ETV Bharat / international

Students Left Kyiv by Train : দূতাবাসের কাছেই আশ্রয় নেওয়া 400 ভারতীয় ছাত্র ট্রেনে চড়ে ছাড়লেন কিভ

author img

By

Published : Mar 1, 2022, 9:36 AM IST

Updated : Mar 1, 2022, 12:17 PM IST

400 students successfully left Kyiv
দূতাবাসের কাছেই আশ্রয় নেওয়া 400 ভারতীয় ছাত্র ট্রেনে চড়ে ছাড়লেন কিভ

ইউক্রেনে দূতাবাসের কাছেই আশ্রয় নেওয়া 400 ভারতীয় ছাত্র ট্রেনে চড়ে কিভ ছাড়লেন (Students left Kyiv by train) ৷ জানাল ভারতীয় দূতাবাস (Indian Embassy on students evacuation from Ukraine) ৷

কিভ, 1 মার্চ : যুদ্ধদীর্ণ ইউক্রেনে (Russia-Ukraine War) গত 24 ফেব্রুয়ারি থেকে ভারতীয় দূতাবাসের আশপাশে আশ্রয় নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন দেশের 400 জন ছাত্র (Students left Kyiv by train) ৷ তাঁরা সবাই ট্রেনে চড়ে কিভ ছেড়ে বেরোতে পেরেছেন ৷ ভারতীয় দূতাবাসের (Indian Embassy on students evacuation from Ukraine) তরফে একথা জানানো হয়েছে ৷

ইউক্রেনের ভারতীয় দূতাবাস টুইটে জানিয়েছে, "24 ফেব্রুয়ারি থেকে দূতাবাসের কাছেই থাকছিলেন 400 জন ছাত্র ৷ তাঁরা মিশনের (উদ্ধারকারী অভিযান) প্রচেষ্টায় আজ ট্রেনে চড়ে সফল ভাবে কিভ ছাড়তে পেরেছেন ৷ আজ কিভ থেকে পশ্চিম ইউক্রেনে 1000-এরও বেশি ভারতীয় ছাত্রকে সরানো নিশ্চিত করা গিয়েছে ৷"

সোমবার ইউক্রেনে (Ukraine Crisis) থাকা ভারতীয় নাগরিক ও ছাত্রদের জন্য দ্বিতীয় অ্যাডভাইজারি জারি করা হয় ৷ তাতে পরামর্শ দেওয়া হয়েছে, "কিভ থেকে সপ্তাহান্তের কার্ফু প্রত্যাহার করা হয়েছে ৷ সব ছাত্রদের পশ্চিম প্রান্তে যাওয়ার জন্য রেল স্টেশনের দিকে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে ৷ উদ্ধারের জন্য ইউক্রেন রেলওয়ে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে ৷" সব ভারতীয় ছাত্রকে শান্ত, শান্তিপূর্ণ ও জোটবদ্ধ থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস ৷

আরও পড়ুন: Russia-Ukraine Crisis : ইউক্রেনে আটকে বহু দেশের নাগরিক, এবার তাঁদের পাশে মোদি

রেলওয়ে স্টেশনে বিরাট সংখ্যক জনতার সমাবেশ হবে, এই সম্ভাবনার কথা ভেবে ছাত্রদের নম্র থাকতে বলা হয়েছে ৷ কোনও আগ্রাসী আচরণ না করার জন্য অনুরোধ করা হয়েছে ৷ অ্যাডভাইজারিতে লেখা আছে, "ট্রেন দেরি হতে পারে, বাতিল হতে পারে বা লম্বা লাইন পড়তে পারে ৷" তবে তাতে ব্যতিব্যস্ত না হয়ে শান্ত থাকতে বলেছে দূতাবাস ৷

ভারতীয় ছাত্ররা যাতে তাঁদের পাসপোর্ট, নগদ অর্থ, রেডি-টু-ইট খাবার, শীতবস্ত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজেদের সঙ্গে রাখেন, তা নিশ্চিত করতে বলেছে দূতাবাস ৷ তবেই আচমকা তাঁদের সরাতে গেলে সহজে সেটা করা যাবে বলে তারা জানিয়েছে (400 students housed near Indian Embassy since Feb 24 successfully left Kyiv by train) ৷

আরও পড়ুন : Russia-Ukraine Crisis : ইউরোপিয় ইউনিয়নের সদস্য ইউক্রেন ? আবদেনপত্রে সই জেলেনস্কির

Last Updated :Mar 1, 2022, 12:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.