ETV Bharat / international

ব্ল্যাক হোল নিয়ে গবেষণা, পদার্থবিদ্যায় নোবেল ত্রয়ীর

author img

By

Published : Oct 6, 2020, 3:51 PM IST

Updated : Oct 6, 2020, 4:56 PM IST

ঘোষিত হল পদার্থবিদ্যায় নোবেলজয়ীর নাম । রজার পেনরোজ়, রেইনহার্ড গেনজ়েল ও অ্যানড্রেয়া ঘেজ় যৌথভাবে পদার্থে নোবেল জিতলেন এই বছর ।

নোবেল পদক
নোবেল পদক

স্টকহোম, 6 অক্টোবর : ঘোষিত হল পদার্থবিদ্যায় নোবেলজয়ীদের নাম । রজার পেনরোজ়, রেইনহার্ড গেনজ়েল ও অ্যানড্রেয়া ঘেজ় যৌথভাবে পদার্থে নোবেল জিতলেন এবছর । ব্ল্যাক হোল সংক্রান্ত গবেষণার জন্য তাঁদের নোবেল সম্মান দেওয়া হয়েছে ।

গতবছর পদার্থে নোবেল পেয়েছিলেন কানাডিয়ান জ্যোতির্বিজ্ঞানী জেমস পিবলস । বিগ ব্যাং থিওরি সংক্রান্ত বিষয়ে গবেষণার জন্য তাঁকে নোবেল সম্মান দেওয়া হয়েছিল । এছাড়া সুইস জ্যোতির্বিজ্ঞানী মাইকেল মেয়র ও দিদেয়ার কোয়েলজ় কেও নোবেল সম্মানে ভূষিত করা হয়েছিল সৌরজগতের বাইরে গ্রহের সন্ধান দেওয়ার জন্য ।

এর আগে গতকাল যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন হারভে জে অলটার, মাইকেল হাউটন ও চার্লস এম রাইস । হেপাটাইটিস সি ভাইরাসের সন্ধান দেওয়ার জন্য তাঁদের নোবেল সম্মানে সম্মানিত করা হয় ।

নোবেল পুরস্কার হিসেবে একটি সোনার পদক এবং এক কোটি সুইডিশ ক্রোনর দেওয়া হয় । এক কোটি সুইডিশ ক্রোনরের অর্থমূল্য 11 লাখ 18 হাজার অ্যামেরিকান ডলারেরও বেশি । সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের স্মৃতিতে এই পুরস্কার দেওয়া হয় ।

চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিদ্যা ছাড়াও রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে বিশিষ্ট অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় । চিকিৎসাবিজ্ঞান ও পদার্থবিদ্যায় পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে । বাকি বিভাগগুলির পুরস্কার প্রাপকদের নাম আগামীদিনে জানানো হবে ।

Last Updated : Oct 6, 2020, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.