ETV Bharat / international

পাকিস্তানে অবতরণের আগেই ভেঙে পড়ল বিমান, বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা

author img

By

Published : May 22, 2020, 4:30 PM IST

Updated : May 22, 2020, 9:00 PM IST

করাচির জিন্না আন্তর্জাতিক বিমান বন্দরের নিকটবর্তী একটি কলোনির কাছে ভেঙে পড়ে বিমানটি । মোট 98 জন ছিলেন বিমানের মধ্য়ে ।

ছবি
ছবি

করাচি, 22 মে : 98 জনকে নিয়ে লাহোর থেকে করাচির দিকে যাচ্ছিল । নামার কয়েক মুহূর্ত আগেই ভেঙে পড়ল বিমান । বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

করাচি জিন্না আন্তর্জাতিক বিমান বন্দরে নামার সময় মালিরের মডেল কলোনির জিন্না গার্ডেনের কাছে দুর্ঘটনা ঘটে । বিমান A320-তে মোট 98 জন ছিলেন। পাকিস্তানের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে খবর, ল্যান্ডিংয়ের এক মিনিট আগে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । পরে দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন PIA-র মুখপাত্র আবদুল সাত্তার। জানান, লাহোর থেকে করাচির দিকে যাচ্ছিল বিমানটি ।

পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ চ্যানেলে যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বিমানটি ভেঙে পড়েছে । চারদিক থেকে ধোঁয়া উঠছে । আশপাশের বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে । ঘটনাস্থানে অ্যাম্বুলেন্স পৌঁছেছে । চলছে উদ্ধারকাজ ।

পাকিস্তান সেনার ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন (ISPR)- র তরফে জানানো হয়েছে, উদ্ধার কার্যের জন্য ঘটনাস্থানে পৌঁছেছে পাকিস্তান আর্মি কুইক রিয়্যাকশন ফোর্স ও সিন্ধ পাকিস্তান রেঞ্জার্স । করাচি বিমান বন্দরের আশপাশের হাসপাতালগুলিতে ইমার্জেন্সি ঘোষণা করেছেন স্বাস্থ্য়মন্ত্রক ।

বিমান ভেঙে পড়ার পরের ছবি...

দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । টুইটে তিনি লেখেন, "বিমান দুর্ঘটনা খুবই দুঃখজনক । PIA-র CEO আরশাদ মালিকের সঙ্গে সর্বদা যোগাযোগ রেখেছি । তিনি ইতিমধ্য়েই করাচির উদ্দেশে রওনা দিয়েছেন । উদ্ধারকার্য চলছে । এই মুহূর্তে এই বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে । ঘটনার দ্রুত তদন্ত শুরু হবে । মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা ।"

  • Deeply saddened by the loss of life due to a plane crash in Pakistan. Our condolences to the families of the deceased, and wishing speedy recovery to those injured.

    — Narendra Modi (@narendramodi) May 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাকিস্তানে বিমান দুর্ঘটনা দুঃখজনক । মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা । আহতদের দ্রুত আরোগ্য় কামনা করি ।

Last Updated :May 22, 2020, 9:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.