ETV Bharat / international

Nobel Prize 2022: কোয়ান্টাম মেকানিক্সে অবদান ! পদার্থবিদ্যায় নোবেল পেলেন অ্যাসপেক্ট-ক্লজার-জেইলিংগার

author img

By

Published : Oct 4, 2022, 3:45 PM IST

Updated : Oct 4, 2022, 9:14 PM IST

কোয়ান্টাম মেকানিক্সে অবদানের জন্য পদার্থবিদ্যায় নোবেল (Nobel prize in Physics) পেলেন অ্যালেন অ্যাসপেক্ট, জনএফ ক্লজার এবং অ্যান্টন জেইলিংগার (Nobel prize in Physics for works in quantum tech) ৷

Nobel Prize 2022
পদার্থবিদ্যায় নোবেল পেলেন অ্যাসপেক্ট-ক্লজার-জেইলিংগার

স্টকহোম, 4 অক্টোবর: ঘোষিত হল 2022 নোবেল পুরস্কার প্রাপকদের নাম ৷ কোয়ান্টাম মেকানিক্সে অবদানের জন্য পদার্থবিদ্যায় নোবেল (Nobel prize in Physics) পেলেন অ্যালেন অ্যাসপেক্ট, জনএফ ক্লজার এবং অ্যান্টন জেইলিংগার (Nobel prize in Physics for works in quantum tech) ৷ সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা ইন্সটিটিউটের এক অনুষ্ঠানে এই ঘোষণা করা হয় ।

নোবেল কমিটির সদস্য ইভা ওলসন বলেন, "কোয়ান্টাম তথ্য বিজ্ঞান একটি প্রাণবন্ত এবং উন্নয়নশীল ক্ষেত্র । এটির নিরাপদ উপায়ে তথ্যের আদানপ্রদান, কোয়ান্টাম কম্পিউটিং এবং সেন্সিং প্রযুক্তির মতো ক্ষেত্রে ব্যাপক এবং সম্ভাব্য প্রভাব রয়েছে ।"

আরও পড়ুন: চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন সুইডিশ বিজ্ঞানী সান্তে পাব

হ্যাকারদের নাগালমুক্ত তথ্য আদানপ্রদানের পথ দেখিয়ে নোবেল পেলেন ফ্রান্সের অ্যালেন অ্যাসপেক্ট, আমেরিকার জনএফ ক্লজার এবং অস্ট্রিয়ার অ্যান্টন জেইলিংগার । পদার্থবিদ্যায় নোবেলজয়ী হিসাবে এই তিনজনের নাম ঘোষণা করেছ রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি । এই তিন বিজ্ঞানীর মধ্যেই এক কোটি সুইডিশ ক্রোনর পুরস্কারমূল্য ভাগ করে দেওয়া হবে । গত বছর এই পুরস্কারটি তিন বিজ্ঞানী সিউকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলম্যান এবং জর্জিও প্যারিসিকে দেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন: দেশছাড়া লক্ষ লক্ষ ইউক্রেনীয় শিশু, প্রতিবাদে নিজের নোবেল সম্মান নিলামে তুললেন রাশিয়ার সাংবাদিক

2022 সালের নোবেল শান্তি পুরস্কার শুক্রবার এবং 10 অক্টোবর অর্থনীতির পুরস্কার ঘোষণা করা হবে। পুরস্কারগুলির মধ্যে 10 মিলিয়ন সুইডিশ ক্রোনার নগদ পুরস্কার রয়েছে যা 10 ডিসেম্বর হস্তান্তর করা হবে ।

Last Updated : Oct 4, 2022, 9:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.