ETV Bharat / international

দল থেকে বহিষ্কৃত নেপালের কেয়ারটেকার প্রধানমন্ত্রী ওলি

author img

By

Published : Jan 25, 2021, 7:35 AM IST

আগেই ওলিকে দল থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছিল ৷ সরানো হয়েছিল এনসিপির চেয়ারম্যান পদ থেকেও ৷

kp singh oli
kp singh oli

কাঠমান্ডু, 25 জানুয়ারি : দল থেকে বহিষ্কৃত হলেন নেপালের কেয়ারটেকার প্রধানমন্ত্রী কেপি সিং ওলি ৷ রবিবার নেপাল কমিউনিস্ট পার্টির বিরোধী শিবির তাঁকে দল থেকে বহিষ্কৃত করার কথা ঘোষণা করে ৷ নেপালের নির্বাচিত সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনেকদিন ধরেই দলের মধ্যে ক্ষোভ চলছিল ৷ ওলির বিরুদ্ধে জোরালো আওয়াজ উঠছিল ৷ যে কারণে তাঁকে দল থেকেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল ৷

এই বিষয়ে নেপাল কমিউনিস্ট পার্টির বিরোধী শিবিরের মুখপাত্র নারায়ণকাজি শ্রেষ্ঠা জানিয়েছেন, নেপালের প্রধানমন্ত্রী এখন থেকে আর পার্টির সদস্য নন ৷ তিনি বলেন, "আজকের কেন্দ্রীয় কমিটির বৈঠকে কেপি শর্মা ওলিকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ওর সদস্যপদও খারিজ করা হয়েছে ৷" গত শুক্রবারই ওলিকে দল থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছিল ৷ সরানো হয়েছিল এনসিপির চেয়ারম্যান পদ থেকেও ৷ তার একদিনের মধ্যেই দল থেকে বের করা হল ওলিকে ৷

আরও পড়ুন : ক্ষমতায় থাকাকালীন 30 হাজার 573 বার মিথ্য়ে বলেছেন ট্রাম্প!

সাংবিধানিক রীতি না মেনেই নেপালের নির্বাচিত সংসদ ভেঙে দিয়েছিলেন প্রধানমন্ত্রী ওলি ৷ তারপর থেকেই ওলির বিরুদ্ধে নামে দলেরই একাংশ ৷ এই বিরোধী শিবিরের প্রধান মুখ প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহাল এবং মাধবকুমার নেপাল ৷ অসাংবিধানিক কাজকর্মের জন্য ওলিকে দল থেকে বহিষ্কৃত করা নিয়ে সুর চড়িয়েছিলেন তাঁরা ৷ এই নিয়ে দলের বিরোধী শিবির প্রধানমন্ত্রীর বাসভবনে চিঠি পাঠায় ৷ যদিও চিঠির কোনও জবাব দেননি ওলি ৷ নারায়ণকাজি শ্রেষ্ঠা বলেন, "তাঁর কার্যকলাপের ব্যাখ্যা চেয়ে আমরা অনেকদিন ধরে অপেক্ষা করেছি ৷ উনি জবাব দেননি ৷ এরপরই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.