ETV Bharat / international

Nobel Prize 2021 : অর্থনীতিতে নোবেল পাচ্ছেন তিন কৃতী

author img

By

Published : Oct 11, 2021, 5:51 PM IST

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন তিন কৃতী ৷ এঁরা হলেন ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট এবং গুইডো ডাব্লিউ ইমবেন্স ৷ প্রথমজন কানাডার মানুষ ৷ পরের দু’জন মার্কিন নাগরিক ৷

2021 Nobel Prize in Economics declared with one half to David Card and the other half jointly to Joshua D. Angrist and Guido W. Imbens
Nobel Prize 2021 : অর্থনীতিতে নোবেল পাচ্ছেন তিন কৃতী, ঘোষণা কর্তৃপক্ষের

স্টকহোম (সুইডেন), 11 অক্টোবর : এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার (Nobel Prize) পাচ্ছেন তিনজন ৷ এঁরা হলেন কানাডার ডেভিড কার্ড (David Card) এবং দুই মার্কিন নাগরিক নাগরিক জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট (Joshua D Angrist) এবং গুইডো ডাব্লিউ ইমবেন্স (Guido W Imbens) ৷ শেষের দু’জনের মধ্যে প্রথমজন ইজরায়েলি বংশোদ্ভূত এবং অন্যজন আদতে নেদারল্যান্ডের মানুষ ৷

আরও পড়ুন : Nobel 2021 : উদ্বাস্তু সমস্য়ার কথা লিখে সাহিত্যে নোবেল পেলেন আবদুলরজক গুরনা

শ্রমনির্ভর অর্থনীতি নিয়ে দীর্ঘদিন ধরে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন ডেভিড ৷ বস্তুত, এই ক্ষেত্রে তাঁর অবদানকে স্বীকৃতি দিতেই এই পুরস্কার ৷ তাঁর পেশা অধ্যাপনা ৷ বার্কেলির ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের অর্থনীতির পাঠ দেন তিনি ৷ শ্রমনির্ভর বাজার কী কী উপাদান দ্বারা প্রভাবিত হয়ে চলেছে, তা নিয়ে নিরন্তর গবেষণা করে চলেছেন ডেভিড ৷ এক্ষেত্রে বাস্তবসম্মত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন তিনি ৷ ন্যূনতম পারিশ্রমিক, অভিভাসন এবং শিক্ষা, এই তিন বিষয় শ্রমনির্ভর বাজারকে কীভাবে প্রভাবিত করছে, সেটাই ডেভিডের কাজের বিষয় ৷ অন্যদিকে, জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট এবং গুইডো ডাব্লিউ ইমবেন্স নোবেল পাচ্ছেন অর্থনীতিতে তাঁদের পদ্ধতিগত বিশ্লেষণমূলক কাজের জন্য ৷

আরও পড়ুন : Nobel Peace Prize : নোবেল শান্তি সম্মান দুই সাংবাদিকের

অন্য নোবেল প্রাপকদের মতো এই তিনজনও পুরস্কারের অঙ্গ হিসাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন ৷ যার মোট পরিমাণ 10 মিলিয়ন সুইডিশ ক্রাউন (1.14 মিলিয়ন মার্কিন ডলার) ৷ এই অর্থ তিন অর্থনীতিবিদের মধ্যে নির্দিষ্ট পরিমাণে ভাগ করে দেওয়া হবে ৷ প্রসঙ্গত, ডাইনামাইটের স্রষ্টা সুইডিশ বিজ্ঞানী এবং ব্যবসায়ী অ্যালফ্রেড নোবেলের (Alfred Nobel) উইল অনুসারেই তিনটি বিভাগে কৃতী ব্যক্তিদের নোবেল পুরস্কার দেওয়া হয় ৷ তবে সেই উইলে অর্থনীতিতে নোবেল দেওয়ার বিষয়টি ছিল না ৷ 1968 সালে অ্যালফ্রেড নোবেলের স্মৃতিতেই এই বিভাগটি সংযোজিত করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.