, জিনজিয়াং প্রদেশে যেভাবে মানবাধিকারবিরোধী অপরাধ এবং গণহত্যা সংগঠিত হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করা হোক ৷ তিব্বতকে দমন করার যে নীতি চিন নিয়েছে, তাও বন্ধ হোক ৷ হংকংয়ের স্বশাসিত অস্তিত্ব বজায় রাখতে চিন প্রতিশ্রুতিবদ্ধ ৷ কিন্তু, সেই প্রতিশ্রুতিও মানছে না তারা ৷ যাঁরাই সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে, অথচ দৃপ্ত স্বরে আওয়াজ তুলছে, তাঁদের আটক করা হচ্ছে ৷" এই ধরনের আচরণ কখনই সমর্থনযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.