ETV Bharat / international

Children Found in Amazon Rainforest: বিমান দুর্ঘটনার 40 দিন পর জীবিত অবস্থায় উদ্ধার 4 নাবালক !

author img

By

Published : Jun 10, 2023, 9:54 AM IST

Updated : Jun 10, 2023, 10:11 AM IST

ইঞ্জিন হঠাৎ খারাপ হয়ে গিয়ে অ্যামাজনের গভীর জঙ্গলের মধ্যেই ভেঙে পড়ে বিমান ৷ তাতে চারজন নাবালক ছিল ৷ তাদের খোঁজে 150 জন সেনার সঙ্গে কুকুরও জঙ্গলের মধ্যে ঘুরতে থাকে ৷ ফল মিলল শুক্রবার ৷ সেনারা খুঁজে পেল নাবালকদের ৷

ETV Bharat
অ্যামাজন

বোগতা (কলম্বিয়া), 10 জুন: নিখোঁজ হওয়ার 40 দিন পর 4 নাবালকের সন্ধান মিলল ৷ দক্ষিণ আমেরিকার অ্যামাজনের গভীর জঙ্গলে ঘটল এমনই ঘটনা ৷ বিমান দুর্ঘটনার পর থেকে তাদের খোঁজে পাওয়া যাচ্ছিল না ৷ শুক্রবার কলম্বিয়ার কর্তৃপক্ষ ঘোষণা করে তল্লাশি অভিযান শেষ ৷ হদিশ মিলেছে নাবালকদের ৷ ঘটনার সূত্রপাত পয়লা মে ভোরে ৷ সেদিন একটি সেনার প্রপেলার বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ৷

ইঞ্জিনটি কাজ না করায় বিমানটি ভেঙে পড়ে অ্যামাজনের জঙ্গলের মধ্যে ৷ ওই বিমানে কয়েক জন যাত্রী ছিলেন ৷ এই ঘটনার কিছুক্ষণ পর থেকে রেডারে বিমানের তরফ থেকে কোনও সংকেত মিলছিল না ৷ তারপরই জীবিতদের উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে তল্লাশি চালানো শুরু হয় ৷ দু'সপ্তাহ পর 16 মে তল্লাশিকারী দল অ্যামজনের ঘন জঙ্গলের মধ্যে বিমানটির ধ্বংসাবশেষ দেখতে পায় ৷ তার মধ্যে থেকে তিনজন প্রাপ্তবয়স্কের মৃতদেহ উদ্ধার করা হয় ৷ তবে শিশুদের দেহ পাওয়া যায়নি ৷ তাহলে তারা কোথায় গেল ?

এমনটা হতে পারে ওই নাবালকরা বেঁচে আছে ৷ এই আশায় ভর করে কলম্বিয়ার সেনা তল্লাশিতে নামে ৷ অবশেশে তাদের উদ্ধার করা গেল। জানা গিয়েছে, এই 4 জন নাবালকের বয়স 4, 9, 11 এবং 13 বছর ৷ হুইটোটো সম্প্রদায়ভুক্ত বলে রেনফরেস্টে কী করে জীবিত থাকতে হয় তা তারা জানত ৷ তারা মায়ের সঙ্গে অ্যামাজোনের একটি গ্রাম থেকে ওই বিমানে সান জোসে ডেল গুয়াভিয়ারে নামের একটি ছোট্ট শহরে যাচ্ছিল ৷ শহরটি অ্যামাজোনের রেনফরেস্টের সীমান্তে অবস্থিত ৷

আরও পড়ুন: বারবার দুর্ঘটনার কবলে এটিআর 72, উদ্বেগে নেপালের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ

150 জন সেনার সঙ্গে জঙ্গলে ঘুরতে ঘুরতে থাকে কুকুরও ৷ তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ৷ এদিকে জঙ্গলে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুবই কম ৷ তাই এই সন্ধান একেবারেই সহজ ছিল না ৷ সেনারা হেলিকপ্টারে করে জঙ্গলে মধ্যে খাবারের প্যাকেট ফেলতে থাকে ৷ যদি ওই চার জন জীবিত থাকে, তাহলে এই খাবার খেয়ে বেঁচে থাকতে পারবে তারা ৷ এছাড়া নাবালকদের কাছে পৌঁছতে উদ্ধারকারী দল জঙ্গলের মধ্যে মেগাফোন ব্যবহার করে ৷ তাতে ওই চারজনের ঠাকুমার গলা শোনানো হয় । বলা হয়, শিশুরা যেন একটি জায়গায় একসঙ্গে থাকে ৷

শেষে স্থানীয় সময় শুক্রবার উদ্ধারকারীরা ওই নাবালকদের দেখতে পায় ৷ তখন ওই চারজনের সঙ্গে আর কেউ ছিল না ৷ এখন তাদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে ৷ কলম্বিয়ার সেনাবাহিনী ওই নাবালকদের ছবি টুইট করেছে ৷ তাদের গায়ে থার্মালের তৈরি কম্বল জড়িয়ে দেওয়া হয়েছে ৷ একজন সেনা সবচেয়ে ছোট নাবালকের মুখে দুধের বোতল ধরে আছেন ৷ জঙ্গলই ওই চার নাবালককে বাঁচিয়েছে, বলছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ৷

আরও পড়ুন: কিস্তওয়ারে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার, জখম পাইলট-সহ 4

Last Updated : Jun 10, 2023, 10:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.