ETV Bharat / bharat

India-China Trade Deficit: চলতি অর্থবর্ষে ভারত-চিন বাণিজ্য ঘাটতির পরিমাণ 51.5 বিলিয়ন ডলার, সংসদে তথ্য কেন্দ্রের

author img

By

Published : Dec 9, 2022, 8:11 PM IST

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Union Commerce and Industry Minister Piyush Goyal) শুক্রবার রাজ্যসভায় একটি লিখিত উত্তরে জানিয়েছেন, চলতি অর্থ বর্ষের প্রথম ছ’মাসে চিনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ ঠিক কত (India-China Trade Deficit) ৷

india-china-trade-deficit-touched-51-dollars-5-cents-billion-during-april-october-this-fiscal-govt
India-China Trade Deficit: চলতি অর্থবর্ষে ভারত-চিন বাণিজ্য ঘাটতির পরিমাণ 51.5 বিলিয়ন ডলার, সংসদে তথ্য কেন্দ্রের

নয়াদিল্লি, 9 ডিসেম্বর: চলতি অর্থবছরে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে চিনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ (India-China Trade Deficit) 51.5 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে ৷ কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল (Union Commerce and Industry Minister Piyush Goyal) শুক্রবার রাজ্যসভায় একথা জানিয়েছেন ।

কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, 2021-22 সালে ঘাটতির পরিমাণ 73.31 বিলিয়ন মার্কিন ডলার ৷ যা 2020-21 সালে ছিল 44.03 বিলিয়ন মার্কিন ডলার ৷ চলতি অর্থবর্ষে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে চিন (China) থেকে আমদানির পরিমাণ 60.27 বিলিয়ন মার্কিন ডলার ৷ সেখানে রফতানির পরিমাণ 8.77 বিলিয়ন মার্কিন ডলার ।

গোয়েল বলেন, "2004-05 সালে চিনের সঙ্গে বাণিজ্য ঘাটতি ছিল 1.48 বিলিয়ন মার্কিন ডলার ৷ যা 2013-14 সালে বেড়ে হয় 36.21 বিলিয়ন মার্কিন ডলার ৷ বৃদ্ধির পরিমাণ 2346 শতাংশ ৷ এই ব্যাপক বৃদ্ধির বিপরীতে চিনের সঙ্গে বাণিজ্য ঘাটতি 100 শতাংশ বেড়েছে । 2021-22 সালে এর পরিমাণ 73.31 বিলিয়ন মার্কিন ডলার ৷"

india-china-trade-deficit-touched-51-dollars-5-cents-billion-during-april-october-this-fiscal-govt
শুক্রবার রাজ্যসভায় কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল

তিনি আরও জানান যে ভারত (India) থেকে চিনে পণ্য রফতানির (Exports to China) পরিমাণ 2014-15 সালে 11.93 বিলিয়ন মার্কিন ডলার ছিল ৷ সেখান থেকে 2021-22 সালে, তা বেড়ে হয়েছে 21.26 বিলিয়ন মার্কিন ডলার ৷ গত ছয় বছরে 78.2 শতাংশ বৃদ্ধি পেয়েছে ।

অন্যদিকে, 2014-15 সালে চিন থেকে আমদানির (Imports from China) পরিমাণ ছিল 60.41 বিলিয়ন মার্কিন ডলার ৷ 2021-22 সালে তা বেড়ে 94.57 বিলিয়ন মার্কিন ডলারে পরিণত হয়েছে । মন্ত্রী জানান, ভারতে ইলেকট্রনিক্স, টেলিকম এবং বিদ্যুতের মতো দ্রুত সম্প্রসারিত সেক্টরের চাহিদা মেটাতে চিন থেকে মূলত কাঁচামাল আমদানি করা হয় ৷ এই ধরনের সামগ্রী ভারতকে ডিজিটাল ক্ষেত্রে আরও সক্ষম ও ভালো অর্থনীতিতে পরিণত করছে ৷

তিনি আরও জানান, অভ্যন্তরীণ সরবরাহ এবং চাহিদার মধ্যে ব্যবধানের কারণে এই ক্ষেত্রগুলিতে আমদানির উপর ভারতকে ভরসা করতে হচ্ছে ৷ অন্যদিকে চিন থেকে আমদানি সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে এদিন শিল্প ও বাণিজ্য রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, এই আমদানি থেকে ভারতে উৎপাদনের কাজে ব্যবহার করা হচ্ছে ৷ আর সেই উৎপাদিত সামগ্রী রফতানিও করা হচ্ছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, চিন থেকে মূলত ইলেকট্রনিক পণ্য, জৈব এবং অজৈব রাসায়নিক, ওষুধ ও ওষুধ সংক্রান্ত পণ্য, সার-সহ একাধিক সামগ্রী আমদানি করে আনা হয় ৷

আরও পড়ুন: কাশ্মীর নিয়ে চিন-পাকিস্তানের বিবৃতি খারিজ করল দিল্লি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.