ETV Bharat / international

কাশ্মীর ইশুতে যুদ্ধে প্রস্তুত : ইমরান

author img

By

Published : Aug 14, 2019, 7:09 PM IST

কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াইয়ের কথা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷

কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াইয়ের কথা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷

ইসলামাবাদ, 14 অগাস্ট : জম্মু-কাশ্মীরে 370 ধারা বিলোপের পর থেকেই পাকিস্তানের তরফে নানা হুঁশিয়ারি অব্যাহত ৷ এবার কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াইয়ের কথা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ সে দেশের স্বাধীনতা দিবসে আজ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে যান ইমরান৷ যুদ্ধের কথাও বলেন ৷ তাঁর কথায়, "কাশ্মীরের কারণে যুদ্ধের জন্য পাকিস্তান প্রস্তুত ৷ প্রস্তুত মানুষজন, প্রস্তুত সেনাবাহিনীও ৷ আমরা শেষ দেখে ছাড়ব ৷"

আজ ওই সভায় ভারতের সমালোচনা করে ইমরান বলেন, ''মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমরা সবাই চিন্তিত ৷ BJP-এর লোকেরা অসুস্থ মানসিকতার ৷ ভারতকে একটি সহিষ্ণু সমাজ ভাবা হত আগে, কিন্তু এ বার যা করল, তার জন্য ফল ভুগতে হবে ৷ ভারত সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘন করেছে ৷ আজ ভারতে বিচারপতিও ভয়ে ভয়ে রয়েছেন ৷ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে BJP ৷''

নরেন্দ্র মোদি সরকার নীতিগত ভুল সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন ইমরান ৷ মোদি তুরুপের তাসটি বের করলেও ভারতকে এর জন্য মূল্য চোকাতে হবে বলেও মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ৷ "ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে আমি কাশ্মীরের সমস্যার কথা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরব", বলেন ইমরান ৷

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ ও তাকে দু’ভাগ করার সিদ্ধান্ত নিয়ে আগেই রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছিল পাকিস্তান ৷ কিন্তু আবেদনকে আমল দেওয়া হয়নি ৷ মরিয়া ইসলামাবাদ চিঠি দিয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকেও ৷ সেই চিঠিতেও ভারতের প্রতি পরোক্ষ হুমকি দেওয়া হয়েছে ৷

পাকিস্তান আন্তর্জাতিকস্তরে কাশ্মীর সমস্যা নিয়ে যাই বলুক, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, বিদেশের কোনওরকম মধ্যস্থতার প্রয়োজন নেই, নিজেরাই সামলে নেবে ভারত, একথা বিদেশমন্ত্রকের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷

Mumbai, Aug 14 (ANI): Government Railway Police and Railway Protection Force conducted security check at Mumbai's Chhatrapati Shivaji Maharaj Terminus, ahead of Independence Day. This year India will celebrate 73rd Independence Day. Security check has been
tightened in the area ahead of the upcoming festival.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.