ETV Bharat / international

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার

author img

By

Published : Jun 9, 2020, 10:16 PM IST

korea
korea

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমস্তরকম যোগাযোগ বিচ্ছিন্ন করল উত্তর কোরিয়া । আজ তাদের এই ঘোষণার পর দক্ষিণ কোরিয়ার তরফে তাদের যোগাযোগ করার চেষ্টা করা হয় । কিন্তু কোনও উত্তর দেয়নি উত্তর কোরিয়া ।

সিওল, 9জুন : আজ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে বলে জানাল উত্তর কোরিয়া । বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষিণ এবং উত্তর কোরিয়ার মধ্যবর্তী অর্থনৈতিক প্যাকেজ কার্যকরী করতে সিওলের ব্যর্থতায় হতাশ পিয়ংইয়ং ।

উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ় এজেন্সির তরফে আজ জানানো হয়, উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তের যোগাযোগ দুপুরে বিচ্ছিন্ন করা হয়েছে । দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করার এটাই প্রথম পদক্ষেপ । ‘অপ্রয়োজনীয় বিষয় থেকে মুক্তি পেতে’ এই পদক্ষেপ বলে জানিয়েছে উত্তর কোরিয়া ।

দক্ষিণ কোরিয়ার আধিকারিকদের তরফে ঘোষণার পর উত্তর কোরিয়াকে যোগাযোগ করার চেষ্টা করা হয় । কিন্তু উত্তর কোরিয়া কোনও উত্তর দেয়নি । এর আগেও উত্তর কোরিয়া সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল । দক্ষিণ কোরিয়ার ফোন কল এবং ফ্যাক্সের উত্তর দেয়নি । এবং যখন উত্তেজনা কম হয় সেই সময়ে আবার যোগাযোগ করে উত্তর কোরিয়া । পিয়ংইয়ং-র বিরুদ্ধে এর আগেও অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করার অভিযোগ উঠেছে । কিংবা অ্যামেরিকার সঙ্গে নিউক্লিয়র আলোচনায় সেরকম গতি না দেখায় তাদের হতাশার এক ইঙ্গিত চাইছে উত্তর কোরিয়া বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

যদিও উত্তর কোরিয়ার তরফে জানানো হয়েছে, সীমান্তে পিয়ংইয়ং বিরুদ্ধ লিফলেট বিলি করছিলেন কয়েকজন অ্যাক্টিভিস্ট । কিন্তু সিওল তাঁদের আটকাতে পারেনি । তার জবাবেই যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করল উত্তর কোরিয়া ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.