ETV Bharat / international

কাশ্মীর ইশুতে আলোচনা চেয়ে নিরাপত্তা পরিষদে চিঠি চিনের

author img

By

Published : Aug 15, 2019, 1:54 PM IST

ছবি সৌজন্য গুগল

৩৭০ ধারা প্রত্যাহার সহ কাশ্মীর ইশুতে আলোচনা চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন জানাল চিন । রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি পোলান্ডের কাছে চিঠি পাঠিয়েছে চিন ।

জেনেভা, ১৫ অগাস্ট : ৩৭০ ধারা প্রত্যাহার সহ কাশ্মীর ইশুতে আলোচনা চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন জানাল চিন । রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি পোলান্ডের কাছে চিঠি পাঠিয়েছে চিন । সংবাদসংস্থা PTI-কে রাষ্ট্রসংঘের এক কূটনীতিক বলেছেন, সম্প্রতি আলোচনা চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছে । তবে কবে আলোচনা হবে সে বিষয়ে কিছু ঠিক হয়নি । ওই কূটনীতিক বলেন, "চিন নিরাপত্তা পরিষদে ভারত ও পাকিস্তান নিয়ে ফলপ্রসূ আলোচনার জন্য আবেদন করেছে । এর আগে এনিয়ে আবেদন জানিয়েছিল পাকিস্তান । চিনের চিঠি পাকিস্তানের চিঠির পর এক প্রসঙ্গেই ।"

নিরাপত্তা পরিষদের কূটনীতিক জানান যে চিনও একইরকম আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছে । তবে বৈঠকের সময় ও তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পোল্যান্ডকে পরিষদের অন্য সদস্যদের পরামর্শ নিতে হবে । ওই কূটনীতিক বলেন যে এখনও পর্যন্ত আলোচনার সময় সম্পর্কে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।

এই সংক্রান্ত আরও খবর : কাশ্মীর ইশুতে যুদ্ধে প্রস্তুত : ইমরান

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে ভারত । এনিয়ে তীব্র আপত্তি তোলে পাকিস্তান । রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদে জরুরি আলোচনা চেয়ে আবেদন জানায় তারা । বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জরুরি আলোচনা চেয়ে চিঠি পাঠায় । কুরেশি বলেন, "আমি চিঠিতে অনুরোধ করেছি যাতে ভারতের পদক্ষেপগুলি অবৈধ ও রাষ্ট্রসংঘের প্রস্তাবের বিরুদ্ধে বিবেচনা করি । এই বিষয়ে আলোচনা করার জন্য নিরাপত্তা পরিষদের বিশেষ সভা ডাকা উচিত ।" তিনি আরও জানান যে চিন এই বিষয়ে পাকিস্তানের সঙ্গে থাকবে বলে জানিয়েছে । যদিও চিন সফরে গিয়ে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর জানিয়ে দেন, কাশ্মীর সংক্রান্ত যাবতীয় পদক্ষেপ ভারতের অভ্যন্তরীন বিষয় ।

জয়শঙ্কর উল্লেখ করেছিলেন যে কাশ্মীর বিষয়ক পদক্ষেপগুলি সুশাসন ও আর্থ-সামাজিক উন্নয়নের প্রচারের লক্ষ্যে । এর সঙ্গে নিয়ন্ত্রণ রেখা (LOC) বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC)-র কোনও সম্পর্ক নেই । তিনি বলেন, "ভারত কোনও অতিরিক্ত আঞ্চলের দাবি উত্থাপন করছে না। তাই এই বিষয়ে চিন্তার উদ্বেগগুলি ভুলভাবে চালিত করা হয়েছিল ।"

********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Copyright 2013 CCTV. All rights reserved.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.