Missile tests : নিয়ম ভেঙে ফের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার

author img

By

Published : Sep 15, 2021, 9:17 PM IST

Updated : Sep 15, 2021, 10:02 PM IST

north-korea-fires-2-ballistic-missiles

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন, এই মিসাইল দু’টি উত্তর কোরিয়ার মধ্য অংশের কোথাও থেকে ছোড়া হয় ৷ তা গিয়ে কোরিয়ান পেনিনসুলা ও জাপানের মাঝামাঝি অংশের সমুদ্রে গিয়ে পড়ে ৷

সিওল, 15 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের নিয়মের বিরুদ্ধে গিয়ে ফের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষামূলক ভাবে ছুড়ল উত্তর কোরিয়া ৷ গত কয়েকদিনে এই নিয়ে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা ঘটল ৷ একদিকে তাদের সঙ্গে রাষ্ট্রসংঘের পারমাণবিক অস্ত্র সংক্রান্ত কূটনৈতিক আলোচনা স্তব্ধ হয়ে রয়েছে ৷ অন্যদিকে তারা নিজেদের শক্তি প্রদর্শন করে চলেছে ৷

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন, এই মিসাইল দু’টি উত্তর কোরিয়ার মধ্য অংশের কোথাও থেকে ছোড়া হয় ৷ তা গিয়ে কোরিয়ান পেনিনসুলা ও জাপানের মাঝামাঝি অংশের সমুদ্রে গিয়ে পড়ে ৷ প্রায় 800 কিলোমিটার দূরে গিয়ে এটা পড়ে ৷ এর গতি বেগ ছিল 60 কিলোমিটার ৷ এই নিয়ে আরও বিস্তারিত তথ্য জোগাড়ের চেষ্টা করছেন দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ৷

আরও পড়ুন : Vladimir Putin: ঘনিষ্ঠমহলে করোনার সংক্রমণ, নিভৃতবাসে রাশিয়ার প্রেসিডেন্ট

উত্তর কোরিয়ার এই পদক্ষেপে ক্ষুব্ধ জাপান ৷ সেদেশের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এই ঘটনাকে তাদের দেশ ও সংলগ্ন অঞ্চলের শান্তি ও সুরক্ষার বিঘ্ন ঘটানো বলেই ব্যাখ্যা করেছেন ৷ সেই কারণে জাপান সরকার ওই এলাকায় নজরদারি আরও বাড়াবে বলে জানিয়ে দিয়েছেন তিনি ৷

এই ধরনের ব্যলিস্টিক মিসাইলের পরীক্ষা না করার কথা উত্তর কোরিয়াকে বলে রেখেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ৷ তার পরও গত বুধবার একটি স্বল্প-পাল্লার মিসাইল পরীক্ষা করে উত্তর কোরিয়া ৷ কিন্তু তার পর রাষ্ট্রসংঘ কোনও নিষেধাজ্ঞা জারি করেনি ৷ তবে এই ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের সাফল্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে উত্তর কোরিয়া ৷ ওই দেশের সরকারি সংবাদমাধ্যম তেমনই জানিয়েছে ৷

আরও পড়ুন : Taliban: মহিলাদের পড়াশোনায় ছাড়, তবে পুরুষদের সঙ্গে ক্লাস নয় ; ফতোয়া তালিবান সরকারের

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ তৈরি করতে চাইছে উত্তর কোরিয়া ৷ তারা আসলে চায় পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে যাতে পারমাণবিক কূটনীতি সংক্রান্ত আলোচনা শুরু হয় ৷ কিন্তু তাদের এই চাপের কাছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কি মাথা নত করবে, এখন সেটাই দেখার ৷

Last Updated :Sep 15, 2021, 10:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.